যান্ত্রিক শহরে যত থামে কোলাহল নিশ্চুপ মন আঁকছে তার ব্যস্ত ছবি। শহরের ফাঁদে আটকে থেকে আমি জানালার গ্রিলে দেখছি ভোরের রবি। হাতে নিয়ে সেই পুরনো গানের খাতা গিটারের তারে তুলে, পুরনো কিছু সুর। চোখের কোনে ঘুম নেই কোন যেন, তোমায় পাবার নয়তো আর বেশি দূর।
ঘুমিয়ে পড়া পাখিদের মাঝেও জেগে থাকে নাম না জানা সে পাখি। একটু রাত হলেই চলে আসে উড়ে, জানালার গ্রিলে করে ডাকাডাকি। ঘুম চোখে, গিটারে তবু থামেনি ত সুর তাকিয়ে দেখি লালচে আকাশে তখন মেঘ-রোদে, চলে বিজলীর ভাংচুর।
ল্যাম্পপোস্ট টা দাড়িয়ে আছে তাই আধার ছুয়ে নি, শহরের এ গলি। আলো নিভিয়ে জোনাক এলে কিছু স্বপ্ন ভেবে, হয়তো যাব সবই ভুলি। কৃত্রিম এই দেখানো কিছু কথায়, আর গাইব না আমি তুলে গিটারে সুর তোমায় পেয়ে হাতটি ধরে তখন, ঠিকই যাব ছেড়ে যান্ত্রিক শহর, যাব বহুদূর ......।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
ঘুমিয়ে পড়া পাখিদের মাঝেও
জেগে থাকে নাম না জানা সে পাখি।
একটু রাত হলেই চলে আসে উড়ে,
জানালার গ্রিলে করে ডাকাডাকি।
চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ক্যায়স
ল্যাম্পপোস্ট টা দাড়িয়ে আছে তাই
আধার ছুয়ে নি, শহরের এ গলি।
আলো নিভিয়ে জোনাক এলে কিছু
স্বপ্ন ভেবে, হয়তো যাব সবই ভুলি।
কৃত্রিম এই দেখানো কিছু কথায়, আর
গাইব না আমি তুলে গিটারে সুর
তোমায় পেয়ে হাতটি ধরে তখন, ঠিকই
যাব ছেড়ে যান্ত্রিক শহর, যাব বহুদূর ......। অসাধারণ লেখা...
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।