দূর আকাশ, দূরের পথে তারার তিমিরে, হাজারো নক্ষত্রের নির্ঝর নিবিড়ে, যেখানে মেঘের পালকিতে চড়ে, বাতাসের হিল্লোলে, সুভাষিত বাতায়নে স্বপ্নের রঙ ছড়াই। যেখানে বিহঙ্গ সুখে সবুজের পাহাড় ডিঙাই । পাহাড়ী ঝর্ণার স্বচ্ছ জলের শুদ্ধতায়, সাগরের বুক ছুঁয়ে পাল তুলি দিগন্তে। আহা ! পাহাড় , নদী, বন বনানী আর সবুজে ঘেরা প্রকৃতির নিপুন সাঁজে সাঁজানো এ পৃথিবীর মায়া ছেড়ে অনিচ্ছার তোলপাড়ে ঝড় উঠে মনে বারবার।
হামাগুড়ির শিশুকাল থেকে বৃষ্টির জলে ভেজা শৈশব, অথবা যৌবনে মেঘবালিকার স্পর্শের মুগ্ধতায় , স্বপ্নের মহীরুহ চরাচর থেকে পরিণত বয়সের সুক্ষ্ণাতিসুক্ষ্ণ গাণিতিক বিবেচনায় উল্লাস আনন্দ আর স্মৃতি জোনাক জ্বলে পৌনঃপুনিক।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
পার্থিব জগতের মহ মায়ায় আমরা ভুলে যাই ভাল মন্দ ন্যায় নীতি ।সত্য কে ভুলে গিয়ে ছুটি অলিকের আশায় , স্বপ্ন বুনি অবাস্তব কিচুর। কিন্তু হায়, সময় ঘড়ি সেই জানায় কিন্তু সময় যে আর থাকে না হাতে। মুগ্ধ হলাম । ভাই ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
পৃথিবীটা পাহাড়, নদী ,সাগর , আর সবুজের সমারোহে অনেক সুন্দর, তাই আমরা এ পৃথিবী ছেড়ে যেতে চাইনা।
পার্থিব জগত রেল স্টেশনের মত , তবুও আমরা কাড়ি কাড়ি অর্থ আর সম্পদের পিছু পিছু ছুটি।
বেমালুম ভুলে যাই পরকালের কথা ,ভুলে যাই স্রষ্টাকে।এমনকি পার্থিব জগতটাকে সুন্দর করে সাঁজাতে গিয়ে এতটাই ব্যস্ত আর অন্ধ হয়ে যাই যে পরকালের পাথেয় আর যোগার করা হয় না।
আর এ কারণেই কবিতাটি বিষয় সামঞ্জস্যতা রাখে বলে আমার বিশ্বাস ।বাকীটা বিবেচনা করার ভার রইল আপনাদের উপর।
২৪ জানুয়ারী - ২০১২
গল্প/কবিতা:
৩৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।