জিহাদ যদি তোমার প্রিয় সন্তান হতো

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

এনামুল হক টগর
  • 0
  • ২৭
জিহাদ যদি তোমার প্রিয় সন্তান হতো
তবে কি তুমি বলতে পারতে এখানে প্রাণের অস্তিত্ব নেই ?
তুমি যদি একজন মহৎ ও আদর্শ পিতা হতে
এবং নিজ কানে সন্তানের আর্তচিৎকার শুনতে পেতে
আর আইনের পোশাকধারীরা যদি তোমাকে
বন্দি করে জিজ্ঞাসাবাদ করতো আর ভয় দেখাতো
তখন তোমার বিবেক ও অন্তরের যন্ত্রণা কতটুকু বৃদ্ধি পেতো
তুমি কি নিজেকে কখনো জিজ্ঞেস করেছো ?
তুমি কি সেদিন সমগ্র জাতির চোখে অশ্রু দেখোনি
তুমি কি সেই রাতে উদ্ধারকারী হিসাবে
একজন পিতার ভূমিকা নিয়োজিত থাকতে পারতে না
তুমি কি জানো একজন নিষ্পাপ শিশুর প্রতি অবিচার মানেই
সমগ্র মানবজাতির প্রতিই নিষ্ঠুর অবিচার।
তোমার আত্মচেতনা আর বিবেক দিয়ে গভীরভাবে চিন্তা করো
উদ্ধার কাজে সফল ও ব্যর্থ উভয়ই হতে পারে
কিন্তু চেষ্টা ও কর্ম জাতির কাছে সত্য চেতনা পৌঁছে দিতে পারে
সেদিন সমগ্র জাতির চোখের জলের সাথে
তোমার প্রিয় সন্তান ও প্রিয়তম স্ত্রীর চোখের জলও ঝরে ছিল
দেশের মানুষের প্রাণরক্ষার দায়িত্ব ও কর্তব্যই তোমার আইন
কিন্তু তুমি রাষ্ট্রের ক্ষমতাধর হয়ে চোখ রাঙালে
তুমি যখন উদ্ধার কাজ সমাপনি করে মিটমিট করে হাসলে
আর বললে একটি টিকটিকির সন্ধানও পাওয়া যায়নি
তখন গহীনের নিগূঢ় থেকে জিহাদ বিধুর যন্ত্রণায়
আতœচিৎকার করে পৃথিবীকে জানালো যা আমি লিখলাম
তার চেয়ে অনেক অনেক বেশী জানালো যা আমি লিখলাম না
লিখলে সমগ্র মানবজাতি তোমাকে ধিক্কার দিত।
বাড়ি ফিরে তোমার সন্তানকে কি জবাব দেবে
কি জবাব দেবে প্রিয়তম স্ত্রীকে ?
ছেলেবেলায় তোমার পিতা-মাতা তোমাকে কিভাবে
মমতায় জড়িয়ে রাখতো তোমার কি মনে পড়ে না ?
এটাতো কোন রাজনীতি ও দলে বিষয় ছিল না
এটা একটা মর্মান্তিক দুর্ঘটনার করুণ যন্ত্রণা ছিল
সমগ্র জাতির বিবেক থেকে অশ্রু ঝরেছিল
দেখোনা মানবতার মূল্যবোধে ছুটে এসেছিল উদ্ধারকারীদল
ছুটে এসেছিল মিডিয়া সাংবাদিক আর সাধারণরা
বিধুর বেদনায় কেঁদে ছিল তোমার প্রিয়তম পিতা ও মাতা
আর তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবহেলা করলে
উদ্ধারকারী দল সারারাত অতন্দ্রপ্রহরীর মতো চেষ্টা করতে চেয়েছিল
মিডিয়ার প্রিয় মানুষগুলোও সারারাত উদ্ধার কাজে সহযোগিতা করতে চেয়েছিল
জিহাদ যেন জীবন্ত অবস্থায় উঠতে পারে
কারণ ওদের ঘরেও জিহাদের মত সন্তান আছে।
তোমার প্রিয় পুত্র একদিন তোমাকে বলবে নিষ্ঠুর পিতা
তুমি জিহাদ জিহাদ বলে মাটির স্পন্দনে বার্তা পাঠালেনা কেন ?
তুমি শুধু পিতাই নও তুমি রাষ্ট্রেরও ন্যায়পরায়ণ দায়িত্বে নিয়োজিত
এই কি তোমার আদর্শ আর দেশের প্রতি ভালোবাসা
কোথায় তোমার চেতনার মানবিক মূল্যবোধ
তুমি চেষ্টা করলে তোমার কর্মের প্রতি জাতি শ্রদ্ধা জানাতো
যেভাবে শ্রদ্ধা জানাচ্ছে উদ্ধারকারীদল ও মিডিয়াকে
জাতি চায় রাষ্ট্রের দায়িত্ব থাকা ক্ষমতাধর মানুষগুলো
ন্যায়পরায়ণ ও সুশাসকের ভূমিকায় মানুষের সেবা করুক
কেন জাতিকে দুঃখ দিলে, কেন তোমার প্রিয়তম
সন্তানের বিবেককে ক্ষত বিক্ষত করলে
কেন পৃথিবীর কবিদের কলম ও কালিকে বিদ্রোহ করে তুললে
সেই রাত থেকে কবিরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে
কেন পৃথিবীর সকল শিশুদেরকে কাঁদালে
কেন মাতৃত্বের অন্তরকে রক্তক্ষরণে লাল করে দিলে
সে দিন গভীর রাতে দেশের প্রতি কর্তব্যের চেয়ে
ঘুমই কি ছিল তোমার কাছে মধুর প্রিয় ছিল !
তুমি কি একবারও জিহাদের মৃত্যু চিৎকার শোননি
আমার লেখায় আগামীতে তুমি ক্ষুব্ধ হতে পারো
আবার তোমার মধ্যে ন্যায়পরায়ণ ও আদর্শ বিবেকও ফিরে আসতে পারে
ক্ষুব্ধ হলে আমাকে গোপনে হত্যার চেষ্টা করবে
লাভ কি ? জিহাদের মৃত্যুর সাথে সাথে হাজারও কবির
জন্ম হয়েছে ন্যায়পরায়ণ ও বিদগ্ধ প্রতিবাদে।
আসন্ন অনাগত কবিরা বিদ্রোহের পূর্বাভাস দিচ্ছে
কবিরা কি মৃত্যুবরণ করে ? কবিরা চিরন্তন থেকে আসে
আর দেশের সত্য প্রতিষ্ঠার জন্য অসাম্যের বিরুদ্ধে
বিপ্লব যুদ্ধ ও সংগ্রাম করে তোমাদেরকে শান্তি ও ন্যায়ে পথ দেখায়
তারপর চিরন্তনের জাতপাতকে মিশে যায়।
স্বাধীনতার সময় কবিদের গান ও কবিতা শোনেনি
যুদ্ধের রণাঙ্গনে জীবন দিয়ে কবিদের যুদ্ধ করতে দেখোনি
তুমি কি স্বাধীনতার মহানায়ক আজন্ম দেশপ্রেমিক ও কবি
বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম মানবতা মূল্যবোধ চেতনা ও
সততার বিনিদ্র জীবন ও সংগ্রাম থেকে কিছু শেখনি।
তুমি না আসলে উদ্ধারকারীরা সারারাত চেষ্টা করতো
মিডিয়ার মানুষগুলো সহযোগিতা করে যেত
বেশ কয়েক বছর আগে এক ভয়ংকর সন্ত্রাসীর গুলিতে
এক নিষ্পাপ শিশু নিহত হয়েছিল
সে সময়ের এক বধির উন্মাদ স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় থেকে বলেছিলেন
শিশুর কবরটি বেহেস্তের বাগান হয়ে গেছে
আর আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে।
আমি ক্ষমতাধর হলে তোমাদেরকে সাবধান ও সতর্ক করতাম
অথবা তোমাদের অব্যাহতির বার্তা পাঠাতাম
কিন্তু আমি একজন কবি সাধারণের বন্ধু শুধু দুঃখ আর কষ্টই কবিদের জীবন
দেশের সর্বচ্চো ক্ষমতাধর পরম শ্রদ্ধেয় মানবের প্রতি
আমার প্রতিবাদের সত্য ও ন্যায়পরায়ণ খোলা বার্তা পৌঁছে দিলাম।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ONIRUDDHO BULBUL বিশাল কবিতায় জীবন বোধ ও মনুষত্বের কথা তুলে ধরা হয়েছে। ভাল লাগল বেশ। কবি, আমি এখানে নতুন - নিয়ম-কানুন বেশী জানি না। কবিতা ২০ লাইনের অধিক হলেও কি প্রতিযোগীতায় দেয়া চলে! ভাল থাকবেন, শুভেচ্ছা রইল।
পবিত্র বিশ্বাস পড়লাম, ভালো লাগলো এবং ভোট দিলাম। শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর কষ্ট লাগে পড়লে। ভাল লাগল
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
রবিউল ই রুবেন অসাধারণ কবিতা। ভালোলাগা স্বরূপ ভোট রইল। সুযোগ হলে আমার কবিতাটা পড়বেন।
ভালো লাগেনি ৭ ফেব্রুয়ারী, ২০১৫
ক্যায়স অনেক বড় হলেও দারুন কথামালায় গাথা কবিতা... শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ রইলো..
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৫
জুন অনবদ্য।যদিও দীর্ঘ ছিল।তবে সমাজের কিছু দিক খুব সাবলীল ভাবে প্রকাশ পেয়েছে। ভালো লাগা সাথে ভোট রেখে গেলাম। সম্ভব হলে আমার কবিতাটি পড়বেন।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৫

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪