নতুন আলোর অপেক্ষা

বিজয় (ডিসেম্বর ২০১৪)

এনামুল হক টগর
  • ১০
  • ১৩
আমাদের আশার ক্লান্ত দিনগুলো
প্রতিনিয়ত আঁধারের সাথে মিশে যাচ্ছে
আমি শেষ রাতে জীবনগুলো পরিবর্তনের জন্য
নতুন আলোর অপেক্ষায় থাকি
কিন্তু পৃথিবী ধীরে ধীরে জেগে ওঠে
অপরিবর্তিত পুরাতন সকাল নিয়ে
একই রঙ আর একই দিনের আবর্তনে।
স্তব্ধ নৈঃশব্দ্যের আড়াল থেকে
দীর্ঘ কষ্টের অনাহারী মানুষগুলো কাঁদে
কান পেতে শুনি গ্রাম ও নগরের বিক্ষোভ
নদীর জলে নীল বেদনারা খেলা করে
নিঝুম নিরালা অশরীরী প্রেয়তমার রূপে।
অপরূপ অফুরান মধুর সে আলোর ঝলক
অনাগত দিন ফিরে আসার আগেই হারিয়ে যায়
আমি ডাকি আর বলি পরিচয় দাও প্রকাশ হও!
প্রবেশ করো আঁধার পৃথিবীর দরজা খুলে-
তোমার চিত্রিত তুলির বিচিত্র রঙের সমাহারে
আমরা পরিবর্তন আর নতুন আলোর ছবি আঁকি
মৃত্তিকার উপর দিয়ে রিক্ত পথিক ব্যথায় হেঁটে যায়
নিভৃত অচেনা অজানা যুবকের রূপ ধরে
নতুন দিনের প্রতীক্ষায় সে ক্লান্ত নির“পায়।
অজানা পৃথিবীর কঠিন আঁধারে
বন্দি মানুষগুলো স্বপ্ন দেখে
আর দীর্ঘ জীবনগুলো উৎপাদনের কর্ম খোঁজে
আগামী নতুন দিনের সন্ধানে।
নদীও সমুদ্রের বিরহ মিলনে
এখনো মোহনীয় নতুন সূর্য ওঠেনি
চন্দনমাখা জ্যোৎস্নার রাত এখনো আসে
পরানের প্রিয়া ঘর ছেড়ে উড়ে যায়
দূর গ্রাম অচেনা যুবকের সংসারে,
অশ্রুমাখা ব্যর্থ জীবন শুধুই ঝরে পরে
গরল বিশ্বাসী অস্তিত্বের ভাস্কর্য বুকে নিয়ে

জন্মান্ধ বিপন্ন ভালোবাসায় জেগে থাকে।
নির্জন মধ্যরাত পাড়ি দেয় বেদনার্ত বুকে
ক্ষুধার দীনতা শরীরকে ছুঁয়ে দেয়
অমৃত মাটির গভীর থেকে বৃষ্টির জল এসে
কলি কণার রুদ্ধকন্ঠ পঙিক্তির নিঃসৃত সুরে
শানিত আগুনে জ্বলে স্বপ্নের অপূর্ণ স্বাদ
ফাগুনের পুরাতন অতীত সময়ের সাথে তাকিয়ে থাকে
পথভ্রান্ত নেতৃত্বের বিভ্রান্ত নির্দেশে,
অনাগত উদ্যানের অপ্রস্ফুটিত কলি থেকে
বাহারি সুন্দর ফুলগুলো ফোটার স্বপ্ন দেখে
কিন্তু নিত্য যুদ্ধের রণাঙ্গনে ওরা ঝরে পরে
আর আশার স্বপ্নগুলো ভেঙে যায় কষ্টের দহনে।
হারানো মেঘ এসে ঢেকে দেয়
নতুন সূর্যের সোনালি আভরণ
প্রকৃতির কাশবন নদী নগর ও গ্রাম
আমরা অপেক্ষায় থাকি শুধু অপেক্ষায়
তবুও আসেনা সময় নতুন আলোর পরিবর্তিত দিন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শামীম খান আমরা অপেক্ষায় থাকি শুধু অপেক্ষায় তবুও আসেনা সময় নতুন আলোর পরিবর্তিত দিন। ভাল লাগলো টগর ভাইয়ের কবিতাটি । শুভ কামনা রেখে গেলাম ।
প্রান্ত বিডি সুন্দর লাগল
ruma hamid শুভকামনা ।
রফিক আল জায়েদ কবির জন্য শুভ কামনা রইল। কবিতা লিখে কি হারিয়ে গেলেন ?
আখতারুজ্জামান সোহাগ ‘‘আমরা অপেক্ষায় থাকি শুধু অপেক্ষায় তবুও আসেনা সময় নতুন আলোর পরিবর্তিত দিন। ’’ তবুও যেন আশা করতেই ভালো লাগে। শুভকামনা কবির জন্য।
abdul karim অনাগত দিন ফিরে আসার আগেই হারিয়ে যায় আমি ডাকি আর বলি পরিচয় দাও প্রকাশ হও / পরানের প্রিয়া ঘর ছেড়ে উড়ে যায় দূর গ্রাম অচেনা যুবকের সংসারে/অনাগত উদ্যানের অপ্রস্ফুটিত কলি থেকে বাহারি সুন্দর ফুলগুলো ফোটার স্বপ্ন দেখে / আমরা অপেক্ষায় থাকি শুধু অপেক্ষায় তবুও আসেনা সময় নতুন আলোর পরিবর্তিত দিন। খুবই ভালো লাগলো ।
ওয়াহিদ মামুন লাভলু নতুন দিনের প্রতিক্ষার ক্লান্তি দূর হোক, পরিবর্তন আর নতুন আলোর ছবি বাস্তব রূপ পাক। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ক্যায়স বরাবরের মতই অনেক ভালো লিখেছেন। সালাম ও শুভেচ্ছা জানবেন...
Sima Das ভাল লিখেছেন।আমার কবিতা" বিজয়ের জয়গান"পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন অনেক ভাল লাগল।পাতায় আমন্ত্রন রইল।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪