রাকিবের আর্তনাদ

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

এনামুল হক টগর
রাকিবের আর্তনাদ
এনামুল হক টগর

প্রিয় জন্মভুমি, হে আমার প্রাণপ্রিয় বাংলাদেশ
কেমন আছো, খুব ক্লান্ত বুঝি, ঘুমিয়ে পড়েছো কি ?
আমি রাকিবের মা লাকী বেগম তোমাকে ডাকছি
আমার কন্ঠস্বর তুমি চিনতে পারছো প্রিয় মাতৃভুমি
জেগে ওঠো কিছুক্ষণের মধ্যেই নিশি ভোর হয়ে যাবে
তোমাকে কিছু কথা বলে আমি নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাবো
হঠাৎ ঘাতকরা দেখে ফেললে আমাকে নির্মমভাবে খুন করবে
জানো প্রিয় জন্মভূমি, সন্ত্রাসীরা আমার প্রিয় সন্তান রাকিবকে হত্যা করেছে
দেশের মানুষ বলতো রাকিব লাকী বেগমের সন্তান
কিন্তু আমি বলতাম রাকিব প্রিয় বাংলাদেশের সন্তান
গতকাল ঘাতকরা ওর মলদ্বারে কমপ্রেসর যন্ত্রের হাওয়া দিয়ে
আর কঠিন অত্যাচার করে ছোট মানুষটিকে হত্যা করেছে
ছেলে আমার বাঁচাও বাঁচাও বলে মাকে আর জন্মভূমিকে ডেকেছে।
ঘাতকদের বলেছিল আর বাতাস দিওনা গো মারা যাবো
আমার ফুসফুস হৃৎপিন্ড আর নারিভুড়িগুলো ছিড়ে যাচ্ছে
কিন্তু নিষ্ঠুর দানবরা তার কথা শোনেনি তার শরীরটাকে
ক্ষত-বিক্ষত আর রক্তাক্ত করে মৃত্যুকে নিশ্চিত করেছে
জানো মাতৃভূমি, এখন শিশুদের জন্য অনিরাপদ কঠিন ও নির্মম সময়
মিথ্যা অপবাদ দিয়ে নিজস্বার্থে শিশুদের হত্যা ও গণধর্ষণ করছে
অমানবিক পশুবৃত্তিতে জেগে উঠছে সন্ত্রাসী দানবরা
বিষ্ময় বিমূঢ় চোখে মানুষ ও সমাজ তাকিয়ে আছে
মাতৃজঠরেও নিরাপদহীন গুলিবিদ্ধ শিশু রক্তাক্ত ও আহত
পৃথিবীর আলো দেখার আগেই অবিকশিত যন্ত্রণাবিদ্ধ এক
কঠিন অন্ধকার তার সময়ের গতিকে রোধ করে দিয়েছে
মনে হয় বর্বর ছন্নছাড়া সেই পাপের যুগ সামনে এসে দাঁড়িয়েছে
আদিম ইতিহাসের অসভ্য চরিত্র সময়কে বিশ্রী করে তুলছে
জঘণ্য মনোবৃত্তির প্রতারক দূর্বলের উপর বার বার আঘাত করছে
সম্পদের উগ্রনেশা ও আমিত্ব দিয়ে সভ্যতার মৌলিক অধিকারকে
আঘাতের পর আঘাত করে চুরমার করে দিচ্ছে
পাশবিক অত্যাচারে সমাজের মানুষকে অতিষ্ঠ করে তুলছে
অজস্র ঘটনা-দূঘর্টনার অভিঘাতে জাতি আজ শোকাহত
অনিদ্র রাতের দুঃস্বপ্ন হাহাকারে কাঁদে জেসমিন খাতুন
কোন শত্র“ তার নবজাতককে চুরি করে নিয়েছে কে জানে ?
এতোকিছুর পরেও তুমি নিরব থাকছো প্রিয়তম মাতৃভুমি
প্রশ্নের জবাবে স্বদেশ ধীরে ধীরে চোখ খুললো আর ইশারায় বললো
কেন দেশের মন্ত্রী আর প্রশাসনের কর্মকর্তারা রাকিবকে দেখতে যায়নি ?
হ্যা ওরা এসেছিল আশ্বাসও দিয়েছে বিশেষ ট্রাইবুন্যাল করে বিচার হবে
খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
কিন্তু আমি বললাম আমরা অসহায় নিপীড়ন আমাদের পক্ষে সাক্ষী দেবে কে ?
ঘাতকদেরতো অনেক টাকা হয়তো টাকার বিনিময়ে মিমাংসার কথা বলবে
আপোষ করতে রাজী না হলে পেশাদার খুনি দ্বারা সাক্ষীকে হত্যা করবে
প্রিয় স্বদেশ একটু চোখ তুলে প্রতিবাদের ভাষায় বললো
সন্ত্রাস দমনের জন্য আইন পাশ করা হয়েছে
দ্রুত মোতায়েনকারী বাহিনী র‌্যাব তৈরী করা হয়েছে
আইনে লেখা আছে দেশ সমাজ ও মানবতা রক্ষার স্বার্থে
অপরাধী ও সন্ত্রাসীকে দমন ও ক্রসফায়ারে দেওয়া যেতে পারে
কিন্তু তুমিতো জানো প্রিয় বাংলাদেশ আমি লাকী বেগম
অসহায় ক্ষুদ্র এক শ্রমিক রাকিবের মাতা
প্রভাবশালী মন্ত্রী রাজনীতিবিদ ও আমলা নয়
ক্ষমতাধরদের সন্তান খুন হলে অপরাধীরা হয়তো ক্রয়ফায়ারে যেত
তুমি তো দেখছো প্রিয় দেশ সমাজের একজন কুখ্যাত খুনি
ক্রসফায়ারে গেলে ভন্ডপন্ডিত আর অসত্য জ্ঞানীরা
রাস্তায় রাস্তায় মানববন্ধন করে আর মিডিয়াতে আইন তুলে ধরে
কিন্তু রাকিব রাজন রবিউল হত্যা ও কিশোরী গণধর্ষনের জন্য
ওই ভন্ডরা একবারও মানবাধিকার লংঘনের কথা বলেনি
শুধু নিপিড়ন অসহায় সাধারণ ও সত্যবাদীরা এর প্রতিবাদ করেছে
আদর্শ জন্মভূমি একটু তাকিয়ে বললো সংবিধানে মানবতার কথা লেখা আছে
আরো লেখা আছে প্রিয় রাষ্ট্রের সরকার ন্যায়পরায়ন আইন দিয়ে
অপরাধীদের দমন করাই দেশ আর মানুষের মহৎ কল্যাণ ও সেবা
হতে পারে ক্রসফায়ার হতে পারে মৃত্যুদন্ড ও অন্যান্য শাস্তি
প্রিয় রাষ্ট্র আইনের ন্যায়পরায়ন সবার জন্য সমান করেছে
সত্য আইন প্রয়োগ হলে মুখোশধারী খুনি ও সন্ত্রাসীরা
পালিয়ে যাবে পরাস্ত হবে অথবা ধ্বংশ হবে
আর রাকিব রবিউল ও রাজনদের মতো শিশুরা নিরাপদে থাকবে
লক্ষ লক্ষ নারী ও কিশোরী গণধর্ষণ থেকে রক্ষা পাবে
তুমি লাকী বেগম রাকিবের মা অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াও
পালিয়ে গিয়ে মৃত্যুকে কেউ ধরে রাখতে পারে নি
তার চেয়ে সন্ত্রাস প্রতিরোধের রণাঙ্গনে যুদ্ধ করো
বিশ্বাসী সত্যবাদী জ্ঞানী আর সাধারণরা তোমার সাথে থাকবে
আর তোমার এই জন্মভূমি, মাতৃভূমি ও প্রিয় স্বদেশ
আর ন্যায় পরায়ন সরকার মহৎ ও শান্তিময় শক্তি দেবে তোমাকে।




আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান ভাল লাগল। শুভকামনা রইল। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১৫
মিলন বনিক টগর ভাই..বেশ দীর্ঘ হলেও সুন্দর লেখনি.....সমাজ সচেতনতার প্রতিচিত্র.....ভালো লাগলো....
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।
ভালো লাগেনি ৭ সেপ্টেম্বর, ২০১৫
আলী হোসাইন ঈস রাকিব!!!!!!
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন তার চেয়ে সন্ত্রাস প্রতিরোধের রণাঙ্গনে যুদ্ধ করো বিশ্বাসী সত্যবাদী জ্ঞানী আর সাধারণরা তোমার সাথে থাকবে আর তোমার এই জন্মভূমি, মাতৃভূমি ও প্রিয় স্বদেশ আর ন্যায় পরায়ন সরকার মহৎ ও শান্তিময় শক্তি দেবে তোমাকে। ভাল লাগল,দাদা।ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর কষ্টের কবিতা :-( সুন্দর লিখেছেন
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪