হুতোম পেঁচার ডাকে ঘুম ভেঙ্গে গেলে সেদিন, ভয়ে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিলে, “সাকি আমাকে ছেড়ে যেওনা”
আমি দীর্ঘশ্বাস ছেড়ে, কবরের আঁধারকে কল্পনা করে বলেছিলাম , “একদিন তো যেতেই হবে , হয় তোমাকে একা করে আমি, না হয় আমাকে একা করে তুমি” ছেড়ে যাওয়া,কান্নার রঙে আকা কষ্টের সুনিপুন অনুবাদ।
হাত ধরে হাঁটা চৈতালি রোদে স্পর্শের ফাগুন এনে কানে কানে বলেছিলে" তুমি ছাড়া জীবন আমার আঁধার শ্রাবণ" জানিনা কতটা আঁধার হলে জীবনে আসে শ্রাবনের বৃষ্টি প্রলেপ। জানিনা জীবনে কতটা পাপের প্রায়শ্চিত্তে রঙধনু মুছে বর্ণহীন রাত্রি আনে। কতটা কষ্টের বারিধারা নির্মোহ আনন্দে হৃদয়ের গলিতে আঘাত হানে।
জীবনের চৌকাঠে দুঃখের ঢালি বয়ে চলে সময়ের চোরা স্রোতে, তাই বলে সুখ শায়রের প্রমত্ত প্রত্যাশায় থেমে থাকেনা জীবনের কোলাহল, অস্থির আঁধারে তবু, এক কাঠি জোনাক জ্বলে হতাশার বেলকনি জুড়ে।
আমি তো হারিয়েই গেছি,এক নদী পূর্ণতা দিয়ে গেলাম, কোন এক অবসরে এক রাত্রি আঁধার সরিয়ে নিও কষ্টের নিয়ন থেকে বেলীর সুভাষে। বন্ধুর পথে খরতার বৃষ্টি থেকে পরম প্রবাসে।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
পৃথিবীতে মানুষ যখন তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে তখন তার কাছে পৃথিবী আঁধার মনে হয়, কিন্তু তাই বলে জীবন থেমে থাকেনা।একরাশ স্মৃতি আর বংশ বাতি নিয়ে জীবন নদীর মতো বয়ে চলে সময়ের চোরা স্রোতে। আবার মৃত্যু পরবর্তী জীবনে কবরের অন্ধকার আর আযাবের কথা স্মরণ রেখেই আমাদের সেই গহীন অন্ধকারের আলো(আল কোরআন ও এর জ্ঞানের আলো) সংগ্রহ করতে সচেষ্ট হওয়া উচিত।কারণ এ আঁধার খুবই গহীন আর ভীতি জাগানিয়া।
২৪ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা:
৩৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।