কেউ জাগাবেনা কিন্তু!
দেখছো না ও ঘুমাচ্ছে?
ওর দু'চোখে কত ঘুম! ইশ!
আমিও যদি ঘুমাতে পারতাম...!
ওর আজ তাড়া নেই কোনো
কোনো বন্ধুরাও আজ ডাকবেনা খেলতে
বলবেনা ঘুড়ি ওড়ানোর কথা
জানতে চাইবেনা কিছু আজ...
আজ যে ওর ঘুমানোর দিন!
আমাকেও জ্বালাবেনা আর!
ঝাঁকড়া চুল সামনে রেখে বলবেনা,
কী উকুন! একটু বেঁছে দাওতো!
ফাঁকি দেবে না মোটেও, হ্যা...
আর... আর...
ছোট কিন্তু আমি এখনো!
গালে তুলে খাইয়ে দিতেই হবে,
এই আমার এক কথা...!
বলবেনা, ভয় করছে মা!
বসে থাকো না পাশে!
না হলে লাইটটা জ্বালিয়ে দাও...
তুমি তো জানোই,
অন্ধকারে আমার ভয় ভীষণ...!
পাগলটার নাকি ভীষণ ভয়!
আজ তো কোনো আলোই জ্বালা হয়নি
ঘুমাচ্ছে তবুও কি অঘোরে...
এখানে তো কোনো আলোও নেই
ব্যবস্থা নেই কোনো ইলেক্টিকের
তবুও কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো!
মাটির বুকে, ঐ অন্ধকার কবরে...
কেউ জাগাবেনা কিন্তু!
দেখছো না ও ঘুমাচ্ছে?
ওর দু'চোখে কত ঘুম...!
advertisement