ত্রসরেণু ভাসা রোদের ঝাকাসে,
তোমার স্মৃতিরা আসে দূরাভাসে,
কষ্টের ঘোড়া ভাঙ্গে আড়মোড়া,
আমি কান্নায় ঢাকি মুখ।
আদাবর থেকে নিউমার্কেট,
আমি রোমিও তুমি জুলিয়েট,
রোদ-ঝড় নাই তবু হুড তোলা,
মন প্যান্ডোরা-সিন্দুক।
রিক্শা তো নয় যেন গন্ডোলা,
হঠাৎ ঝাঁকুনি দেয় মন দোলা,
মেঘ হেলে আসে চাঁদের সকাশে,
লোহার আদেশে চুম্বক।
ট্রাফিক জ্যামের প্রায় দেরীতে,
তুমি রেগে হিম লাইব্রেরীতে,
সময়ের খোসা ছাড়াতে ছাড়াতে,
ক্রিস্টালে জল টিকটক।
তুমি মিশে গ্যাছ নীল অরোরাতে ,
আমিই ছুটি একা এই ঝড়ো রাতে,
জল-ডোবা থেকে মল্ডোভাতে,
হঠাৎ নিঃস্ব বুরবক।
পুরানো কাপড়ে ন্যাপথলিনের,
ঘ্রাণে আসে আলো অন্যদিনের,
ওই দুটি চোখ, হীরের ঝলক,
আমি কান্নায় ঢাকি মুখ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।।