শাবক

পরিবার (এপ্রিল ২০১৩)

জসীম উদ্দীন মুহম্মদ
  • ১৯
শতবর্ষী বট গাছটির শীতল ছায়ার নিচে বসে
এখনও আমি নিজেকে বাঁচাই রোদ, বৃষ্টি, ঝড় থেকে
এখনও অহর্নিশি ছাতার মত আগলে আছে
আমাকে, অংকুর থেকে চারা, চারা থেকে কুঁড়ি
অতঃপর ফুল, ফসল ।
সদ্য পোয়াতি পাখির মত মেলে রাখা ডানা
অসহায় ছানা গুলো যেখানে খুঁজে পায় ঠিকানা
দিনে দিনে বড় হয়, মেলে দেয় দুরন্ত পাখনা
আমিও তেমনি সারস শাবক
আমারও আছে অঢেল স্নেহের ছায়া
আমাকে জড়িয়ে আছে কপোত-কপোতীর অশেষ মায়া
মুখ দেখেই বলে দেয় হৃদয়ের রঙ
আমার সুখ বটিকার তরে শত জোড়া তালি
আর মিছে সাজা সঙ
তবুও রক্তের ঋণ, শোধিতে পারিনি কোন দিন
বেলা যায়, যৌবন গায় নতুনের গান
ঝরা আর ব্যাধি ঝেড়ে ফেলে দেয় বটের মূল
ভাঙ্গে নদীর এ কুল
আর গড়ে ও কুল ।।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সিয়াম সোহানূর পরিবারের প্রধান হিসাবে বাবাকে উদ্দেশ্য করে লেখা একটি সফল কবিতা ।
সূর্য বটগাছতো একটা শক্ত পোক্ত "খুটি" যেমনটা পরিবারের উপার্জনক্ষম কর্তা ব্যক্তি। বটগাছ যেমন তার নিচের সবাইকে ঝড়ঝঞ্ঝা থেকে বাঁচিয়ে রাখে ঠিক পরিবারের খুটিটিও তাই করে তাকে ঘিরেই পরিবার, সেখানে গড়ে ওঠে নতুন পরিবার। উপমায় সুন্দর পরিবার কাব্য।
ভাবনা সদ্য পোয়াতি পাখির মত মেলে রাখা ডানা অসহায় ছানা গুলো যেখানে খুঁজে পায় ঠিকানা----- দুর্দান্ত কবিতা !
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা ভাই ভালো লেগেছে আপনার কবিতা ।
মোঃ আক্তারুজ্জামান খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
রোদের ছায়া জসীম উদ্দিন ভাই আপনার উপমা সমৃদ্ধ কবিতাটি দারুন লাগলো । তবে একদম শেষ লাইনটি একটু কেমন যেন লাগলো আমার কাছে । তবে কবিতার মেসেজটা সত্যি অসাধারন ...
অনেক ধন্যবাদ আপু ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি বাবাকে বট বৃক্ষের সাথে তুলনা করে অনবদ্য কবিতা.....অনেক ভাল মানের ...শেষের চরণ দুটি ষোল কলায় পূর্নতা পেয়েছে .....জসীম ভাইকে ধন্যবাদ...........
জ্যোতি ভাই, একটি সত্যিকারের মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো । অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ।
মিলন বনিক ঝরা আর ব্যাধি ঝেড়ে ফেলে দেয় বটের মূল, ভাঙ্গে নদীর এ কুল, আর গড়ে ও কুল ।। জসীম ভাই...অনিন্দ্য সুন্দর গাঁথুনি...খুব সুন্দর কবিতা....খুব ভালো লাগল....
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ত্রিনয়ন দা ।
তাপসকিরণ রায় সুন্দর সাবলীল কবিতাটি পড়লাম।আপনি ভাল লেখেন জানি।শুভেচ্ছা রইল।
তাপস দা, আপনাকেও সতত শুভেচ্ছা ।

১৯ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৮০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বপ্নলোক”
কবিতার বিষয় "স্বপ্নলোক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৫