ধরো- তোমায় ভালবাসা, এই তো ছিল আমার অপরাধ
বন্ধুরা সব শত্রু হল, শত্রু হল উঠতে বসতে ঠুকতো যারা সেলাম
মুখ ফেরাল কাছের সবাই তাও ছিলনা তেমন অনুতাপ
ভালই ছিলাম নিজের মধ্যে, ভাবনাবিহীন- কি পেলাম না পেলাম
প্রেমের সাথে ভয়ের বিরোধ চিরকালীন, আমিও তাই
ভয় করিনি লোকলজ্জা, শত্রুতাবোধ; হুমকি-ধামকি উড়িয়ে দি ফুয়ে
বন্ধুরা সব আখ্যা দিল বেহায়া আর তোমার যত প্রেমাকাংক্ষী
অনুসারী- বিছিয়ে দিল কাঁটা পথে; একান্ত এ আড়ালটুকু ছুঁয়ে-
তোমার দিকেই ফিরে ছিলাম, তোমার হাতেই নিবেদনের ফুল
তোমায় ঘিরেই মগ্নতাবোধ, তুমি মানেই এক পৃথিবী- অতলান্ত
সাগর যেমন, ডুবেই কাটে মোহান্ধ ক্ষণ- বাইরে শুধু বিমূর্ত মাস্তুল
তবু দেখ তোমার হাতেই খোড়া হল ভেতরে এই সবচে নিবিড় ক্ষত
তোমার কাছেই অবাঞ্চিত- মেনে নিয়েই ভাঙছি আপাতত
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।