পরমানন্দ বৃষ্টি

বৃষ্টি (আগষ্ট ২০১২)

Ashraful Alam
  • ২৪
  • ১০৫
চৌচির ফেটে থাকা হৃদয়ের রক্তক্ষরণ আজ তোমার পাওয়ায় সিক্ত,
আমি যেন প্রথম কদম ফুল হয়ে স্নান করছি তোমাতে ।
হ্যাঁ, তুমি বৃষ্টি, বৈশাখী বৃষ্টি, স্বপ্নঝরা বৃষ্টি,
শত উপেক্ষিত আত্মার বাঁচার তাগিদ তুমি ।

তোমায় ছাড়া একা বাঁচিনা, রোদ্র মাড়াই না,
তুমি যে আমার ছায়া ।
কতটা ছুঁয়ে যাও তুমি, কতটা চাও আমায়, কতটা স্পর্শ কর আবেগের দেয়াল,
বলতে পারিনা, শুধু অনুভব করতে পারি যৎসামান্য ।

তুমি বলো, “ বেঁচে থাকার কি মানে যদি
এক সাথে সূর্য উঠা দেখতে না পারি,
জোছনায় নাইতে না পারি, ঝুম বৃষ্টিতে না ভিজতে পারি,
আর যদি না পারি খা খা রোদে এক সাথে না ঘামতে ।“
আমি জিজ্ঞেস করি তোমায়, “সত্যিই কি আমায় ভালবাস ?”
তুমি বল,” উহু, না।” আমার মন খারাপ হয় ।
পরক্ষনেই বল, “ ভালবাসিনা, তোমায় পূজা করি ।“

আমি ভাবি আর ভাবি, এতটা ভালো আমায় কি করে বাসো তুমি ?
প্রথম প্রথম আমার খুব ঈর্ষা হতো, কিন্তু আজ আমিও পারি তোমার মত ভালবাসতে ।
অনেক শিখেছি পৃথিবীর কাছে, তোমার কাছে শিখলাম কি করে ভালবাসতে হয়,
কি করে বৃষ্টি নামাতে হয় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ গদ্য কবিতার মাধ্যমে মনের ভেতরকার অনুভুতি দেখতে পেলাম ।ভালো লাগলো।মোবারকবাদ কবিকে ।
অনেক খুশি হলাম। কারণ আমি লিখতে জানি না, শুধু জানি আমার একান্ত অনুভূতিগুলো প্রকাশ করতে। জানি অনেক ভুল হয়, তবু ও চেষ্টা করি । শুভেচ্ছা নেবেন।
আহমেদ সাবের বেশ আবেগময় কবিতা। বৃষ্টির কাছে পাওয়া ভালবাসার পাঠ। বেশ ভাল লাগল কবিতা।
শুধু কবিতা বললে ভুল হবে। আমার জীবনের একটা অংশ । ভালো লাগল জেনে আমার নিজেরও অনেক ভালো লাগছে।
মিলন বনিক খুব সুন্দর আবেগী কথামালা...ভালো লাগলো...অনেক শুভ কামনা...
হাহহা। তা তো একটু হবেই। আবেগি মানুষ যে তাই ।
রোদেলা শিশির (লাইজু মনি ) অসাধারণ ...... !! প্রাপ্যটা দিয়ে গেলাম ...।
আপনার এই দেয়া আমার পরম উৎসাহ।
ম তাজিমুল ইসলাম ভাল লাগলো, আপনাকে অভিনন্দন
আপনাকেও ধন্যবাদ।
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো - ভালবাসার বৃষ্টি |
আমারও খুব ভালো লাগল।
রানী এলিজাবেদ সুন্দর কবিতা তাই সুভকামনা
রানী, আপনার শুভকামনা গ্রহণ করলাম প্রাণ ভরে।
জসীম উদ্দীন মুহম্মদ আশরাফুল ভাই , লেখা চালিয়ে যান সগর্বে । সাথে আছি ।
ভাইয়া, আপনার দোয়া ও শুভ কামনা আমি সব সময় আশা করি।

১৩ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫