বন্ধু
৬ জন
অনুসরনকারী
১ জন
আমি যখন অন্ধ ছিলামপৃথিবী ছিলো কালো
যদি আকাশের সমস্ত নীলে মেঘেরা ব্যাস্ততা দেখায়,তবে বৃষ্টি নামুক আকাশ জুড়ে,রাজপথের ওপারে।
প্রথম দিনের বৃষ্টির পর নির্জলা আকাশে চোখ মেলল
"তোমাকে আসতেই হবে" অনেক অনুরোধের পর এই কথা বলেই ফোন রেখে দেয় বর্ষা। আরশাদ ওকে ফোন করেই যাচ্ছে কিন্তু ধরার কোন নাম নেই।অবশ্য টিনের চালে বৃষ্টির শব্দে কিছুই শোনা যাচ্ছে না।
সামনেই নির্বাচন । কে জয়ী হবে কে হবে পরাজিত সেই বিতর্কে চায়ের কাপে কাপে ঝড় উঠছে। ইদ্রিস মিয়ার টং দোকানটার কন্ডেন্স মিল্কের লিকারবিহীন পানসে চা সুপেয় হয়ে গেছে অনেকের কাছে ।
আঠাশে মার্চ ২০০৩ সাল, প্রায় একযুগ পর মনে হয়
মন্তব্য করুন