শেকড়

বাংলার রূপ (এপ্রিল ২০১৪)

সৈয়দ আহমেদ হাবিব
  • ১৪
  • ২৫
তোমার প্রতি টানটা আমার বাড়ছে দিনে দিনে
সুখটা আমি কিনতে চাইলাম কিসের বিনিময়ে!

শুন্য হাড়ি ভরতে গিয়ে হাড়িটাই দিলাম বেচে
যে হাড়িটা দিযেছিলে অযাচিত যেচে।

তবুও আমি নির্বোধ হলাম ছাড়িযে গেলাম তোকে
সেই যন্ত্রণা দুঃখ আমার বাড়ছে জালা বুকে।

তেমার প্রতি টানটা আমার বাড়ছে দিগুন হারে
কি ভুলটাই না করলাম আমি সইছি হাড়ে হাড়ে।

কিসের এমন দুঃখ ছিল সওয়া গেলনা
মিরু নাহয় চলেই গেল আর এলনা।

তাই বলেকি ছাড়তে হবে ঘর বাড়ি উঠোন
তোর প্রতি টানটা আমার বাড়ছে দ্বিগুন দ্বিগুন।

এখানেও রোজ সূর্য উঠে কোন ফাকে যায় ডুবে
কত করে দেখলাম চেযে পাইনি কোথাও খুঁজে।

কোথায় পাব শিশির ভেজা ঘাসের কচি পাতা
কোথায় পাব বৃষ্টি হলে মাথায় শরিফ ছাতা।

দোয়েল কি আর দেবে শিষ ধূধূ মরুর বুকে
ভাবছি কেন আসতে গেলাম হিসাব নিকাশ চুকে।

রোদ কি আর যাবে মিশে প্রজাপতির ডানায়
ভাবতে গেলে ওসব আমায় ভীষণ রকম কাঁদায়।

আটটা দশটায় লাল হলুদে ফুটতো টাইম ফুল
গন্ডায় গন্ডায় ভুল করিনি একটাই ছিল ভুল।

কেন আমি ছাড়তে গেলাম তোকে হেলা করে
একটাই সেই যন্ত্রণা আমায় খাচ্ছে কুড়ে কুড়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # বেশ ভালো একটি কবিতা ।।
Thanks জুয়েল bhai, Bhalo Lagche Apnar comment paye
আপেল মাহমুদ কবিতা পড়ে মনে হল আপনি বাংলাদেশের বাহিরে আছেন। দেশের প্রতি অনেক ভালবাসা প্রকাশ পেয়েছে। দারুন।
হুম ঠিক তাই, বাইরে আছি, ধন্যবাদ জানবেন আপেল মাহমুদ ভাই, ফেইসবুকে একজন আপেল মাহমুদ নামে লিখেন, জাননিা আপনি কিনা, হাসতে হাসতে পেটে খিল ধরে
বশির আহমেদ চমৎকার ছন্দ কবিতা । বেশ ভাল লাগলো ।
বশির আহমেদ ভাই খুবই ধন্যবাদ জানবেন
দীপঙ্কর বেরা Besh bhalo laglo
দীপঙ্করদা, ধন্যবাদ অশেষ
ক্যায়স বেশ চমৎকার কবিতা। দেশ থেকে যত দূরে যাই না কেন এই নাড়ির টান, এই শেকড়ের টান সেত ভোলবার নয়। খুব ভালো লিখেছেন।
শাহরুখ কবীর বাধন ভাই খুব করে ধন্যবাদ জানবেন
ওয়াহিদ মামুন লাভলু কোথায় পাব শিশির ভেজা ঘাসের কচি পাতা কোথায় পাব বৃষ্টি হলে মাথায় শরিফ ছাতা। চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
শ্রদ্ধেয় ওয়াহিদ উদ্দিন ভাই ধন্যবাদ ভালবাসা আর শুভেচ্ছা জানবেন
এই মেঘ এই রোদ্দুর ছন্দে মন মাতল। আমার কবিতার পাতায় আমন্ত্রণ
খুব করে ধন্যবাদ জানবেন কিন্তু কবিতা আর অংক কঠিন আমার কাছে এই রোদ এই বৃষ্টি কবিতা যখন ফুল ফোটায় মনের গাছে আহা গন্ধ কি যে মিষ্টি
সকাল রয় ছন্দ কবিতা পড়লে্ই গেয়ে উঠতে ইচ্ছে করে আহা! কত সুন্দর সৃষ্টি!! খুব ভালো লাগলো।
অ দাদা খুব করে ধন্যবাদ জানবেন, আপনার কবিতা পড়লাম, যদিও আমি কবিতা কম বুঝি, যা বুঝি আবছা আবছা, তবে গল্পটা এখনো পড়া হয়নি, মাথাটা ফ্রি হলে অবশ্যই পড়ব, মনে আছে পড়তে হবে
মোঃ মহিউদ্দীন সান্‌তু ছন্দের সুন্দর কারুকাজ, অগনিত ভালো লাগা, অসংখ্য শুভকামনা।
মোঃ মহিউদ্দীন সান্‌তু ভাই, খুব ভাল লাগছে আপনাদের দেয়া কমেন্ট আর অনুপ্রেরণাগুলো, ধন্যবাদ জানবেন

১৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫