লেখকের তথ্য

Photo
জন্মদিন: ২ সেপ্টেম্বর ২০১৯
গল্প/কবিতা: ৫২টি

সমন্বিত স্কোর

৩.০১

বিচারক স্কোরঃ ১.৮৭ / ৭.০
পাঠক স্কোরঃ ১.১৪ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের কোন সম্পাদনা ছাড়াই অথবা উপেক্ষণীয় সম্পাদনা সহকারে প্রকাশিত এবং কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী নয়।

keyboard_arrow_leftকবিতা - অন্ধত্ব (মার্চ ২০১৮)

অন্ধত্ব
অন্ধত্ব

সংখ্যা

মোট ভোট ১৯ প্রাপ্ত পয়েন্ট ৩.০১

খন্দকার আনিসুর রহমান জ্যোতি

comment ৮  favorite ০  import_contacts ৭৫৯
কবির মনে কাব্য ছিলো
পাখির ছিলো গান
চাঁদের গায়ে ঝলক শাড়ী
জোছনা অফুরাণ
যৌবন ছিলো মধুর বিধুর
রঙিন ছিলো আশা
অন্ধ মনের কোণে ছিলো
একটু ভালোবাসা।

আমার একটা নদী ছিলো
কাজল কালো ঢেউ
সেই নদীতে নাউ বাইতে
পায়না সাহস কেউ।
উজান তলী গায়ের বাঁকে
হাটের সওদা নিয়ে
সাঁঝ বেলা আসতাম ফিরে
ভাটির গান গেয়ে।
কলসি কাঁখে নদীর বাঁকে
রূপের বাদাম তুলে
মুচকী হেসে কইতো কথা
ভয় সঙ্কোচ ভুলে।
গানের ভাষায় বলেছিলাম
হৃদয় নদীর কাছে
উঠবে আমার নায়ে এসো
জায়গা খালি আছে।
ভরা নদীর দু’ কুল জুড়ে
ঢেউ উপচে পড়ে
নায়ে তুলে আনলাম তারে
জীবন সাথি কোরে।

উড়কি ধানে মুড়কি আর
বিন্নি ধানের খৈ
পান সুপারী দোক্তা হাতে
ফিরতাম ঘরে ঐ।
যেই ঘরেতে থাকতো বসে
কন্যা কাজল কালো
নদীর মতো মন ছিলো তার
ছিলোনা চোখে আলো।

জীবন নদীর হাজার বাঁকে
ছিলোনা আক্রশ
আয়ত দুই চোখের ছিলো
আজন্ম দোষ।
প্রেমের আলো জ্বেলে কন্যা
থাকতো পথ চেয়ে
আমার চোখে দেখতো ভূবন
জন্মান্ধ সেই মেয়ে।

advertisement

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
 • মোঃ নুরেআলম সিদ্দিকী
  মোঃ নুরেআলম সিদ্দিকী ও রে, চমৎকার সব ছন্দ কবিতার উপমা। খুব হাসালেন কিন্তু দাদা ভাই....কবিতা আমার কাছে অসাধারণ লেগেছে। আর এমন ছন্দ কবিতা সবার কাছেই ভালো লাগবে, আমি আবারও পড়ার আকাঙ্খা রেখে গেলাম। শুভকামনা....
  প্রত্যুত্তর . thumb_up . ১ মার্চ, ২০১৮
 • মোঃ মোখলেছুর রহমান
  মোঃ মোখলেছুর রহমান ছন্দে ছন্দে শেষ লাইনে এসে হটাৎ করুন সুর বেজে উঠল,কবির প্রতি রইল অনেক অনেক শুভকামনা।
  প্রত্যুত্তর . thumb_up . ৪ মার্চ, ২০১৮
 • জাহেদুল আলম জাহেদ
  জাহেদুল আলম জাহেদ বেশ সুন্দর কবিতা
  প্রত্যুত্তর . thumb_up . ৪ মার্চ, ২০১৮
 • ওয়াহিদ মামুন লাভলু
  ওয়াহিদ মামুন লাভলু কাজল কালো যে কন্যার মনটা নদীর মত উদার সেই কন্যার চোখে আলো না থাকাটা অত্যন্ত বেদনার। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য সীমাহীন শুভকামনা রইলো।
  প্রত্যুত্তর . thumb_up . ৬ মার্চ, ২০১৮
 • মামুনুর রশীদ ভূঁইয়া
  মামুনুর রশীদ ভূঁইয়া উড়কী ধানের মুড়কি, বিন্নি ধানের খৈ, দোক্তা, কাজল বরণ কন্যা.... মনের ভেতরে সেই পল্লী প্রকৃতির নদী ও নারীকে মনে করিয়ে দিলেন প্রিয় কবি। বেশী কিছু বলবনা শ্রদ্ধেয় কবি। শুধু বলব-ভালো লাগা, পছন্দ, সর্বোচ্চ সম্মাননা আর শুভকামনা রইল আপনার জন্য। সময় পেলে আসবেন আমার ...  আরও দেখুন
  প্রত্যুত্তর . thumb_up . ৬ মার্চ, ২০১৮
 • নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
  নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) ছন্দে ছন্দে অনেক চমৎকার কবিতা খানি বেশ ভাল লাগলো।কন্যার জন্য মন খারাপ লাগছে
  প্রত্যুত্তর . thumb_up . ৭ মার্চ, ২০১৮
 • সাদিক ইসলাম
  সাদিক ইসলাম সুন্দর ছড়া। ভালো সমাপ্তি। একজন আরেক জনের চোখে দেখছে। কবিতায় আমন্ত্রণ ভাই।
  প্রত্যুত্তর . thumb_up . ৯ মার্চ, ২০১৮
 • সালসাবিলা নকি
  সালসাবিলা নকি চমৎকার কবিতাটি! আমার খুব ভালো লেগেছে।
  প্রত্যুত্তর . thumb_up . ৯ মার্চ, ২০১৮

advertisement