প্যাঁচাল ২৬

কৈশোর (মার্চ ২০১৪)

সামাউন বিন আজিজ
  • ১০
  • ৭৬
ডাকাতের হোমস পেতে
শার্লক খাটছে
তা দেখে এমনেও
ফেলুদাটা হাঁটছে
হেঁটে হেঁটে পৌছায়
প্রাইভেট ব্যাচেতে
যেখানে সে অসহায়
কেমিস্ট্রি প্যাঁচেতে
তবে এখানেই সে পেল
এক নব সন্ধান
ভূতের বাড়িতে নাকি
আজ হবে অভিযান
শিশু একাডেমীটার
একদম পাশেতে
এক পুরনো ভবন ভরা
ঝোপ আর ঘাসেতে
তাতে প্রতিদিন সন্ধ্যায়
জানুয়ারী মাসেতে
ভূতেরা আড্ডা দেয়
খুকখুক কাশেতে
সে কাশির শব্দে
রক্তও হিম হয়
হাসের বাড়িতে
মুরগীর ডিম হয়
সে ডিম খেয়ে
আমি উঠি স্কুল গাড়িতে
মন যেন আটকানো
ঐ ভূত বাড়িতে
আজ সে বাড়িতেই
বন্ধুরা ঢুকবে
এমন ঝুঁকির পথে
আর কারা ঝুঁকবে
তাই সেদিনের সন্ধ্যায়
আমারও হাজিরা
গিয়ে দেখি ঠিকঠাক
এসে গেছে পাজিরা
পাজিরা বলছি তবু
ভীতু ওরা কম নয়
এক বন্ধুর ঘোষণা
জোরে জোরে দম নয়
ধীরে তাই দম নিয়ে
হাতে এক মোম নিয়ে
আমি ঠায় দাড়িয়ে
ভাবি ঘুটঘুটে আঁধারে
দরজার ওপারে
যাব বুঝি হারিয়ে
হঠাৎ শব্দে এক
উঠি আমি চমকে
চুপ চুপ চুপ বলে
উঠলাম ধমকে
এরপর এ ছড়াকার
নিলো মহা ঝুঁকিটা
মোমখানা বাড়িয়ে
মাথা দিল উঁকিটা
উঁকি দিয়ে বুঝলাম
যাকে মনে খুঁজলাম
সে বসে চেয়ারে
তার চার বাচ্চাও
সাথে শুয়ে শেয়ারে
সে বেড়াল ছাড়াও
আছে শত তাস ছড়ানো
মদের বোতল আর
সিগারেট পোড়ান
তাই ভূত টুত কিছু নয়
তৎপর অনুমান
পিছনে আমার যত
বন্ধুরা হনুমান
মন থেকে উবে গেল
ভয় ডর শঙ্কা
সাক্ষাৎ রাম যেন
সামনেই লঙ্কা
তাই ঢুকি আরও ভিতরে
মন ময় সৌরভ
কিশোর বয়সে সেটা
ছিল মহা গৌরব
[ঘটনা ৮০ ভাগ সত্য, পাবনা শহরে এখনও ভবনটি আছে। কবি মিনতি গোস্বামী কে গল্প কবিতায় স্বাগতম।]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
neamulnahid ভালো উপস্থাপনা।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বেশ মজা পেলাম , চমৎকার উপস্থাপন ।
মিলন বনিক সত্যিই ভয় করছিল....খুব ভালো লেগেছে....
asha akter ভালো লাগলো
ছন্দদীপ বেরা কিশোর বয়সে সেটা ছিল মহা গৌরব sundar
ওয়াহিদ মামুন লাভলু কৈশোরের গল্প প্রকাশ করেছেন কবিতায়। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন। আমার পাবনা শহরের অনেক স্মৃতি আছে। শ্রদ্ধা জানবেন।
সাদিয়া সুলতানা কবিতায় গল্প ...বাহ
সাখাওয়াৎ আলম চৌধুরী খুবই দারুণ লেগেছে। চমৎকার হেয়েছ
রোদের ছায়া অনেক সুন্দর এবং গোছানো । বোঝাই যাচ্ছিলো ঘটনাটি কিছুটা হলেও সত্যি । শেষে দেখলাম সেটা উল্লেখ করেছেন ।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

২৫ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫