মাকালের ইন্দ্রজাল ও নূহের তরী

সরলতা (অক্টোবর ২০১২)

মোহসিনা বেগম
  • ৫০
  • ৩৯
সরল বিশ্বাসে মঙ্গলে ঘর বেঁধে ছিলাম
আর মঙ্গলের লাল মাটি পরম সুখে অঙ্গে মেখেছিলাম
অপরূপ সাজে সাজিয়ে ছিলাম পোকা মাকড়ের ঘর বসতি
জটর ছিঁড়ে বেরিয়ে এসেছিল সুখের রেনু
ঘুম পাড়ানি গানে ছনমনে মন আরশিতে দেখে দেবীর প্রতিবিম্ব
অক্টোপাসের মত জড়িয়ে তারে এঁকেছিলাম একের পর এক প্রতিমা !

হঠাত কোথা থেকে আবির্ভূত হয় নীল নয়না নাগিনী
ফোঁস ফোঁস শব্দে গভীর রাতের নিস্তব্দতায় যোগ হয় নতুন বিভীষিকা
মাকাল ফলের মাধুরী মিশিয়ে সৃষ্টি করে রূপের ইন্দ্রজাল
তারস্বরে চিৎকার করে জানান দেয় বাহুল্য অধিকার
নেড়ি কুত্তার মত ঘুর ঘুর করে চাঁদের পিছু পিছু
আর চাঁদ ডাকিনীর মায়ায় মন্ত্র মুগ্ধের মত স্বপ্ন বুনে নতুন পৃথিবীর !

দিনে দিনে যায় বেলা, শুরু হয় প্রমত্তা পদ্মার ভাঙনের খেলা
ভালবাসার বন পুড়ে ছাই হয় দাবানলে, দীর্ঘ খরায় ফেটে চৌচির হয়
সাধের আবাদী জমিন; সিমেন্ট বালির শক্ত প্রলেপেও মুছতে পারিনি
একটু একটু করে বেড়ে উঠা ফাটলের ক্ষত; আমি শুধু চেয়ে চেয়ে দেখি
ঠুনকো কাঁচের মত ভেঙে যাওয়া এতদিনের সাজানো সুকেস !

পথের মাঝেই হারাই পথ, ভেঙে চুরমার হওয়া বিশ্বাসের ভিতে
জন্ম নেয় নতুন শপথ ! মাজরা পোকা কামড়ায় কুট কুট করে
নুহের তরী আমায় ভাসিয়ে নিয়ে যায় এক টুকরো খড় কুটোর সন্ধানে !!


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # ভাবনার বিশালতায় , আবেগের অপূর্ব দোলায় সুন্দর লাস্যময়ী একটি কবিতা ।।
মোঃ আক্তারুজ্জামান বর্নীল সাজের কবিতা| এক কথায় বলা যায় -অসাধারণ|
ঐশী হঠাত কোথা থেকে আবির্ভূত হয় নীল নয়না নাগিনী ফোঁস ফোঁস শব্দে গভীর রাতের নিস্তব্দতায় যোগ হয় নতুন বিভীষিকা মাকাল ফলের মাধুরী মিশিয়ে সৃষ্টি করে রূপের ইন্দ্রজাল ------ -- এত্ত সুন্দর ! বিজয় তিলক দিলাম !
বিদিতা রানি অভিনন্দন।
বিদিতা রানি সুন্দর উপমা রয়েছে কবিতায়। ভাল লাগলো।
সজল মিঞা ভালো লাগলো |
Lutful Bari Panna অন্যরকম কবিতা। বেশ ভাল লাগল।
হিমেল চৌধুরী চমৎকার শব্দ ও উপমায় কবিতা খুব ভালো লাগলো।
কায়েস খুব সুন্দর কবিতা

১৭ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪