বেয়োনেট, ইউকেলিপ্টাসের

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

কাজী জাহাঙ্গীর
  • ৩০
  • ১৪
ইউকেলিপ্টাসের ঝির ‍ঝিরে পাতার ঘ্রাণ

আমার কাছে দারুচিনি মনে হয়,
কিন্তু সকাল বেলায় দাঁড়াই যখন জানালায়
পূবালী আলোয় চিকচিকে কিরণ পাওয়া সেই ইউকেলিপ্টাস্ পত্রফলক
আমার চোখের সম্মুখে হয়ে পড়ে
বন্দুকের নলায় গাঁথা চকচকে বেয়োনেট যেন।
একটা বিষাক্ত স্মৃতি তখন হানা দেয় অন্তরের ক্যানভাসে,
নীল-বেগুনী মঞ্জরী উঠা কচুরীপানার উর্বর ভুমিকে
হামাগুড়ি দিয়ে তছনছ করে, কর্দমাক্ত করে ক্লেদাক্ত শরীর
ছুঠে যাওয়া শত্রুর বাংকারের খোঁজে,
বুকের খাঁচায় মন্ত্র শুধু একটাই
সেই ঐশ্বরিক বজ্রকন্ঠের উচ্চারণ-
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
বাংলার সবুজ কার্পেট মাঠে ফেলে দিয়ে
রঙিন হিমোগ্লোবিন কণা বুক থেকে
ছিনিয়ে নিতে ঐ পতাকার লাল সবুজ
হায় বিধাতা-
সেই ইউকেলিপ্টাস্ গাছ যদি গাছ হতো
অঝরে ঢেলে দিতে একেকটা বেয়োনেট
আমার মুক্তিপাগল দামালদের হাতে,
কচুরিপানার মঞ্জরীগুলো যদি রূপান্তরিত হতো
হাতের মুঠোয় পাওয়া একেকটা গ্রেনেড এ
আর এক ফোঁটা রক্তও ঝরতে দিতাম না বাংলার বুক থেকে,
আর একজন মা-বোনকেও হারাতে না দিয়ে সম্ভ্রম
বাঁচিয়ে দিতাম নিশ্চিদ্র নিরাপত্তায় আপন কুঠিরে।
দুর্ভাগা দেশ…
ন’মাস কাতরাতে কাতরাতে
গর্ভবতী মায়ের পেট থেকে বেরিয়ে আসার মতো
জন্মনিলে একাত্তুরে-
তিরিশ লক্ষ প্রাণের গোঙানি দিয়ে।
তারপর আজ নতুন করে চিনলাম তোমায়
ইউকেলিপ্টাস আর নীল-বেগুনী ফুল-মঞ্জরীর কচুরিপানায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
zaed hossain সেই ইউকেলিপ্টাস্ গাছ যদি গাছ হতো অঝরে ঢেলে দিতে একেকটা বেয়োনেট আমার মুক্তিপাগল দামালদের হাতে, কচুরিপানার মঞ্জরীগুলো যদি রূপান্তরিত হতো হাতের মুঠোয় পাওয়া একেকটা গ্রেনেড ( valo kolpona)
zaed hossain সেই ইউকেলিপ্টাস্ গাছ যদি গাছ হতো অঝরে ঢেলে দিতে একেকটা বেয়োনেট আমার মুক্তিপাগল দামালদের হাতে, কচুরিপানার মঞ্জরীগুলো যদি রূপান্তরিত হতো হাতের মুঠোয় পাওয়া একেকটা গ্রেনেড ( valo kolpona)
শুভ্র সারদ খুব ভাল লাগল অনেক শুভকামনা
Azaha Sultan খুব ভাল--খুব ভাল লাগল বজ্রকণ্ঠের উচ্চারণ....
সময় দেয়ার জন্য অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
Lutful Bari Panna লেখার হাত বরাবরের মত সুন্দর।
সময় দেয়ার জন্য অনেক ধন্যবাদ পান্না ভাই।
ইমরানুল হক বেলাল হৃদয় ছুঁয়ে গেল কবিতার কথা গুলো, এক রাশ মুগ্ধতা এবং ভোট রেখে গেলাম জাহাঙ্গীর ভাই ।
নিরন্তর শুভকামনা, ধন্যবাদ অনেক অনেক।
মুসকিল আহসান খুব সুন্দর কবি,,,শুভ কামনা,,, ভোট রইল
অনেক শুভকামনা ও ধন্যবাদ, ভাল থাকবেন।
জসিম উদ্দিন আহমেদ অসাধারণ। ইউক্লিপটাস গাছের পাতাকে বেনোয়েট এবং কচুরি পাতার মঞ্জুরীকে গ্রেনেড হিসেবে কল্পনার ভাবনাটাকে দারুণ লেগেছে। ভোট ও শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) দুর্ভাগা দেশ… ন’মাস কাতরাতে কাতরাতে গর্ভবতী মায়ের পেট থেকে বেরিয়ে আসার মতো জন্মনিলে একাত্তুরে- তিরিশ লক্ষ প্রাণের গোঙানি দিয়ে। তারপর আজ নতুন করে চিনলাম তোমায় ইউকেলিপ্টাস আর নীল-বেগুনী ফুল-মঞ্জরীর কচুরিপানায়।--------------- এক কথায় অসাধারণ ।খুবি সুন্দর উপমা সহযোগে লেখা...গভির একটা সাহসী আওয়াজ ছিল লেখায় । চমৎকার
অনেক ধন্যবাদ সবুজ ভাই। নিরন্তর শুভকামনা।
ধুতরাফুল . সেই ঐশ্বরিক বজ্রকন্ঠের উচ্চারণ- ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম..... এই ভাষন ঐশ্বরিক ছিল না .....এটা ছিল আমাদের স্বাধীনতা রূপকার জাতির জনক শেখ মুজিবর রহমানের...আপনি খেয়াল করেছেন কি একটি স্বভাবিক ভাষন আপনার কবিতাই এসে ঐশ্বরিক হয়ে গেছে......আসলেই ভালোবাসা শ্রদ্ধা এই অনুভূতি গুলোই ঐশ্বরিক............ধুতরাফুল ।
হা হা হা...। ঐ কন্ঠ যদি ঐশ্বরিক না হয় তাহলে কয়টা ওরকম কন্ঠ বাংলাদেশে আছে বলতে পারবেন ? আসলে লেখকদের প্রতিক্রিয়া দেওয়ার দরকার পড়ে না কারন লেখকের ধারনা আর পাঠকের ধারনা কখনও এক হয়না। তবুও সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ভাল থাকবেন।
কাজী জাহাঙ্গীর আপনার প্রতিক্রিয়া ধুতরাফুল কে হতবাক করেছে একজন লেখক একই সাথে পাঠকও বটে...সুগ্রন্থ পঠনে একজন পাঠক লেখক হবার অনুপ্রেরনা লাভ করে......

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫