স্বাধীনতার মানে কি?

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

মাইনুল ইসলাম আলিফ
  • ২১
  • ১১৬
স্বাধীনতার চল্লিশ বছর পরে আজো আমি
স্বাধীনতার সংজ্ঞা খুঁজে পাইনি।
যা ইচ্ছে তাই করে বেড়ানো কি স্বাধীনতা?
স্বার্থের দেয়ালে ঝুলে অগণিত তাজা যুবার
বুক থেকে রক্ত ঢেলে মাতাল নৃত্যে মেতে উঠা নিষিক্ত জোঁক,
এই কি স্বাধীনতা ?
মোহাবিষ্ট পুরুষের কামনার বহ্নি শিখায়
অগণিত নার্গিসের নিরুত্তাপ দেহের প্রজ্বলন।
এই কি তবে স্বাধীনতা?
পিলখানার ম্যানহোলে গুম করা লাশ কিংবা গণকবর
কিংবা লোভ উন্মত্ত সৈনিকের দৃষ্টি ছোবলে বারুদের
গন্ধ মেশা খুনি খুনি বাংকার,
এই কি স্বাধীনতা?
সৃষ্টি ছাড়া স্বপ্নকে দৃষ্টি ছাড়া করে,
দুর্নীতির আস্তাবলে গড়ে তোলা টাকার পাহাড়।
এই কি স্বাধীনতা?
অনিয়মকে নিয়ম করে ক্ষমতার জোরে
শত শত গাছ কেটে ফেলে বনের পর বন উজাড় করা,
এই কি স্বাধীনতা?
পোড়া বস্তির জীবনে মুক্তিযোদ্ধা ছাদেক কিংবা
সুলতান মাঝির জীবনের অস্ফুট হাহাকার চেয়ে চেয়ে
দেখার নাম কি স্বাধীনতা ?
এই কি তবে স্বাধীনতা, যেখানে
গণতন্ত্র বোঝে না লাখ লাখ নারী, শিশু,বৃদ্ধ বৃদ্ধার
ফুটপাত জীবনের নিদারুন যন্ত্রনা।
গণতন্ত্র দেখে না তীব্র শীতে রেল স্টেশনের প্লাটফর্মে কিংবা
ফুটপাতে ছেড়া কাঁথা মুড়ি দিয়ে রাত কাটানো
হাজার হাজার ঘরহারা মানুষের কান্না।
এই কি তবে স্বাধীনতা?
হয়তো না।
তাহলে ?
তাহলে স্বাধীনতার মানে কি ?
আমি যুদ্ধে যাইনি,
আমি যুদ্ধ দেখিনি।
কিন্তু আমি আমার কবি কল্পনায়
প্রতিদিন যুদ্ধ করি ,অবিরাম যুদ্ধ।
রাইফেল, মর্টার, কামানের গর্জনে আর বারুদের গন্ধে আমি
আত্নচ্যুত হয়ে স্বাধীনতা খুঁজি।
স্বাধীনতার চল্লিশ বছর পরে আজো আমি
স্বাধীনতার সংজ্ঞা খুঁজে পাইনি।
যা ইচ্ছে তাই করে বেড়ানো কি স্বাধীনতা ?
আমি তোর স্বার্থের নিকুচি করি,
রাশি রাশি মোহকে জুতাপেটা করি।
আমি তোর খুনি খুনি দৃষ্টি আর ক্ষমতার জোরকে
এক হাত নিলাম।
একজন কবি যদি বিচারক হয়,
তার সত্তার অংশ হয়ে ,
আমি তোকে মৃত্যুদন্ডে দন্ডিত করলাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Gazi Saiful Islam মাইনুল ইসলাম আলিফ কবিতা পড়লাম। বক্তব্য ভালো। কিন্তু কবিতা হওয়ার জন্য কিছু শর্ত অবশ্য মানতে হবে। এগুলো বক্তৃতার মত লাগে। গদ্য কবিতা লিখলেও ছন্দ (স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রা বৃত্ত) আয়ত্ত্ব করা উচিত। প্রচুর পড়তে হবে। আমার কুয়াশার গান কবিতাটি 100% অক্ষরবৃত্ত ছন্দে লেখা। মিলিয়ে নিন। হ্যাঁ ছন্দ থাকতেই হবে কথা নেই, তবে বক্তব্য কংক্রিট হতে হবে।
তানি হক অপূর্ব এই কবিতা আমাদের উপহার দেবার জন্য ভাইয়াকে অসংখ ধন্যবাদ ......
সেলিনা ইসলাম কবিতার প্রথমে বেশ বলিষ্ট উচ্চারণ ছিল কিন্তু শেষে বক্তব্য বেশ শিথিল মনে হল ...তবে কবিতার অন্তর্নিহিত ভাবার্থ প্রশংসার দাবী রাখে -আগামীতে আরো লেখকা পড়বার প্রত্যাশায় শুভকামনা
মাহ্ফুজা নাহার তুলি অনেক ভালো লাগলো আপনার কবিতা..............
রোদের ছায়া বাহ বেশ ভালো হয়েছে ...........সৃষ্টি ছাড়া স্বপ্নকে দৃষ্টি ছাড়া করে,দুর্নীতির আস্তাবলে গড়ে তোলা টাকার পাহাড়।এই কি স্বাধীনতা? অনেক প্রতিবাদী ভাষা
মিলন বনিক একজন কবি যদি বিচারক হয়, তার সত্তার অংশ হয়ে, আমি তোকে মৃত্যুদন্ডে দন্ডিত করলাম। অসাধারণ..আবেগে আপ্লুত হলাম...শুভ কামনা থাকলো.....
Abu Umar Saifullah অনেক ভালো লাগলো
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একজন কবি যদি বিচারক হয়, তার সত্তার অংশ হয়ে , আমি তোকে মৃত্যুদন্ডে দন্ডিত করলাম। // valo boktobbo..tobe sadhinotar kachhe chaoa paoar kichhu nei. manusher choritro sadhinotake kolushito kore tulechhe...jaihok ALIF vai sesh uktiar juri nai...tai dilam..........
আবু ওয়াফা মোঃ মুফতি বেশ ভাল! শেষ অংশটা (আমি তোর ....... করলাম) ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সামগ্রিক হলে আরো বলিষ্ঠ হত মনে হয় |
জালাল উদ্দিন মুহম্মদ মোহাবিষ্ট পুরুষের কামনার বহ্নি শিখায় অগণিত নার্গিসের নিরুত্তাপ দেহের প্রজ্বলন। // অসাধারণ প্রতিবাদি ও সাহসী উচ্চারণ। ভীষণ ভাল লাগলো ।

২৪ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ৩৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪