করুণ আলো

ভৌতিক (নভেম্বর ২০১৪)

biplobi biplob
  • ১৪
  • ১৭
দিগন্তের অরুন রশ্মি আজ কুয়াশার চাদরে বিলিন হয়ে গেছে।
উত্থাল সমুদ্রে যেন হুদ হুদের আঘাত,
উন্মুক্ত আকাশের পরির্বতে কূপমন্ডুকতার র্স্বগ,
অবিরাম জোনাকীর জ্বলতে থাকা আলোর র্স্পশ,
প্রতিফলনহীন ধ্বনির ভেসে যাওয়া গভীর অন্ধকারে।।
সে এক জীবন্মামৄত লতার স্তুপ অপুষ্টিকর,
বোটাখসা ফুলের মতই বেমানান।
তবুও তিমির তবুও জড়তা তবুও অচেতনে চেতনা
তবুও সবুজের ভিজে যাওয়া, অন্ধকারে।।
সুনামী অথবা মহাসেনের ভেসে আসা দুর্গন্ধ
হৃদ পিন্ডে প্রবল গতি সঞ্চারে।।
অসূর্যর্স্পশা প্রান্তরে তীক্ষ্ন ঢেউ এর প্রবাহ
শুধুই খরস্রোতা পলিহীন শুন্যতা
বিধ্বস্ত বিপ্রতীপ অথবা শুধুই বিপ্রকর্ষ।
ডানা মেলে উড়ার মুক্ত আকাশ নেই
নেই প্রজাপতির পাখা অন্ধকারে।।
ডাইনোসরের রেখে যাওয়ার মত ভবিষ্ত
হটাত করে ইবোলা সংক্রমন বেড়ে যাওয়া
অথবা সাম্প্রদায়িকতার তুঙ্গর্স্পশী গান
কটিন পাথরে শিহরন জাগায় অন্ধকারে।।
জেগে থাকা ভোরে কন কনে ঠান্ডা
তবুও জেগে আছি বরফের চাদরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক অনেক সুন্দর কবিতা....ভালো লাগলো.....
জুন বেশ ভালো। শুভ কামনা রইলো।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বেশ ভাল কবিতা তবে শব্দ চয়নে একটু যত্নবান হলে আরও ভাল লাগতো ...ধন্যবাদ বিপ্লবক......।
ওয়াছিম ভালো লাগলো কবি।
মাহমুদ হাসান পারভেজ গদ্য কবিতায় যদিও ছন্দবদ্ধতার দরকার হয়না তবু কবিতাটি পড়তে গিয়ে কোথাও কোথাও থেমে যেতে হচ্ছে। এটি ঠিক অন্ত্যমিলের পতন নয় তবে একটার সাথে আরেকটার সূত্রযোগের ঘাটতি বলেই মনে হয়েছে।যার ফলে কবিতা পাঠক হিসেবে আমার কাছে দৃশ্যকল্পটি বা ভাবকল্প পরিষ্কারভাবে ধরা দিচ্ছেনা। এর থেকেও গুরুত্বপূর্ণ বোধ হয় কিছু কিছু শব্দের অর্থবোধক বানান। যাই হোক, কাব্যের বিস্তৃতি কিন্তু অনেক গভীরে, যেটি আমার ভালো লেগেছে। শুভকামনা সবসময়।
ছন্দের অনবদ্ধতা, ভাব গার্ম্ভয্যের গম্ভীরতা স্বীকার করি, কিন্তু মনে হয় আপনি সুত্রযোগের পতন দেখেছেন কথার দিক থেকে, কবিতার ভাবের দিকটি কতটুকু বিবেচনায় নিয়েছেন তা মন্তব্যে প্রকাশি হয়নি।
সেলিনা ইসলাম ভয়ংকর বিষয়গুলি কবিতায় খুব সুন্দরভাবে উপাস্থাপন করেছেন...মৃত্যু ভয়ে ভয়ার্ত চিত্র! শুভকামনা রইল
ধন্যবাদ সেলিনা আপুকে, অনেকটা সেই রখমই
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
ধন্যবাদ গোবিন্দ বিন। আসব নিশ্চই
ওয়াহিদ মামুন লাভলু কথাগুলো খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ধন্যবাদ ওয়াহিদ ভাইকে
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সে এক জীবন্মামৄত লতার স্তুপ অপুষ্টিকর, বোটাখসা ফুলের মতই বেমানান। তবুও তিমির তবুও জড়তা তবুও অচেতনে চেতনা তবুও সবুজের ভিজে যাওয়া, অন্ধকারে।.........// ভাল লেগেছে..... কিছু কিছু জায়গায় অস্পস্ট মনে হলেও যতটুকু বুঝেছি বেশ ভাল।...অনেক ধন্যবাদ বিপ্লবকে..........
অসংখ্য ধন্যবাদ অমায়িক প্রেরনার জন্য
মুহাম্মাদ লুকমান রাকীব বাহ্ বেশ ভাল হয়ছে কবি।শুভ কা ম না।।।।"আমার লেখা এই ভৌতিক সংখ্যায় গল্প কবিতা পড়ার আহ্বান জানিয়ে গেলাম।আশা করি আমার পাতায় আসবেন হে প্রিয়বন্ধু।।।"
ধন্যবাদ প্রিয়বন্ধু

১৫ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪