সিপাহী রেজা
৭০-৮০-৯০ এর দশকেও যে সব কবিতা লেখা হয়েছে সেসব কবিতায় কত ভাঙচুর দেখেছি... আধুনিক হতে হতে কল্পনাতীত আধুনিক দেখেছি। কত ধারা নিয়ে কাজ হতে দেখছি যেমন সুরিয়ালিজম, পোষ্ট মর্ডানিজম, ডাডাইজম, ম্যাটেরিয়ালিজম, মিস্টেরিয়াজম আরও অনেক। আবার কোন ইজমেরই ধার ধারে না এমন লেখাও দেখেছি। সেগুলোর পর "এই সময়ে" এসে, আপনার মত এই ধরনের ৪০-৫০-৬০ দশক টাইপ লেখা আসলেই সহ্য করা যায় না...
এই টাইপ লেখা, আর কত !!!
আসলে নিজেই তো আধুনিক হতে পারলাম না। সেখানে কবিতাগুলোকে আধুনিকতার স্পর্শ দিব কোথা থেকে ?
আমিও বুঝি, এমন কবিতা এখন আর কেউ পড়তে চায় না। আপনি যে সত্য বুক ফুলিয়ে বলে গেলেন সত্যিই আপনি সাহসী। ভাবছি আর কবিতা লিখব না। কখনও যদি আধুনিকতার হাওয়া গায়ে লাগাতে পারি তবেই ফিরব। এমন সত্যের মুখে দাঁড় করানের জন্য আপনাকে স্যালুট। ভাল থাকবেন।
এটা ভুল বললেন, লেখা আধুনিক হতে হলে লেখককে আধুনিক হতে হবে তার কোন মানেই হয় না। আবুল হাসান পিজির বারান্দায়, বাংলা একাডেমীর বারান্দার শুয়ে বসে দিন কাটাইছে তাতে কি তার লেখা এখন রাস্তায় গড়াগড়ি খায় নাকি!!! আপনি লিখবেন না কেন, অবশ্যই লিখবেন, তবে লেখাগুলো নিজেই বারবার পড়বেন অনেকদিন পর দেখবেন, অন্যরা কেমন লিখছে সেগুলোও দেখবেন পড়বেন তাহলে এমনিতেই লেখায় চেঞ্জ চলে আসবে। এটা তেমন কোন বড় ইস্যু না।
তানি হক
বিশ্বকে জানিয়ে দিব নব চেতনার নতুন গান
সভ্য গানের সুর মিলাতে
তৈরী আজি লক্ষ প্রাণ । .... ছন্দের মিলে ... আর উদ্দীপনা ..প্রতিবাদী কথামালায় ...দারুন কবিতা ... ধন্যবাদ ও শুভেচ্ছা ভাইয়াকে
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।