অনুভূতির আবীর রঙা শাড়ী

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ৩২
  • ৭০
এত এত শাড়ী আমার তবু খুঁজে বেড়াই আর একটি নতুন রঙ ।
আমার কাছে শাড়ী মানেই একটি ভিন্ন রঙ
এই নতুন রঙের খোজেই আমি ছুটে বেড়াই
তন্ন তন্ন করে খুঁজে ফিরি এ দোকান ও দোকান।
অনুভূতির সাজে সাজব বলেই এত আয়োজন।।

তোমার পাশে বসে যেমন আকাশ-নীল বসনে আমি-
মহানন্দে ভেসে বেড়াই সাদা ছেড়া মেঘের ভেলায়।
তেমনি প্রহর গুনি ম্রিয়মাণ ধূসর বসনে তোমারই প্রতীক্ষায় ।
তোমার দৃঢ় পদক্ষেপ ক্রমশ এগিয়ে আসে আমার দুয়ারে
ত্রস্থহাতে ব্যস্ত আমি বদলাতে বসন, বৃষ্টির রঙ মাখি
তোমায় করতে সিক্ত ঝরি অঝর ধারায়।।

তোমার আমার একান্ত অবসরে।
আদরে আহ্লাদিত হতে ততক্ষণে আমি গাড় লাল।
লাজ রাঙা আমার লালের বসনে তুমি ক্রমশ মিশে যাও।
আমি হারাই, অপার্থিব কি সুখের ঘূর্ণাবর্তে থাকি পরে।
ঘোর লাগা চোখে দেখি গাত্রোত্থান তোমার,
আমার চোখে তখন জল, তখন অন্য আমি জল রঙে ।।

তোমার অপস্রিয়মাণ দেহ গোলাপি রঙে সাজায়
একান্ত আমার অভিমানের আভায় ।
গাড় নীল কষ্টের বসন আমার, পবিত্র মনে হয় সাদায়
কালো সকল শোকের, তোমার জন্যে নয়।।

অনুভূতির সাথে আমার শাড়ীর রঙ, একটু একটু করে এভাবেই বদলায়।
কখনো কখনো তাই অদ্ভুত কোন রঙ খুঁজতে হয়।
কখন কি রঙে মানাবে আমায়, আমি জানি।
এও জানি তুমি হীনা বিবর্ণ আমি, অনাঘ্রাতা-অভিমানী।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জিনিয়া গালিব ভাই, কবিতা টি ভালো লেগেছে..সব থেকে ভালো লেগেছে " অনুভূতির সাজে সাজব বলেই এত আয়োজন"...আসলেই মানুষের অনুভূতির রংটাই ফুটে ওঠে তার বাহ্যিক শরীরে...তাই তো "...রঙ, একটু একটু করে এভাবেই বদলায়"..ধন্যবাদ..সময় করে বাকি লেখাগুলো পরে নেব ভাবছি..
জাকিয়া জেসমিন যূথী নারীর রূপে নারীর ভূমিকা থেকে লেখা সুন্দর কবিতাটি খুব ভালো লাগলো।
আর কোন নারী যখন বলে খুব ভালো লাগলো তখন লেখক তার লেখার স্বার্থকতা খুজে পায়। অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।
রি হোসাইন ভালো লিখেছেন ... কিন্তু ভাবকে স্পষ্ট করতে গিয়ে অতিমাত্রায় বাক্যের ব্যবহার পাঠকের বিরক্তির কারণ হতে পারে ....
এটা আমার সিমাবদ্ধতা। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আলেকজানডার বাহ্ বেশ সুন্দর হয়েছেতো ভাইজান ।শুভাশীর্বাদ ।
ভাইজান অসংখ্য ধন্যবাদ, অনেক ভাল লাগল আপনার আন্তরিকতাপূর্ন মন্তব্য। ভাল থাকবেন।
Md. Akhteruzzaman N/A কবিতা এবং কবিতার শিরোনাম দুটি খুবই ভালো লেগেছে|
তাহলে তো ডাবল ধন্যবাদ ভাইজান, ভাল থাকবেন, অনেক ভাল।
মো. ইকবাল হোসেন এই নতুন রঙের খোজেই আমি ছুটে বেড়াই তন্ন তন্ন করে খুঁজে ফিরি এ দোকান ও দোকান। অনুভূতির সাজে সাজব বলেই এত আয়োজন। -ভাল লাগল।
ইকবাল ভাই, ভাল থাকবেন নিরন্তর।
আহমেদ সাবের শাড়ীর রঙের সাথে অনুভূতির রঙ বদল; অনন্য চিন্তার ফসল। বেশ ভাল লাগল কবিতা।
আপনাদের মত কারো মন্তব্য অনেক বেশি প্রেরনাদায়ক, ভাল থাকবেন।
আবু ওয়াফা মোঃ মুফতি চমত্কার!
আবু ওয়াফা মোঃ মুফতি ভাই অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
রানী এলিজাবেদ ভালো লাগলো আপনার লিখা
ভাল লেগেছ জেনে ভাল লাগছে। ভাল থাকবেন।
জগজিৎ গাড় নীল কষ্টের বসন আমার, পবিত্র মনে হয় সাদায় কালো সকল শোকের, তোমার জন্যে নয়।।...সুন্দর
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ অক্টোবর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী