আমি মাঝে মাঝে এই আকাশ গ্রহ সূর্য তারার মত করে আমার জীবনকে ছড়িয়ে দিয়ে বিন্দাস হয়ে যাই । এই যে সূর্য আপন মনে কি যে দেখেই চলেছে ......... বাংলায় প্রাকৃতিক শোভা । ভাবলেও তার অবাক লাগে ---------- গ্রামের ছোট ছেলেমেয়েরা বর্ষাকালে কাদায় মাখামাখি করে ফুটবল খেলছে । পুকুরপাড়ে বনকলমীর ধারে কোথাও হয়তো কোনো জলঢ়োঁডা সাপ ঘাপটি মেরে বসে আছে । কেউ পলিথিন মোড়া বল খেলতে খেলতে হয় তো তার গায়ে পা দিয়েই ভয়ে দৌড়ে ঘরে চলে গেল । কোথাও হয়তো বা হঠাৎ করে কাকের দল আকাশ ঘিরে ফেলল । এক চিল তাদের তাড়া করছে একটা মাংসের টুকরোর জন্য । অনেকক্ষণ তাড়া খেয়ে কাক মাংসের টুকরোটা নিচে ফেলে দিতেই কয়েক মূহুর্তের মধ্যে চিল তা ঝপাং করে তুলে নিল । মাঠে চাষীর মাঠেই কাজ করেই চলছে । বীজ বপন করার সময়। বর্ষা ভালো হয়েছে । মাঠে জল থই থই । ফোঁটা ফোঁটা ঘামও চাষীর মাথা থেকে ঝরে ঝরে পড়ছে । ফসল তোলা হয়ে গেলে পরের ফসলের জন্য মাঠ একেবারে ফাঁকা । তাতেই ছেলেরা নেমে পড়ে গেছে ক্রিকেট খেলার জন্য । শুকনো মাঠে বল ভালো লাফাচ্ছে । এই উঠল ছক্কা । সন্ধ্যে হতে চলেছে । কিছু পাখির দল আওয়াজ করতে করতে নিজেদের বাসায় ফিরছে । পশ্চিম আকাশে গোধূলির রাঙা আভা । যেন রক্তিম স্পর্শ । সূর্য যেন সন্ধ্যেকে আহবান করছে । এক অভবনীয় দৃশ্য । একেবারে মনের ভিতরে গিয়ে গেঁথে যায় । ছেলেমেয়েদের পড়াশুনার সমাবেত কোরাস শোনা যাচ্ছে । কোনো কোনো বার কোনো একজন ভুল পড়ে আবার সেইটাই ঘুরে পড়লে , ওমনি , সবার একসাথে ভুল হয়ে যায় এবং আবার সেইটাকেই সবাই বারবার পড়ে। এভাবে মুখস্থ হয় কি না তা আমি জানি না । রাত এখন বেশি নয় । তবুও সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে । কিন্তু ক্লাব ঘরে আড্ডা এখনও চলছে । কয়েকটা বাড়িতে আলোর শিখা জ্বলছে তাও অতি মৃদু , যেন এক্ষুনি নিভে আসবে । একটানা ঝিঁঝিঁ পোকার ঝিঁ ঝিঁ আওয়াজ কানে লাগছে । আকাশ একেবারে পরিষ্কার । এক চাকতি সাদা উজ্জ্বল চাঁদ এই নিশ্চুপ গ্রাম দেখে দুঃখী। ভাবছে “এবার আমি কার সাথে কথা বলব ? এতদিন টানা কাজ করা যায় ? এখনও দিন পনের বাকি । এরা থাকলে তাহলেও সময় কেটে যায় । বাংলার বিচিত্র রূপ আর কোথাও দেখতে পাই না । এই মহাবিশ্বে কেবল একটাই জায়গা যেখানে এমনতর প্রকৃতি , এমনতর মানুষ ! ভাবলেও অবাক লাগে.........” সূর্য চাঁদের এই সব ভাবনা আমার মনে আমাকে আরবার বার বাঁচার প্রেরণায় উজ্জ্বল করে তোলে । *-*-*-*-*-*-*-*
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।