বই আমার বন্ধু বটে,
তবে সে নিশ্চুপ।
কথায় নয় কাজে সে,
দেখায় অনেক রূপ।
সবাই পড়ে তাহার চরণ,
করে তারে অনুকরণ।
বইয়ের আছে অনেক ধরন,
সবাই তারে করে স্মরন।
বই কেনার মানুষ আছে,
পড়ার মানুষ কই?
পড়ার কথা আসলে মনে,
পলায় পলায় রই।
তবে সে নিশ্চুপ।
কথায় নয় কাজে সে,
দেখায় অনেক রূপ।
সবাই পড়ে তাহার চরণ,
করে তারে অনুকরণ।
বইয়ের আছে অনেক ধরন,
সবাই তারে করে স্মরন।
বই কেনার মানুষ আছে,
পড়ার মানুষ কই?
পড়ার কথা আসলে মনে,
পলায় পলায় রই।
আরও দেখুন