ব্যর্থ লেখকের কড়চা

নতুন (এপ্রিল ২০১২)

সাইফুল করীম
  • ৩১
  • ৪০
ওদের মধ্যে শক্তিবান, ধীর-স্থির যারা
মুখে কিছু বলে না, পেশল বাহুর নিচে
সূর্য পোষে খুব নিরিবিলি ভাবে
(-কেউ দেখতে পায়না।)
কেউ দুর্বল, ভীরু-কাপুরুষ নিত্য
হানাহানি করে, উল্লাসে রক্ত দেখে হাসে
যেন মৃত্যুতেই অমোঘ প্রশান্তি আছে
(-সহজে দেখতে দেয় না)

খিস্তি-খেউড়ি প্রিয় কেউ- কাউকে ছেড়ে
কথা বলে না, সন্দেহবাজরা তো আছেই
দিনমান ঈশ্বরহীনতায় নিজস্ব মতবাদে মত্ত
(-কিছু করার থাকে না।)
একটু যারা চালাক- যাবতীয় উৎসবে যায়
চাপিয়ে ব্লেজার, আর সুবিধাবাদীরা ঐ তালেই
থাকে- ভোগের পুকুরে দিয়ে ডুব সকালেই পুত-পবিত্র
(-কিছু বলাও যায় না।)

কারো সৌন্দর্য ভালো লাগে খুব, চাঁদোয়ায়
নিমন্ত্রণ দেয় আফ্রোদিতিকে, কেউ স্রেফ অলীক
স্বপ্ন নিয়ে বাঁচে এক-অনন্য নীল ধ্রুবকের
(-ছোঁয় না, ছুলেই আগুন।)
চঞ্চল যারা হরিণকে নিয়ে সুযোগ পেলেই
যায় এন্টার্ক্টিকা, আমুদের দল- তুখোড় আড্ডাবাজ
খেলে তাস তুড়ি মেরে বলে সবই উচ্ছন্নে যাক
(-আমলে নেয় না, নিলেই বিপদ।)

হতাশাঅন্তপ্রাণ যারা বিথোভেনের পিয়ানোর কাছে
লীণ হয়ে গ্লাসে ঢালে মদ, রুগ্ন- নিরন্নজন
হাড়ের বদলে শুধু রুটি চায় এক টুকরা
(-কোন পথ্যেই সারে না।)
কর্তৃত্ববাদী কিছু আছে বেহেড নেকড়ের সাজে
খামচে ধরে গলা, বাস্তববাদীও আছে কেউ কেউ
টাকার জন্য হরহামেশা বদলায় নিজ চামড়া
(-কোনক্রমেই টলে না।)

ওরা শব্দ নাকি মানুষ লেখক বুঝতে পারেনা
পরে থাকে খাতা। ব্যর্থ পিতা যেন এক ডেডেলাস
শব্দকে আলোর কাছে নিয়ে যেতে পারে নি,
ফেলেছে মেরে স্বেচ্ছায় কোন কথা শোনে নি
বোঝে নি শব্দ সহজলভ্য কিন্তু মানুষ কঠিন তেমনি
বাসতে হয় ভালো ওদের ভুলে নিজ ধর্ম-শ্রেণী
দিতে হয় স্বীয় সন্তানের মত প্রগাঢ় মমতা
না হলে ছাইপাশ শুধুই- ব্যর্থ লেখকের কড়চা।





পাদটীকা। আফ্রোদিতি- গ্রীক পুরাণে বর্ণিত সৌন্দর্যের দেবী, ডেডেলাস- গ্রীক পুরাণে বর্ণিত এক শিল্পী যিনি তার ছেলের জন্য একটি পাখা তৈরি করেন আর তাকে বলেন সূর্যের বেশি কাছে না যেতে। কিন্তু তাঁর ছেলে ইকারুস সেই মোম দ্বারা তৈরিকৃত পাখা পেয়ে আনন্দে উদ্বেল হয়ে সূর্যের কাছে যেয়ে পাখা সমেত নিচে পরে অকালে মরে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিলাঞ্জনা নীল চমৎকার লিখছেন।
অনেক ধন্যবাদ।
বিষণ্ন সুমন অনেক পরিশ্রমী সৃষ্টি । কালে সাহিত্য প্রতিভায় একজন কেউকেটা হবার সম্ভাবনা রয়েছে । শুভকামনা রইলো ।
অনেক ধন্যবাদ ভাই। কেউকেটা নয়......আপ্নাদের হৃদয়ে টেরাকোটা হয়ে থাকতে চাই......লেখা দ্বারা......ভাল থাকুন।
এস কে পরশ ব্যতিক্রমধর্মী কবিতা ভালোলাগার মত..........শুভেচ্ছা কবিতার জন্য
ভালো লাগছে নাকি হুদাই কইলেন?......হা হা হা......ধন্যবাদ।
পন্ডিত মাহী শুধু বলবো ... সুন্দর, সুন্দর...
ওক......ওকে......ধন্যবাদ।
মাহমুদুল হাসান ফেরদৌস কবিতার ব্যাপারে কি বলব তা নিয়ে চিন্তিত আছি।
চিন্তা কইর‍্যা বইলেন এক সময়.........ধন্যবাদ।
ছালেক আহমদ শায়েস্থা ধনাবাদ সালেহ ভাই
Abu Umar Saifullah অনেক অনেক ভালো লাগলো
অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম সাইমুম প্রকারান্তরে ওয়ান থার্ড মিতা!
সূর্য কবিতা ভাল লাগলো খুব। বিশ্লেষণ হয়তো অনেকেই করে ফেলেছেন, করতে চাওয়া আর করার পরের তফাৎটুকু বেশ বাজলো।
অনেক ধন্যবাদ সূর্য ভাই।করতে চাওয়া আর করার পরের তফাৎটুকু বেশ বাজলো।--মানে বুঝলাম না, স্পষ্ট করে বলবেন কি? ধন্যবাদ।
আশিক বিন রহিম comotkar-comotkar. donnobad kobi
অনেক ধন্যবাদ আশিক বিন রহিম।
রোমেনা আলম খুব ভাল লাগল কবিতা।
অনেক ধন্যবাদ রোমেনা আলম। পিচ্চিটা কে বললেন না ত......

২১ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪