বাংলা

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

দিপু ভুইয়া
  • ১৫
  • ৫৪
অশান্ত ঊর্মিমালার পাশে কিছু উর্বর মাটি ।
একটা জীবন্ত দেশ , কিছু জীবন্ত মানুষ ।
কিন্তু সবাকার প্রাণ যেন শুধু তাতেই ।
বাংলা- এ এক কালজয়ী শক্তিমান ইতিহাস ।

ইংরেজ ঢুকেছে তাতে রেলে চড়ে ।
আরব ঢুকেছে হয়ে ঘোড়ায় সওয়ার ।
ধর্মের ছাঁচে ঢুকেছে সংস্কৃত কি পালি ।
কিন্তু বাংলা- নিজেই গড়েছে নিজের ভাবের প্রকাশ ।

তোমাদের দেশে থাকুক না সাদা ময়ূর ,
শ্বেত সারস কিংবা ম্যাগপাই নাম্নী অনন্যারা ।
দোয়েলের শিস তাদের তবু অজানা , অধরা ।
বাংলা- এ যেন পাখির মুখে শিস আনা ভাষা ।

থাকুক তোমার হায়ারোগ্লিফিক্স ,
মায়ান সভ্যতার শত আঁকিবুঁকি ।
বাংলায় আছে নকশিকাঁথা , নদীতীরের পলল মাটি ।
বাংলা- এতো সর্বত্র কিসসা-গল্পে ঠাসা ।

রক্তের দামে দেশ কিনেছ ?
কখনো প্রেয়সীর স্বাধীনতা ?
রক্তের দামে পেয়েছো উহারে ?
কিন্তু বাংলা ? – এতো রক্ত দিয়েই লেখা ।

কত ভাষা যার দিনলিপি নাই ।
অক্ষর নাই , সন্তান নাই ।
পূর্বসূরিদের খোঁজ-হদিসও নাই ।
আর বাংলা ? – বলো কি চাই ? কোনখানেতে ফাঁকা ?

আজও সাতসমুদ্র থেকে রূপকথা আসে ।
গোলাপের রঙে ভালবাসা ভাসে ।
হিমুর হলদে জামাখানা হাসে ।
এ তো ভাষারই উপনিবেশ ।
বাংলা- এ যেন সব পাইয়াও হইলো না শেষ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের গল্প-কবিতায় স্বাগতম। বাংলা ভাষা ও দেশকে নিয়ে নান্দনিক কবিতা। "ইংরেজ ঢুকেছে তাতে রেলে চড়ে ।" - কথাটা কি ঠিক? ইংরেজরা ভারতে আসার প্রায় ১০০ বছর পর ১৮৪৯ সালে ভারতে রেল পরিবহনের সূচনা হয়। আর "ধর্মের ছাঁচে ঢুকেছে সংস্কৃত কি পালি ।" - সংস্কৃত আর পালি তো বাইর থেকে আসেনি। বাংলা ভাষার জন্মের অনেক আগ থেকেই বর্তমান বাংলা ভাষাভাষী অঞ্চলের প্রচলিত ভাষা। সে যা হোক, কবিতা অসাধারণ লেগেছে।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৩
আমি ঐতিহাসিক তথ্য হিসেবে রেলের কথাটা বলি নি , বলেছি এই কারনে যে, রেল ছিল ইংরেজ আমলের সব চেয়ে জনপ্রিয় আবিষ্কার এবং বহুল ব্যবহৃত যানবাহন । আমি যতদূর জানি যখন বাংলা , ভাষা হিসেবে নিজের স্বকীয়তা পেতে শুরু করে, তখন সংস্কৃত আর পালি ধর্মীয় উপাসনা ছাড়া অন্যত্র আর ব্যবহার হতে দেখা যায় নি ।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৩
Bengali evolved circa 1000–1200 CE from eastern Middle Indo-Aryan dialects such as the Magadhi Prakrit and Pali, which developed from a dialect or group of dialects that were close, but not identical to, Vedic and Classical Sanskrit - Wikipedia. মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের নাম হয়তো শুনে থাকবেন। তিনি সংস্কৃত ভাষায় লিখতেন। বাংলা ভাষার জন্মের প্রায় সাত শত বছর আগে তার জন্ম।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৩
আমি কিন্তু অনেকটা একথাটাই বলতে চেয়েছি । সংস্কৃত বাংলার প্রস্ফুটনের আগে হয়ত এ অঞ্চলে ব্যবহৃত হত , কিন্তু বাংলা আসার পর তা ধর্মীয় ভাষায় পরিণত হয় । আমি এতটুকুই জানি .
বশির আহমেদ প্রথম কবিতা পড়েই বুঝা যায় কবির হাতে দম আছে । ভবিষ্যতে আরও অনেক ভাল কিছু আশা করি । শুভ কামনা থাকল ।
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ । @ বশির আহমেদ ।
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১৩
আবু ওয়াফা মোঃ মুফতি বেশ সুন্দর!
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ । @ আবু ওয়াফা ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
আসন্ন আশফাক খুব ভালো লাগলো ৫ দিলাম
ভালো লাগেনি ১১ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ । আচ্ছা , প্রণয়পীড়িত এর সহজ বাংলা কি ? ছেকা খাওয়া ? @ প্রণয়পীড়িত ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
প্রণয়পীড়িত সহজ বাংলা 'লুইচ্চা' হাহাহাহা, কিন্তু আমি তা নই, ভুল বুঝবেননা যেন
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আবেগের মহামিলন ঘটে গেছে কবিতায়.....হাতে কবিতা আছে বুঝাই যায়...ভাল লাগলো দ্বিপুকে ধন্যবাদ..............
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
আপনাকেও ধন্যবাদ । @ জ্যোতি ।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৩
জালাল উদ্দিন মুহম্মদ পুরো কবিতা জুড়ে অন্তরে বাইরে চিরায়ত দরদ দিয়ে আঁকা বাংলার গর্বিত ছবি । মনের দেয়ালে ঝুলিয়ে রাখলাম দিপু তোমার কবিতাখানি।
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
শুনে ভাল লাগলো যে , আপনার আমার কবিতা ভাল্লাগসে । @ জালাল ভাই।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৩
মিলন বনিক ইংরেজ, আরব, সংস্কৃত, পালি এভাবে বাংলা...অনিন্দ্য সুন্দর গাঁথুনি...সুন্দর কবিতা....ভালো লাগল....
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ । @ ত্রিনয়ন ।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৩
মেঘলা আকাশ খুব সুন্দর কবিতা
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ধন্যবাদ ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
রোদের ছায়া প্রথম কবিতা তেই এত সুন্দর গোছানো কথার আবেগী প্রকাশ খুব খুব ভালো । খুব যত্ন নিতে লেখা বোঝাই যাচ্ছে । আগামিতেও এমন কবিতার অপেক্ষায় থাকব ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ঃ) @ রোদের ছায়া ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
শাহ আকরাম রিয়াদ প্রথমে গল্প কবিতায় স্বাগতম.. প্রথম কবিতায় দৃষ্টি কেড়েছে.... অনেক ভাল লাগল কবিতাটি। আশাকরি সাথে পাবো সবসময়।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
আমিও সবসময় আপনাদের সাথে থাকতে পারলে খুশি হব । :) @ রিয়াদ ভাই
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩

১৩ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪