হেরে যাওয়া বিলাপ, মায়ের কাছে

কাঠখোট্টা (মে ২০১৮)

কাজী জাহাঙ্গীর
মোট ভোট ৩৭ প্রাপ্ত পয়েন্ট
  • ২১
  • ২২
উদগিরনের পর যেভাবে নিশ্চুপ হয়ে দাড়িয়ে আছে বিসুভিয়াস
যদিওবা ছাই হয়ে গেছে পম্পেই
সেরকমই নিরুত্তাপ হয়ে যাবো আমি
আমার লোভ, আমার শেন্য চোখ, কেড়ে খাওয়ার আকাঙ্খা, ক্ষমতার দাপট
সব কিছু ছেড়ে ছুড়ে আমি চন্দ্রঘোনার শীতল কর্ণফূলী হয়ে যাবো
যেমন করে এবড়ো থেবড়ো লুসাই পেরিয়ে থিতু হয়েছে কর্ণফুলী।
আমাকে আরেকবার শাষন করো মা…
আরেকবার তোমার কঠোরতায়
পুকুর পাড়ের নিশিন্দা’র ডাল দিয়ে, আমার খোলা পিঠে
চাপকে আমার খাল তুলে নেবে বলে, আমাকে আরেকবার শাসাও
আমাকে আরেকবার শাসাও মা।
আমার ঘাড় ধরে তুমি আরেকবার চোখ লাল করে বলো
‘এই পড়াটা শেষ না হলে তোর কিন্তু আজ ভাত বন্ধ মনে রাখিস’
আর পারছিনা মা, এক পঙ্খিল পথে
জীবনের দেনা পাওনার হিসেব নিকেষ কষতে কষতে আমি বড় ক্লান্ত মা।
আবার সেই ছোট্ট খোকা হয়ে
তোমার কোমড় জড়িয়ে ধর কেঁদে কেঁদে আমাকে একটু হালকা হতে দাও
স্কুল পালিয়েছি বলে ভাইয়াকে পাঠিয়ে
যেভাবে আমাকে হাত-পা বেধে তুলে নিয়ে গিয়েছিলে
সেরকম কি আরেকবার কঠোর হতে পার না তুমি?
অসৎ পথে বখে যাওয়া এই গোঁয়াড়টাকে শাস্তি দিতে
আরেকবার তুমি ভাইয়াকে পাঠাও মা…
আত্মবিলাসে বিভোর, সম্পদ বিনষ্টকারি তোমার এই অবাধ্য সন্তানটাকে
এবারতো একবার প্রায়চিত্তের সুযোগ দাও, তোমার অবাধ্য হয়ে আর বাঁচতে চাই না
এভাবে মুখ ফিরিয়ে নিও না মা
তোমার কঠোর শাসনে যেন আমি ফিরে পাই সেই অনুভূতি
তুমিই আমার মা, মা আমার মাতৃভূমি, আমার দেশ
আমর উচ্ছাস আমার ভরসার শেষ আশ্রয়স্থল
যেন ফিরে আসি আবার মা মাটি মানুষের কাছে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে। আপনার লেখা বরাবর সুন্দর সাবলিল উদ্দেশ্য র সাথে সামঞ্জস্য। সব সময় ভাল থাকুকন ভাল লিখুন। এই কামনা ।
কেতকী প্রথম স্থানে আপনাকে দেখে খুবই আনন্দিত হয়েছি, কবি। যোগ্য লেখার যোগ্য স্থান। অনেক অভিনন্দন রইলো।
মোঃ নুরেআলম সিদ্দিকী অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল ভাইয়া
নুরুন নাহার লিলিয়ান এই কবিতাটা আসলেই সুন্দর ছিল । অনেক অনেক অভিনন্দন কবি ।
Jamal Uddin Ahmed অভিনন্দন জানাতে দেরি হয়ে গেল বলে কিছু মনে করবেন না। থ্রী চিয়ার্স!
ওয়াহিদ মামুন লাভলু অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন ভাই।আমি কবিতা পড়েই বলেছিলাম..............................।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ভাই , অনেক অনেক ভালবাসা , শুভকামনা আর অভিনন্দন ।
কৃতজ্ঞতা রইল, ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মায়ের কাছে আকুতি করছি কঠোরভাবে আমাকে আরেকবার শাসন করার জন্য। ছোট বেলায় মায়ের বকুনিকে খুব খারাপ লাগত, ঠিকমত পড়ালেখা করতাম না। সবসময় দুষ্টুমি করতাম, স্কুল পালাতাম। এখন মনে হয় মা’ই ঠিক ছিল। এমন অনেকেই আছে যারা মায়ের কথা শুনেনি, পরবর্তিতে অসৎ পথে আয় রোজগার করেছে। তাদের যখন উপলদ্ধি আসে তখন তারা এরকমই ভাবে মা’ আমি ভুল করেছি, আমাকে আরেকবার কঠোরভাবে শাসন কর তুমি। আমি প্রায়শ্চিত্ব করতে চাই। আমি ফিরে আসতে চাই তোমার কোলে সবোধ হয়ে। এটাই হচ্ছে আমার কঠোর হাতে শাসিত হওয়ার ভাবনা। আশা করি সেই দৃষ্টিকোন থেকে কবিতাটিকে বিচার করবেন।

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

সমন্বিত স্কোর

বিচারক স্কোরঃ ৩.১৫ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪