ওরে বঙ্গ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

আসাদুল হক
  • ২২
  • 0
  • ৫০
ওরে বঙ্গ !
তব উদ্দীপ্ত সাঙ্গপাঙ্গ
বিদূরিতে তাঁবেদারি উপাঙ্গ
বিদ্রূপ ব্যাঙ্গ
সংকট সুরঙ্গ
বেনিয়া বিদ্বেষী প্রাচীর করিল ভঙ্গ ।
উড়িল ধ্বজা - হল রণ সাঙ্গ
উদিল ভাস্কর নাচিল দীর্ঘ কর্ণ , অশ্ব , মাতঙ্গ
স্বাধীন , স্বাধীন মোরা স্বাধীন কত অন্তরঙ্গ ।
আজ কেন হায় ! জ্বলে হা- হা - কার , পুড়ে পতঙ্গ
উড়ে ঊর্ধ্বাকাশে শট বিহঙ্গ
ঝলসিছে বঙ্গ অঙ্গ
ঘুরে ভূষণহীন কত উলঙ্গ
গর্জিছে নির্মম ক্ষেপা ভুজঙ্গ
অন্তরে অন্তরে চাপা জঙ্গ
উত্তাল পারাবার বিভীষণ তরঙ্গ ।
অধিকার বিকলাঙ্গ
যেন কেউ কৃষ্ণাঙ্গ
কেউ শ্বেতাঙ্গ
আবার কেউ গাহিছে উচ্চাঙ্গ
চলিতেছে মোসাহেবির প্রণিপাত পেতে ষষ্ঠাঙ্গ
নেতা নেতা করে গড়ে উঁচু মাচাঙ্গ ।
ঘুণের কবলে ঝাঁঝরা , নির্বাক চতুরঙ্গ
ডবশাল কলেবর অবশ ষড়ঙ্গ
শীতল শিখা খেলার পিঙ্গ
হাল তোলা তরী মাঝিরা বিভঙ্গ
মদমত্ত আলয়ে বেফাঁস রঙ্গ
তস্কর , মৎসর লাগিয়েছে চঙ্গ
করিতে লোপাট রক্তে গড়া শৃঙ্গ
কোথায় বীর বীর বীরাঙ্গনা ? কোথায় স্বাধীনতার সমাসঙ্গ ?
আধমরাদের জাগিয়ে তোল- হে মোর বঙ্গ ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিলাঞ্জনা নীল আমি প্রিত হলাম পেয়ে এই পদ্যের সঙ্গ........:)
সূর্য ভাল লিখেছেন।
প্রজাপতি মন :) সুন্দর কবিতা।
মোঃ আক্তারুজ্জামান সত্যি তো কবিতায় যেন মধুসুদন দর্শন করে ফেললাম| খুব ভালো লাগলো| অনেক অনেক শুভ কামনা, সবসময় অনেক অনেক ভালো থাকুন|
আশা অর্থগুলো তেমন একটা আবিস্কার করতে পারিনি। তবে প্রতিবাদি বক্তব্যের কিছুটা সুর যেন বেজে উঠেছে কবিতার পরতে পরতে। খুব ভালো লাগল। শুভকামনা আপনাকে।
faisal চমত্কার "ঙ্গ" সমাচার পড়লাম
Jontitu বেশ খুব ভালো একটি কবিতা। এখানে প্রথম কবিতা হলেও প্রকৃত কবির কাছ থেকেই এমন কবিতা হয়।
M.A.HALIM বাহ! চমৎকার, অতি চমৎকার। শুভ কামনা রইলো।
আহমেদ সাবের একই অন্ত্যমিলে কবিতা আমার তেমন চোখে পড়েনি। কবিতায় চাপা বিদ্রূপ আছে আর প্রচুর অপ্রচলিত শব্দের ব্যাবহার। তবে শব্দ মৃদঙ্গ, তোলে কর্ণকুহরে সুর-তরঙ্গ।
sakil বেশ ভালো এবং অসাধারণ . অনেক শুভকামনা রইল

২১ নভেম্বর - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪