ফিরে দেখা

কোমল (এপ্রিল ২০১৮)

মবিন সরকার
  • ১১
  • ৫২
নন্দিত নন্দন দৃষ্টিতে ছিলে,
মোর দেখা যদি মেলে।
জলের আধার ছিলনা কভু কম,
যদি দেখতে মোর ভিন্ন রঙ।
ভবের বাজারে যতদিন তব ছিলে,
মোর অন্তর জুড়ে তুমি আলোকিত ছিলে।
অবশেষে অন্তীম প্রান্তে হল যেন জ্বরা,
সে জ্বরাতে নিয়ে গেল সব জল দিল খরা।
কোমল সে মুখখানি এখন মনে পড়ে,
তুমি কি এখন মোর কথা মনে কর।
জীবন থমকে গেছে তুমি যাবার পরে,
তোমার কি এখন মোর কথা মনে পড়ে।
মৃত্যুদ্যুত যখন তোমায় কেড়ে নিল,
মুই তখন কিছুই করতে পারলামনা যেন অনীল।
চলে গেছ তবু মোর মন জুড়ে এখন আছ,
যতদিন তুমি ছিলে এ জীবন জুড়ে।
আলোকিত হও মরোনত্তরে,
এটাই শুধু চাই বারে বারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা, সুন্দর চেষ্টা।কিন্তু দাদা মুই, মোর শব্দ দুটি আধুনিক কবিতায় যায় না।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।আমন্ত্রণ রইল।
পছন্দও রইল।আসবেন আমার পাতায়।
ওয়াহিদ মামুন লাভলু অন্তর জুড়ে যে আলোকিত থাকে সে যদি চলে যায় তবে অনেক দুঃখ ও বেদনা সহ্য করে যেতে হয়। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভাল থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতা ভালো লেগেছে। চলতে থাকুক কাব্যচর্চা, শুভকামনা রইল....
সালসাবিলা নকি ভালো লিখেছেন। কয়েকটি শব্দ যেমন, 'মুই, অনীল' এগুলো কবিতার সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারেনি। শুভকামনা নিরন্তর
আলমগীর সরকার লিটন চলে গেছ তবু মোর মন জুড়ে এখন আছ, যতদিন তুমি ছিলে এ জীবন জুড়ে। আলোকিত হও মরোনত্তরে, এটাই শুধু চাই বারে বারে।-------চমৎকার কবি
মাহ্ফুজা নাহার তুলি আমার কবিতার পাতায় আমন্ত্রন রইল।
সাদিক ইসলাম কভু, মোর এই শব্দগুলো পরিহার করলে আরো সমসাময়িক হয়ে উঠতো। ভালো লাগলো। শুভ কামনা।
মামুনুর রশীদ ভূঁইয়া আমিও বারবার ফিরে ফিরে তাকাই মুগ্ধ চোখে। কেন জানি কবিতাটির প্রতি আমার পিছুটান অনুভব করি। দারুন লিখেছেন কবি। অনেকদিন ধরে লিখছেন। ভালো থাকবেন। ভোট রইল। আসবেন একবার আমার কবিতার পাতায়।
ম নি র মো হা ম্ম দ অসাধারণ চেষ্টা ।।আসবেন সময় করে আমার কবিতার পাতায়! ভোট দিয়ে গেলাম।
মাহ্ফুজা নাহার তুলি ভালো লাগলো খুব ।তাই ভোট রইল আপনার জন্য।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইলো।

১৫ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪