আর কত কাল

ব্যথা (জানুয়ারী ২০১৫)

মীর মুখলেস মুকুল
  • ১১
  • ২৩
আর কত কাল সইবো
আমি তো মাটি নই, পাহাড়ও নই
আমি বটবৃক্ষ ফলাতে পারিনে
বুকে ঝরনাও ধারণ করতে পারিনে।
আর কত কাল সইবো।

আমি কবি হতে চাই, কবি।

অনেকদিন পর মামা বলেছিল
আমি নাকি অনেক বড় কবি হয়েছি
কিন্তু ওসবে কলাগাছ হওয়া যায় না
আমি এখন কবিতার পাতা ছিঁড়ে খাব
গায়ক-নায়ক আমার সাথে আসবে
ওরা সাত সুর উনুনে চড়িয়ে দেবে
সংলাপের বীজ মাটিতে ছড়িয়ে দেবে
উলঙ্গ সভ্যতা পায়ে দলে সবাই এগিয়ে যাব।

কিন্তু কবে, কবে সেদিন আসবে?
আমি তো আর সইতে পারিনে
আমি তো সাগর নই, ঝিনুকও হতে পারিনে
জলজ জন্মাতে পারিনে, মুক্তোও নই।

বধ্যভূমির পাশ দিয়ে যেতে দেখি
বিকৃত জমাট রক্ত পড়ে আছে
আমার বিদেহী আত্মাকে বলেছিলাম
কবি না হয়ে
অকাল মরণে মরে প্রেতাত্মা হতে
ভাগারের শকুন হতে অথবা কুকুর
যেন রক্তচোষাদের রক্ত কলিজা
চেটে-পুটে খেতে পারি।
ওসব দূরের কথা
আমি তো মশাও হতে পারিনে।

কবিয়াল মামা বলতে পার
আর কত কাল সইবো?
যেমন আকাশ সয়, মেঘ সয়।
ঠিক ওদের মত রঙ দিতে জানিনে
বৃষ্টিও নয়।
সইতে না পেরে ভাবলাম ধার্মিক হয়ে যাব
আমাকে ভাবতে দেখে কবিয়াল মামা বলেছিল
আমি নাকি আকাশের মত বিশাল হয়ে গেছি।
জায়নামাজে বসে তসবি হাতে নিয়ে
মোনাজাতে আমি কী সব চাইতাম আর চাইতাম
আমি আর কতকাল ধরে চাইবো
আর কত কাল সইবো, বলতে পার
এখন ইচ্ছে করে, খানকা পুড়িয়ে দিতে
ইচ্ছে করে তসবি ছিঁড়ে ফেলতে
মোনাজাতের হাত মুষ্টিবদ্ধ করতে
চোখের পানিকে বারুদ বানিয়ে দিতে।

মামা বলেছিল বাদ দে
তুই টাকার কুমির হয়ে যা
ঘুষ খেতে শেখ, কসাই অথবা প্যাঁচ
হলাম তো মামা
কই, খাপে খাপ লাগে না
আমার অস্ত্র ওমরের তরবারি হয় না
কম্পাস সিরাজের কামান হলো না
প্যাঁচ আর গলার দেরাজ আওয়াজ দালালের ফাঁসির দড়ি হল না
মনকে কেন ইস্পাতের মত করা যায় না।

আমি আর কত কাল সইবো
কবিয়াল মামা আর কত কাল?
ওসব হবে না মামা, ওসব হবে না
আমি প্রকৃতির মত হতে চাই
প্রেমিক হতে চাই, বিশ্ব-প্রেমিক
মামা বলেছিল ধৈর্যের পরীক্ষা দিয়ে
আমি নাকি নদী হয়ে গেছি
আলিঙ্গন চুম্বন রসায়নের বাতায়নে
রাত শেষ হয়ে যায় তবুও কোন শিউলি ককুল ফোটে না
ওসব রঙ্গ মঞ্চে কোন শ্রাবণীর
কোন নিক্বণ শোনা যায় না
বাসর ঘরের স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে যায়।

কবিয়াল মামা বলতে পার
আর কত কাল সইবো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শেখ শরফুদ্দীন মীম কবিয়াল মামা বলতে পার আর কত কাল সইবো?।। হা হা । শুভকামনা রইল। আমার ছোট্ট লিখাটুকু সময় করে পড়বেন।
ওয়াহিদ মামুন লাভলু অপ্রাপ্তির গভীর বেদনা প্রকাশিত হয়েছে লেখায়। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবনে।
রাজু ভালো লাগলো ।
জাতিস্মর অতীব চমৎকার। আপনি কবি। "ফুল ফুটুক আর না ফুটুক, আজি বসন্ত... মামা বলুক আর নাই বলুক, আপনি কবি"...শুভেচ্ছা, ভোট এবং একগাদা ভালবাসা। আমারো একটা ছোট্ট গল্প আর একটা ছোট্ট কবিতা আছে। সময় পেলে পড়ে দেখবেন।
রিক্তা রিচি অসাধারণ ভাইয়া অসাধারণ লিখেছেন . আমি তো মুগ্ধ হয়ে গেলাম. অসম্ভব সুন্দর আপনার হাসি .আর মুগ্ধ করার মত আপনার কবিতায় ভাবমূর্তি .
চঞ্চল কুমার ভালো লাগলো কবিতার আকুতি... শুভেচ্ছা সহকারে ভোট রইল।
গোবিন্দ বীন কিন্তু কবে, কবে সেদিন আসবে? আমি তো আর সইতে পারিনে আমি তো সাগর নই, ঝিনুকও হতে পারিনে জলজ জন্মাতে পারিনে, মুক্তোও নই। ভাল লাগল,ভাই।পাতায় আমন্ত্রন রইল।
আল মামুন খান ভালো লিখেছেন, আরো ভালো করুন। ভোট দিয়ে গেলাম। শুভকামনা রইলো।

০৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫