আমার স্বর্গ

মা (মে ২০১১)

আকাশ
  • ১৩
  • 0
  • ৫৩
কেন আমি পৃথিবীর এক কোনায় পড়ে ?
সর্বোপরি জ্ঞান অর্জনের মাঝে আমি,

কেন নির্বোধ হয়ে যাই?
আমার মায়ের কাছে;

কারণ আমার সব অর্জন
ফিকে হয়ে যায়
তাঁর অমেয় বাণীর কাছে।

মায়ের বকুনি থেকে বাঁচার জন্য
মিথ্যা বলতে দ্বিধা করিনা,

আবার আদূরেমাখা বকুনি
না শুনে যে থাকতে পারিনা।

তাঁর চোখ ফাঁকি দিয়ে
পারিনা দূরে যেতে,
ধরা পড়তে হবেই
এ যে মায়ের চোখ ।

বার বার ভেসে উঠে সেই
কোমল মমতাময়ী মায়ের মুখ।

শান্তির নীড় মায়ের কোল
দিবা রাত্রি জাগ্রত হয়ে,

জ্বালা-যন্ত্রণায় মধুময় করে;
গড়ে তোলে আমাদের
শেখায় তার নিজের বোল ।

দশ মাস দশ দিন গর্ভে ধরে
কত যতনে লালন করে!

প্রতিটি অঙ্গের সঙ্গে রেখেছে বিধাতা
সত্য এক জীবনের অটুট বন্ধন;
স্নেহের ছোঁয়ায় সিক্ত করে।

মায়া মমতার ঝরনা ধারা
ঝরে মায়ের বুকে,

সেই ঝরনার অঝোর ধারায়
সন্তানেরা চিরদিন সুখে থাকে।

মায়ের আঁচল শীতল যেমন
সমস্ত গাছ এক করলেও,

পারেনা যে কোন ছায়া
শ্রান্ত মনের সোহাগ বোলাতে।

শক্ত হাতের মায়ের শাসন
সুক্ষ্ন বিচারে বিচক্ষণতা,

হ্রাস করে দেয় আমাদের
বিদ্যা বুদ্ধির সক্ষমতা।

'মা' কথাটির অর্থ যে কি?
বলতে পারে না কেউ,

'মা' কথাটি বলতে গেলেই
শিহরিত হয় শীতলভাবে মনের মাঝে
পাই শত আনন্দের ঢেউ।

'মা' আমার জীবন তরী
আমার প্রাণের আধার,

লক্ষ তারার মাঝে
নক্ষত্র সে যে;
নয়তো কখনো হারাবার।

'মা' আছে তো সব আছে
পৃথিবীতে চাইনা কিছু আর,

বিধাতা দিয়েছে সব সফলতা
ইহকাল আর পরকালের জন্য;
হাতের কাছে স্বর্গ আমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহমুদা rahman মা নিয়েকবিতা হয়ত এত সুন্দর হয়না সবার তবু ভাবাবেগ কখনো কম নেই কারো এটা একটা মজার বিষয় ...আরো ভাল কবিতার প্রত্যাশায়
মোঃ মিজানুর রহমান তুহিন mayer proti j sohanuvuti prokash koresen R maye momotay mugdho hoye j abeg tule dhoresen ta apnar kobitati k sundor rup dite sokkhom hoyese.good.
নাসির হোসেন আরো ভালো কবিতা চাই
sakil অন্তমিল থাকা জরুরি ছিল . অনেক লম্বা কবিতা ভালো লেগেছে
সূর্যসেন রায় গদ্য কবিতা কোন নির্দিষ্ট নিয়মে আবদ্ধ না থেকে এক অভিন্ন ভাবের পরিণতিতে অনেকগুলো বিষয় উঠে আসবে ।আর গদ্য কবিতায় অনেক ক্ষেত্রে ছন্দের চেয়ে ভাষা দক্ষতাই মূল ভূমিকা পালন করে @বিষন্ন সুমন (মাফ করবেন আমি আপনার সাথে একমত হতে না পারায় )।আর এই কবিতায় আপনি চেষ্টা করলে আর ও ভাল করতে পারতেন ।শুভ কামনা রই ।
লতিফা সিদ্দিক সাইন আপ করে প্রথম আপনার কবিতাটি পডলাম। আমি কোনো সমালোচক নই। শুধু একটি কথা বলবো, শব্দের মিলের ঘাটতিটা যদি পূরণ করতে পারতেন কবিতাটি আরো ভালো হতো।
শেমল মিত্র রবি মোটামোটি হয়েছে. আরো ভালো করতে হবে.
বিষণ্ন সুমন আপনার লিখায় প্রচন্ড আবেগ আছে. নেই শুধু সঠিক আবহ. গদ্য কবিতাই বলুন কিম্বা ছন্দ কবিতা, সবই কিন্তু নিয়ম মেনে লিখতে হয়. আপনি কষ্ট নেবেন না, আমার কাছে মনে হলো এই বিষয়গুলু সম্পর্কে আপনার তেমন ধারণা নেই. প্রতিটি বাক্যের শেষে মিল রাখাটা কবিতার অলংকরণ মাত্র. ছন্দ থাকে এর ভেতরে. এই বিষয়গুলু মেনে লিখলে আপনার আর কারো কমেন্টের দরকার হবেনা, সবাই আপনার কমেন্টের জন্য হা-পিত্যেশ করবে, এই বলে দিলাম.
বিন আরফান. কবিতায় মনের ভাব মনের মাধুরী মিশিয়ে প্রকাশ করেছেন. তবে চেষ্টা করলে আরো ভালো করত পারতেন. চালিয়ে যান. শুভ কামনা রইল.

০৩ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪