বন্ধু
১ জন
সারাক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে চোখ গুলো তাকিয়ে থাকে ঐ দিকেমুঠো ফোনের পর্দায় ভেসে থাকা অর্কিড পুস্প-পুটযেন তোমার অধর যুগল।বাঁকা চাহনিতে চেয়ে থাকা-
কেন এত ভালোবাস কেন এত অধীর থাকো উদাসিনীকেন জোনাকীর সাথে রাত জাগো ষষ্ঠদশী বালিকা ?শরতের আকাশের মতো হাসো কাঁদো ইচ্ছে মতো বাজাও বাঁশিরাতের আঁধারে, নেট পাড়ায় ষাটউর্ধ্ব বালকে চুপিচুপি ডেকে ডেকেমুখের ফেনা আঁচল তলে মুছবে কত ?
এই মাত্র একটি তারা ঝরে পড়লো । শান্তা একবার বলেছিল , এই সময়ে প্রেমিকার নামে প্রার্থনা করলে বিধাতা ফেরান না ।
প্রতিটি কোণায় কোণায়রোম কূপে কূপে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্য পুরুষের তীব্রতর ঘ্রাণতোমারই ইন্দ্রিয় অনুভবে ।
কষ্ট কি আমাকে মুক্তি দিবেনা! কষ্টের আমাকে এত প্রিয় কেন?কষ্টের নানান রূপে আমি বিমুঢ়, ব্যথিত।
সূর্যকে চলে যেতে বলি তবে? তুমি কি আমার স্নিগ্ধতার চন্দ্র হবে?
মন্তব্য করুন