অতঃপর প্রতিদিন বাসর

নতুন (এপ্রিল ২০১২)

জালাল উদ্দিন মুহম্মদ
  • ৬১
  • ২৬
অতঃপর দেখি তোমার মুখ
বার বার দেখি তোমার মুখ
প্রতিবার নতুন - ঐ মুখে সবুজের মায়া, নীলের ছায়া
আর আকুল করা পাগল-পারা ঝলসানো লালের হাতছানি-
চির-নতুন, চির-অমর কাব্যগাথা
শীতের সকালে কাঁচা-হলুদ গন্ধ-মাখা রোদের ঝিলিক
নতুন কুঁড়ি ডানা মেলে বিহঙ্গ-বিলাস
কেঁপে উঠে দখিনা বায়- স্বাগতম হে নবীন ।

ছাপ্পান্ন হাজারের ছোট্ট আদল, গগন, পাহাড়, নীলজল
মায়া-কারা দিগন্ত সবুজ- হাসি রাশি রাশি-
প্রতিদিন সূর্য উঠে, ফুটে ফুল, বুনি নতুন আশার বীজ
লোভ-মোহ-হিংসা-দ্বেষ কেটে যাবে - কেটে যাবে অমানিশা
ভোরের জানালায় উঁকি দেবে নব আলো
বাবুই বুনবে বাসা, বাজবে বাউলের সুর –
চেয়ে দেখ ঐ আসছে তরুণ- হাতে পত পত লাল-সবুজ
রাস্তার নেড়ি কুকুর, বুড়ো শালিক, বর্ণচোরা শেয়াল
দৌড়াচ্ছে, সামনে মৃত্যুকূপ - পালাবার পথ নেই ।
অতঃপর চিল,শকুন,রক্তচোষা, উকুন
পিষ্ট হবে নতুনের পদচাপে-
হাসবে আঁখি, গাইবে পাখি আর
জোনাক মিটিমিটি জ্বালবে বাতি
শিশুর লুকুচুরি মায়ের প্রজাপতি আঁচল
চিরনতুন স্বপ্নবোনা স্নিগ্ধ আতুর ।

মেহেদির রঙে একটি নতুন ছবি, দিগন্তজোড়া ফসলের মাঠ
চলছে কবির তুলি, কৃষকের হাতঃ ছিঁড়বে শেকড় আগাছার-
ঐ দেখ হাতুড়ি, শাবল, কাস্তের মিছিল
মৃত্যুঞ্জয়ী শ্লোগান আকাশে , বাতাসে –
অতঃপর দেখি মাটির সোঁদা গন্ধময়
লাল টুকটুক বধূর মুখ
মুক্ত আকাশে ঘন নিঃশ্বাসে
প্রতিদিন প্রতিক্ষণ নতুন বাসর
সকল হৃদয়মাঝে নব জীবনের আসর ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়সাল বারী বেশ ভাল লাগল।
হেলেন অতঃপর দেখি মাটির সোঁদা গন্ধময় লাল টুকটুক বধূর মুখ মুক্ত আকাশে ঘন নিঃশ্বাসে প্রতিদিন প্রতিক্ষণ নতুন বাসর -- সুন্দর উপমায় দেশপ্রেমে চিরনতুন স্বপ্নবোনার চমৎকার কবিতা।
জালাল উদ্দিন মুহম্মদ এত যে আশা, এত যে ভালবাসা, হৃদয় ভরে যায় নীরবে নিভৃতে । বাকিটুকু বাকী থাক ধরণীতলে । ধন্যবাদ ও শুভকামনা ভাই নিরব নিশাচর।
নীলকণ্ঠ অরণি darun
Neelkontho Aurony আপুমনিকে a lot thanks এবং শুভকামনা অশেষ ।
মোঃ আক্তারুজ্জামান খুব সুন্দর! দেশ, দেশ প্রেমের সুন্দর আবেগী কাব্য|
ধন্যবাদ ও শুভকামনা মোঃ আক্তারুজ্জামান ভাই। নতুনেরা গড়ুক সুন্দর আগামী।
সূর্য সুন্দর কবিতা, উপমার আচ্ছাদনে পুরো দেশচিত্র। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
ভাই সূর্য , আপনার কথায় অনেক উতসাহিত হলাম । অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো।
শাহ আকরাম রিয়াদ সকল হৃদয়মাঝে নব জীবনের আসর ।///। মূল্যায়ন করা যোগ্যতা এখনও আমার হয়নি। তাই সবাইকে ছোট করে বলি ভাল লাগল। শুভকামনা রইল।
হৃদয়ের মূল্যায়নই যথেষ্ঠ। খুব খুশী হয়েছি ভাই শাহ আকরাম রিয়াদ। শুভকামনা সতত।
এস কে পরশ লাল টুকটুক বধূর মুখ......মুক্ত আকাশে ঘন নিঃশ্বাসে........প্রতিদিন প্রতিক্ষণ নতুন বাসর.....সকল হৃদয়মাঝে নব জীবনের আসর ।পুরো কবিতাই যেন আর দেশকে নিয়ে। আমি যেন এই কবিতার ভালোবাসায় জড়িয়ে গেলাম
সকল হৃদয়মাঝে নব জীবনের সুর, লয়, ছন্দ ফিরে আসুক।প্রতিদিন, প্রতিমুহূর্ত ভরে উঠুক আনন্দে প্রতিটি জীবন।ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই এস কে পরেশ। ভাল থাকুন সব সময়।
পাঁচ হাজার ছোট্ট একটা কবিতায় ৫৬হাজার বর্গমাইল যেন কথা কয়। ভাল লাগা রইল।
ধন্যবাদ ভাই পাঁচ হাজার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
বিষণ্ন সুমন অনেক উপমার ভিড়ে গতিশীলতা কিছুটা বাধাগ্রস্থ । তবে বোধটা দিবালোকের মতোই পরিস্কার । চাইলে এটা আপনি আরো সংকীর্ণ পরিসরে জুড়ে দিতে পারতেন । তাতে কাব্যরস আরো ঘন হতে পারত । অনেক ধন্যবাদ ।
একই কবিতায় একজনের কাছে বোধ প্রচ্ছন্ন, আবার অন্যজনের কাছে বোধ ঝলমলে পরিস্কার। কবিতা আসলে এমনি - একেক জন একেকভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে রস আস্বাদন করে। আর গতির প্রশ্নে বলতে চাই, অশ্বের গতি এবং কবিতার গতি এক নয়। আধুনিক কবিতার প্রতিটা ছত্রই পাঠককে ভাবনার ক্লো দেবে। বার বার পড়ার উন্মাদনা দেবে। অর্থাৎ গতিকে দৌড়ের সাথে গুলিয়ে ফেলা যাবে না। ধন্যবাদ ও ঐকান্তিক শুভকামনা রইলো।

১৬ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী