বাস্তব সোনা

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

খন্দকার আনিসুর রহমান জ্যোতি
  • ২৭
  • ৩৮
আমার মনে আঁখিতে আমি স্বপ্ন দেখেছি বহু বার,
শুধু গ্রামীন ক্ষেত খামার, তাতে সবুজের আলপনা-
-আঁকা বাঁকা পথের ধারে ছোট্ট কুঁড়ে ঘর।
ঘরের চালে শত শত লাউ কুমড়ার জ্বালী,
অথবা পার্শেই কোন ছোট্ট গাছে দুলছে ঝিঙে ফুল
কিম্বা লকলকতে ডগা গুনো দুরন্ত উচ্ছ্বাসে,
কাঁপছে দক্ষিণা বাতাসে সাপের জিহ্বার মতো,
একি স্বপ্ন সবি?.... না।
আমি দেখছি আরও চলতে পথের ধারে
বন বাদরে বিচিত্র রূপিণী,
ছোট ছোট ফুলের নাম না জানা কাহিনী,
ঘাস ফুলের গন্ধ আর বৈচিত্র্য গাঁথা মালা।
আমি পেয়েছি খুঁজে ছাতিম গাছের নীচে,
ঠাণ্ডা সুখাসন, দু ধারে কাঁশ বন,
নদীর আপন খেয়ালে চলেছে ছুটে,
সারি সারি সরিষার ভুঁই তাতে, হলুদে মাখামাখি।
আমি দেখি আরও দেখি,
নীল সবুজ প্রান্তরে অথবা
কুয়াশা ঢাকা ভোরে বিন্দু বিন্দু শিশির কণা,
নবারুণের নাবিনালোকে দামী অলংকারের মতো,
লেপ্টে রয়েছে সবুজের বুক-মাথা-পা,
আমি দেখি আধা পাঁকা ধানের শীষে,
কৃষকের চোখে ভাসে সোনালী আশার স্বপ্ন,
তাতে নতুন অস্বাদে বসে নবান্নের মেলা।
আমার গাঁয়ে প্রতিটি ঘরে ঘরে,
সাঁঝের বেলা ঘুম পাড়িয়ে যায় সুখের দমকা হাওয়া।
ক্রান্ত কৃষক স্বপ্ন দেখে রাতে,
সকালে সবুজের ঢেউয়ে যায় সুখের দমকা হাওয়া।
ক্লান্ত কৃষক স্বপ্ন দেখে রাতে,
সকালে সবুজের ঢেউয়ের তালে তালে,
আবার গা ভাসায় ক্লান্তির পথে,
একি স্বপ্ন সবি? ..... না।
এ আমার গাঁয়ের আঁকা ছবি, “বাস্তব সোনা।”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rasel Vai aro valo korte hobe................//////
ম্যারিনা নাসরিন সীমা আপনার কবিতার প্রতি ভাঁজে ভাঁজে গ্রামবাংলার সৌন্দর্য ফুটে উঠেছে । খুব ভাল লাগলো ।
রোদের ছায়া এ কি সপ্ন সবই?? কথাটা বোধ হয় এরকম হতো/ .যাই হোক কবিতা পরে ভালো লাগলো/
সৌরভ শুভ (কৌশিক ) বাস্তব সোনা ,লিখেছেন মন্দ না /
মোঃ আক্তারুজ্জামান এ আমার গাঁয়ের আঁকা ছবি- সুন্দর ছবি এঁকেছেন। অনেক অনেক শুভ কামনা।
মামুন আবদুল্লাহ আপনার কবিতার ভাষা, অলঙ্কার, উপমা সবকিছুতেই রয়েছে জীবনমুখী আবেগ, শুভকামনা রইল।
sakil বেশ সুন্দর কবিতা . ভালো হয়েছে .
মিজানুর রহমান রানা কৃষকের চোখে ভাসে সোনালী আশার স্বপ্ন, তাতে নতুন অস্বাদে বসে নবান্নের মেলা। আমার গাঁয়ে প্রতিটি ঘরে ঘরে, সাঁঝের বেলা ঘুম পাড়িয়ে যায় সুখের দমকা হাওয়া।-------chomotkar
Azaha Sultan দাদা, অসম্ভব সুন্দর আপনার `বাস্তব সোনা'। আপনি তো খাঁটি রূপটাই দেখেছেন মনের আঁখিতে......
খন্দকার আনিসুর রহমান জ্যোতি খন্দকার নাহিদ হোসেন `আমার গল্প কবিতা` আমার প্রোফাইলে নাই কেন? প্রশ্ন করেছেন, আমিও যথারিতি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোন ..... দেখা যাক কি হয়। হয়তো নতুন সদস্য বলেই ..... আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

১০ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৫২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪