আমি অন্ধ কপাল মন্দ
নেই দুটি আমার চোখ
কাজ করতে পারি না পথ বন্ধ
এই আমার মনের শোক
চক্ষু দাদা বড় ধন
চোখের মত হয়না আপন
জন্ম অন্ধ চোখ
ভালো হয় না চিকিৎসা যতই হোক
চোখে পড়া চোখে গড়া
সাঁজায় এ জীবন
স্বাধীনতা চোখে ভরা
তৃপ্তি পায় মন
নাই যার দুটি চোখ
সেই বুঝে চোখের মর্ম
আর কিছু না হোক
থাক বা না থাক আর কোন চর্ম
তাই আপনাদের বলি
চোখ আছে যার
অনিষ্টা দেখবেন না আর
হাদিস কোরআন দেখুন খুলি
advertisement
চোখের মত হয়না আপন
জন্ম অন্ধ চোখ
ভালো হয় না চিকিৎসা যতই হোক।খুব ভালো লাগলো। শুভকামনা নিরন্তর! সময় হলে আমার কবিতার পাতায় এসে আপনার মন্তব্য জানালে অনুপ্রাণিত হব।