পরাধীন

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

এ আর সিকদার
  • ১৩
  • ৩৯
২৫শে মার্চ, ১৯৭১
মধ্য রাতের ঘুমন্ত শহরে নির্মম
ট্যাঙ্ক ক্যানন আর জীপ বুলেটের প্রচন্ড শব্দ!
কেউ ঘুম হতে উঠলো, কেউ আর উঠলোনা কখনো।
আহত পাখির মতো টা টা শব্দ করে করে
কেউ পরে রইলো মেঝেতে, কেউ বিছানায়, কেউ রাস্তায়,
রাতের নিস্তব্ধতা খান খান করা হায়েনার দল,
জল্লাদের মত আততায়ী পরিচিত শকুনেরা সব,
নির্মম গণ হত্যায় মাতা পিশাচের রক্ত-উত্সব।
সেই কালো রাত গিলে নিলো শহরের সব স্বর্ণ সন্তান,
অতপর চোখের মাঝে বায়োনেট ফোঁড়া অন্ধ দর্শন,
অতপর মাথার খুলীতে ঝাঁকে ঝাঁকে অব্যর্থ টোটা,
অতপর এফোঁড় ওফোঁড় করা থেতলানো চিন্তার মগজ ,
মেশিনগানের গুলিতে ঝাঝরা করা জাতির বিবেক,
হাত পা মুখ বাধা সব বুদ্ধিজীবীদের লাশে বধ্যভূমি,
পিতা ভাই বন্ধুর দেহ আর খুঁজে পেলে নাকো তুমি
সেই রাক্ষসী কালো রাত নিয়ে গেছে তারে
সেই বিভৎস্ রাতের আঁধার শেষে ঘুমন্ত শহরে,
বাতাসে প্রিয় হারা স্বজনের ক্রন্দন রব,
চোখে চোখে লাভার মতো পীঙ্গল রক্ত স্রোত
পিতা ভাই বন্ধুর দেহ আর খুঁজে পেলে নাকো তুমি
হাত পা মুখ বাধা আমাদের সব শিক্ষকের লাশে বধ্যভূমি।
পরিকল্পিত মেধাশূন্য এক জাতি, ভিক্ষার থালায় বিস্বাদ স্বাধীনতা!
মানচিত্রের বুকে হায়নার দাত, শকুনের থাবায় ছিন্ন ভিন্ন পতাকা তবু
আজো কবর খুড়ে নিয়ে যাচ্ছে বুদ্ধিদীপ্ত হাড় গোড় সেই সব পুরনো শেয়াল,
পিশাচের মুখোশে মুর্খের দল সেই বধ্যভূমির দিকে জ্বালিয়েছে দিশারী মশাল।

আজ বেয়াল্লিশটি বছর এ জাতির পঙ্গুত্বের সাজা; আজ অথর্ব বেয়াল্লিশটি বছর!
আজ বেয়াল্লিশটি বছর প্রতিবন্ধী এ জাতি; আজ দীর্ঘ্য হাহাকারময় বেয়াল্লিশটি বছর!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবিদ আজাদ খান পরিকল্পিত মেধাশূন্য এক জাতি, ভিক্ষার থালায় বিস্বাদ স্বাধীনতা!......ভালো লাগলো ভাই..
মিলন বনিক স্মৃতির আলনা থেকে তুলে আনা চমৎকার একটি কবিতা...খুব ভালো লাগলো....
সূর্য আমরা ভিন দেশী হায়েনাদের তাড়িয়েই সুখী হয়ে পড়েছিলাম, অথচ অগোচরেই আমার ভাইটি, পাশের বন্ধুটি যে হায়েনা হয়ে সে শূন্যস্থান পুরনে ব্রতী হয়েছে তার খবর রাখিনি, ভাবিনি ভাই হয়ে লুটে নিতে পারে ভাইয়ের জীবন.... আর আজ তাই বেয়াল্লিশ বছরের আশাহতর গীত গাইতে হয়। ভালো লাগলো
কবিরুল ইসলাম কঙ্ক কবিতাটি ভালো হয়েছে । ভালো থাকবেন ।
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন,কবিরুল ইসলাম কঙ্ক
মাহমুদুল হাসান ফেরদৌস আমাদের স্বাধীনতার পদক্ষেপ ও হানাদারদের অত্যাচারের সুন্দর বিবরণ ফুটে উঠেছে আপনার কবিতায়। ভালো লাগল
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন, মাহমুদুল হাসান ফেরদৌস
Rumana Sobhan Porag আজ বেয়াল্লিশটি বছর এ জাতির পঙ্গুত্বের সাজা; আজ অথর্ব বেয়াল্লিশটি বছর! আজ বেয়াল্লিশটি বছর প্রতিবন্ধী এ জাতি; আজ দীর্ঘ্য হাহাকারময় বেয়াল্লিশটি বছর!----আহা আপনি আমাদের সক্কলে মনের কথাটিই বললেন। খুব সুন্দর লিখেছেন সিকদার ভাই।
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন। রুমানা সোবহান
এফ, আই , জুয়েল # ৪২ বছরের দারুন সব বর্ননা । অনেক সুন্দর কবিতা ।।
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন।
কবি এবং হিমু মানচিত্রের বুকে হায়নার দাত, শকুনের থাবায় ছিন্ন ভিন্ন পতাকা তবু আজো কবর খুড়ে নিয়ে যাচ্ছে বুদ্ধিদীপ্ত হাড় গোড় সেই সব পুরনো শেয়াল_অনেক সুন্দর লিখেছেন।
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন।
মোঃ মহিউদ্দীন সান্‌তু আজ বেয়াল্লিশটি বছর প্রতিবন্ধী এ জাতি, , সত্যিই আজ আমরা প্রতিবন্ধী, দারুন লিখেছেন। শুভকামনা রইল।
ধন্যবাদ সময় করে পড়ার জন্য আর সুন্দর মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকুন।
ক্যায়স চমৎকার কবিতা... খুব ভাল লাগল...
আওনেক ধন্যবাদ আর অনেক ভালো থাকুন, বাধন ভাই।

২৭ নভেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪