ভগ্নাংশ !

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

মোহসিনা বেগম
  • ২৬
  • ২২
এখানে মাটির পৃথিবী, উদলা নরম গরম হাওয়া
কখনও শিশিরে সিক্ত, কখনও দু হাতের তালু মাখা রক্ত
বৈশাখী ঝড়ে ছিন্ন -ভিন্ন মাথার ছাদ, ক্ষয়িষ্ণু ওজোন স্তরে
পাহাড়ের পাদদেশ ঘেঁষা কচি কচি বরফ কুঁচির অবিরত আর্তনাদ
ঝরা, ব্যাধি আর শোকের মিছিল এঁকে দিয়ে যায় বিরাট প্রশ্নবোধক চিহ্ন !
সেই ক্ষণে শিল্পীর তুলিতে ধরা দেয় এক আজব ভগ্নাংশ ।

খণ্ড চিত্রের মহা ছায়াছবি ! হাতের মুঠোয় ধরা কাল্পনিক অবিভাজ্যের শবদাহ !
আমি অবাক তাকিয়ে রই, সমান তালে কাঁপতে থাকে
মাটি আর আকাশ । আমি হাসতে হাসতে ভূতলে লুটাই ।
গুড়ুম গুড়ুম শব্দে চকিত হই না । বিলেতি বাবুর মত পানসে হাসি
অধরের দু কোণে জমাট টিপ্পনী কাটে ।
নিস্তেজ, নিরাবরণ কংকালের সারি গুনগুন রবে ভৈরবী সুর তুলে !
আমার কপালের বলি রেখায় ভাঁজ পড়ে ।

মাঝে মাঝে আলেয়াকে আলো ভেবে ভুল করি অংকের হিসাব
বক্র রেখার দিক ভ্রমে আমারও মতিভ্রম ঘটে
জ্যামিতিক মারপ্যাঁচে খুঁজি জীবনের মিছে পূর্ণতা !
আক্ষেপ আর আফসোস সাথী হয় বারবার; সূর্যাস্তের পর নেমে আসা
আঁধারের মত মনে হয় কেয়া তরীর প্রতিটি পাতা !

অন্ধকারে কার যেন অট্রহাসিতে চমকিত হই, ভুলের পসরা সাজিয়ে
মিছে সঙ সাজার অহম লুটায় ধুলায়
কে যেন বলতে থাকে, তুমি আধেক মানুষ, আধেক পশু !
তোমার কিসের পূর্ণতা !!



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডা: প্রবীর আচার্য্য নয়ন আসলে সবখানে সেই অপূর্ণতা, নেই পূর্ণতা। পরিপূর্ণ হওয়ার চেষ্টাই শুধু চলছে। প্রতিদিনের গবেষণা সেকথাই বলছে। খুব ভালো লেগেছে কবিতা
এস, এম, ইমদাদুল ইসলাম গত সংখ্যায় এমন একটা অসাধারণ জীবন দর্শণ তত্ব থেকে বঞ্চিত ছিলাম ? আসলৈই আধৈক পশূ থেকে বর্তমান সভ্যতা নামের অসভ্যতার দোলায় মানুষের পশুত্ব মনুষ্যত্বের অবিশষ্ট আধেক থেকে খুইয়ে এখন শূণ্য হতে চলেছে ।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ কে যেন বলতে থাকে, তুমি আধেক মানুষ, আধেক পশু ! তোমার কিসের পূর্ণতা - ভাল লাগলো//
বিদিতা রানি কে যেন বলতে থাকে, তুমি আধেক মানুষ, আধেক পশু ! তোমার কিসের পূর্ণতা !! দারুণ কথা মালা। খুব ভালো লাগলো।
রোদের ছায়া ভালো লাগলো কবিতাটি .. ঝরা= মনে হয় জরা হবে। ২য় প্যারার প্রথম লাইনটি আমি ঠিক বুঝতে পারলাম না যেন ...তবে তাতে ভালো লাগায় কমতি হয়নি ।।
আপু ২য় প্যারার প্রথম লাইনে মানুষের জীবনের অপূর্ণতার ছড়াছড়িকে বুঝানো হয়েছে । ধন্যবাদ ।
সাইফুল্লাহ্ অনেক দিন পর গল্প-কবিতায় আসলাম। প্রথমেই আপনার লেখাটা পরলাম। কোন মন্তব্য করতে পারলাম না। প্রিয়তে রেখে দিলাম। শুভ কামনা রইলো..........
সাইফুল্লাহ ভাই অনেক ধন্যবাদ আপনাকে ।
জালাল উদ্দিন মুহম্মদ পরিচ্ছন্ন ভাবনা আর বিন্যাস । ভাল লাগলো
ধন্যবাদ জালাল ভাই ।
ভাবনা কে যেন বলতে থাকে, তুমি আধেক মানুষ, আধেক পশু ! তোমার কিসের পূর্ণতা !! - --------- বিষয়ের সাথে পরিপূর্ণ সামঞ্জস্য আছে । পূর্ণতার বিপরীতে অপূর্ণতার মিছিল । গুড লাক আপু ।
ধন্যবাদ ভাবনা । তোমার লেখা পাচ্ছি না কেন আপু ?

১৭ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪