পূর্ণিমা দেখবো বলে বসে আছি

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

ইসহাক খান
মোট ভোট ৩৫ প্রাপ্ত পয়েন্ট ৫.৯৯
  • ২৫
  • ১০৬
আমি পূর্ণিমা দেখবো বলে বসে আছি।
আমি কোন নভোচারী নই, যে চাঁদকে দেখে নিকট ভবিষ্যতের আবাস হিসেবে।
আমি কোন জ্যোতির্বিদ নই, যে চাঁদকে জানে একটি মৃত উপগ্রহ বলে।
আমি পুরনো ধাঁচের মানুষ, চাঁদকে দেখি পুরনো মানুষের মতোই,
যারা আকাশের দিকে তাকিয়ে
অনাদিকাল ধরে শরীরে এক আশ্চর্য শিহরণ বোধ করে।
আমি সেই মানুষগুলোর একজন, যারা এখনো আকাশ দেখতে ভুলে যায় নি।
এখনো যারা রোমাঞ্চ খোঁজে জোছনায়, পূর্ণিমায়;
নক্ষত্রখচিত কালো আকাশে।

আমি একবিংশ শতাব্দীর মানুষ,
কিন্তু এখনো আমি কৃত্রিম আলোয় ডুবে যাই নি।
আর সবার মতো ফ্লোরোসেন্ট আলো আমাকে ভোলাতে পারে নি
আদিম সেই চন্দ্রালোকিত শিহরণের কথা।
প্রতি পূর্ণিমায় তাই আমি সব আলো নিভিয়ে দিই।

অমাবস্যা আমার কাছে অন্ধকার, অশুভ।
আমি অপেক্ষা করি সেই রাত্রিটির, যে রাত্রে শুভ্র গোল থালার মতো চাঁদ
জগৎকে ধুয়ে দেয়, স্নিগ্ধ পবিত্রতায় আচ্ছন্ন করে গোটা সৃষ্টিকে।
আমি ভালোবাসি চাঁদ, ভালোবাসি জোছনা।
ভালোবাসি স্নিগ্ধ কোমল আলোটিকে।

আকাশের কোণে আজ সন্ধ্যায় চেরা নখের মতো চাঁদটি উঁকি দিয়েছে।
পূর্ণ হবে এই চন্দ্র, এইটুকুই তো থাকবে না।

আমি পূর্ণিমা দেখবো বলে বসে আছি।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর রাতগুলো কেটে যাচ্ছে, ধীরে হলেও।
আমি জানি, অপেক্ষার রাতটি আর কয়েক রাত তফাতে।

শুক্লা দ্বাদশীর তেজ কেউ দেখেছে কি, আমার মতো করে?
আমার মতোই ভালোবেসে?
আরেকটু বাকি আছে চাঁদটির, পূর্ণতা পেতে।
একদিকে টোল খাওয়া চাঁদটি যেন অভিযোগের দৃষ্টিতে আমার দিকে তাকায়।
আমি মৃদু হাসি। পূর্ণিমা আসছে।

আজ পূর্ণিমা।
যেমনটি বলেছিলাম, তার চেয়েও সুন্দর আজকের জোছনা।
হয়তো বিগত সব জোছনাকে ছাপিয়ে গেছে তার সৌন্দর্য, তার তীব্রতা।
কিংবা কে জানে, অনেক অপেক্ষার পর এসেছে বলেই হয়তো ... ...

সবকিছু ভেসে যাচ্ছে অনুপম জোছনায়।
নীরব বনানীতে, অনেক দূরে নেকড়ের ডাক শুনতে শুনতে,
পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখতে কেউ যেন ভুলে যেও না।
অনেক কিছু মনে পড়বে – অতীতকে, মৃত্যুকে, ছোট ছোট বেদনাগুলোকে।
আমি অসহ্য আনন্দ নিয়ে তাকিয়ে আছি আকাশের দিকে, মুগ্ধ দৃষ্টিতে।
প্রথম মানব বোধহয় এতটাই মমতা নিয়ে তাকিয়েছিলেন;
ঠিক এই চাঁদটির দিকেই।
হ্যাঁ, এই বুড়ি চাঁদটিই কত হাজার বছরের প্রতিফলন বয়ে বেড়াচ্ছে।

পূর্ণিমা দেখবো বলে বসে ছিলাম।
আজকের রাতটি এখানেই বসে থাকবো, যতক্ষণ না চাঁদ ডুবে যায়।
হয়তো আমার জীবনের শেষ জোছনা এটি,
দু’চোখ ভরে দেখে নিই না।
রাতচরা পাখিরা ডাকতে থাকে,
আমার জোছনা দেখা শেষ হয় না।
পূর্ণিমা এবং পূর্ণতার অনুভূতি নিয়ে আমি বসে থাকি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা জাগানিয়া অভিনন্দন রইল, ইসহাক খান ।।
শুভেচ্ছা এবং ধন্যবাদ, প্রিয় পাঠক।
ডা: প্রবীর আচার্য্য নয়ন অনেক অনেক আন্তরিক অভিনন্দন রইল
মিছবাহ উদ্দিন রাজন congrates
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ প্রিয় পাঠক।
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৩
নাজনীন পলি আপনার প্রথম পাঠক আমি ছিলাম । এখানে আসা হয়না তাই অভিনন্দন জানাতে দেরী হল । ভীষণ ভাল লাগছে প্রিয় লেখাটা যোগ্য সম্মান পেল বলে । অভিনন্দন ।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৩
প্রিয় পাঠকের কাছ থেকে আবারো সাড়া পেয়ে ভালো লাগলো। অনেক কৃতজ্ঞতা।
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১৩
কবি এবং হিমু অভিনন্দন,আগামীতে ভাল ভাল কবিতা পাব আশা করি।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
অনেক ধন্যবাদ পাঠক। আমিও আশা রাখি ভালো কিছু উপহার দিতে পারবো।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৩
ওয়াহিদ মামুন লাভলু অভিনন্দন ও শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
প্রিয় পাঠক, আপনার জন্যও শুভেচ্ছা।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
রওশন জাহান অদ্ভুত সুন্দর কবিতা। মুগ্ধ হলাম অনেকদিন পর কারো কবিতা পড়ে । অভিনন্দন । কবি যেন হারিয়ে না যায় কবিতার রাজত্ব থেকে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
একজন পাঠক আমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন, এটা আমার জন্য পরম পাওয়া। কৃতজ্ঞতা জানবেন। আরও ভালো লেখা উপহার দেয়ার চেষ্টা থাকবে।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ আরিফুর রহমান প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা .....
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
ধন্যবাদ জানবেন পাঠক।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
অদিতি ভট্টাচার্য্য অভিনন্দন
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
তানি হক বিজয়ী অভিনন্দন !
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
পুলকিত কৃতজ্ঞতা জানবেন পাঠক।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩

২৯ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৯ টি

সমন্বিত স্কোর

৫.৯৯

বিচারক স্কোরঃ ৩.৬৬ / ৭.০ পাঠক স্কোরঃ ২.৩৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫