স্মৃতি

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

হাসান ইমতি
  • ১০
স্মৃতি, তোর চুল ময়ূরাক্ষীর কাক কালো জল,
আমার খেয়া শুধু বারবার ডুবে ডুবে যায়,
আমি বারবার হেরে যাই নিজের কাছে,
আমি বারবার হেরে যাই সময়ের কাছে,
আমি বারবার হেরে যাই নিয়তির কাছে,
তবুও তুই প্রবাহমান, স্রোতশিলা, তেজস্বিনী ।

স্মৃতি, তোর দুচোখ নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি
আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের
খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে,
সে এরোপ্লেন কখনো পায়না তোর ছায়াপথের দেখা,
একসময় ক্লান্ত হয়ে সে ঝড়ে পরে ভূমি শয্যায়,
তবুও তুই থেকে যাস নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি।

স্মৃতি, তোর হৃদয় অনতিক্রম্য অনন্ত মহাকাল,
আমার হাহাকার নিঃশেষে মিশে যায় স্তব্ধ
সাগরের বুকে ঝরা এক ফোঁটা বৃষ্টির মতো,
আমার বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের পথ
বেয়ে ধরণীতে নেমে আসে বাধভাঙা অশ্রু প্লাবন,
তবুও তুই থেকে যাস অনতিক্রম্য অনন্ত মহাকাল ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
সজল চৌধুরী ভালো লাগলো। তবে এরোপ্লেন এর স্থলে উড়োজাহাজ ব্যবহার করতে পারতেন। শুভকামনা।
biplobi biplob তবুও তুই : শব্দটি জীবনকে তুচ্ছার্থে বলা হয়েছে যেন ঠিক আমার মত,
godhuli sondha স্মৃতি, তোর চুল ময়ূরাক্ষীর কাক কালো জল, আমার খেয়া শুধু বারবার ডুবে ডুবে যায়... অসাধারণ চিত্রকল্প! ভালো লাগলো খুব খুব... শুভেচ্ছা নেবেন।
মাইদুল আলম সিদ্দিকী অসাধারণ প্রতিটি চরণ। শুভকামনা রইল।
সুগত সরকার ভাল লাগল । শুভকামনা ও ভোট রইল। আমার কবিতায় আমন্ত্রণ দিলাম।
আখতারুজ্জামান সোহাগ তোর দুচোখ নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে, দারুণ প্রকাশ। শুভকামনা।
সাদিয়া সুলতানা আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে,........কবির ক্লান্ত অনুভূতি যেন এরচেয়ে সহজাত ভাবে আর প্রকাশ পেতো না। ভাল লেগেছে। শুভকামনা।
দীপঙ্কর বেরা স্মৃতির অসহায় বর্তমানে কাটিয়ে উঠুক । ভাল লাগল
আফরান মোল্লা কবিতাটি ভালো লেগেছে।তবে প্রথম এবং শেষ স্তবক গুলি অসাধারন!মাঝখানে আমার কাছে কেমন যেন লেগেছে।এক কথায় ভাল।নিরন্তর শুভকামনা রইল।

১৯ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪