পার্শ্ব চিত্র

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

সিপাহী রেজা
  • ১৫
  • ৮২
আমি এই পাড়ারই ছেলে। মোড়ের বড় দোকানটার মালিক আমাকে চিনেন। গলি দিয়ে বের হয়ে হাতের বামে চা-পান-সিগারেট বিক্রি করে যে চাচা উনিও আমাকে চেনেন। আরও একটু সামনে একটা মুচি সন্ধ্যায় কুপ্পি জ্বালিয়ে বসেন উনি চেনেন। একটা ছেলে বেশ কিছুদিন হোল সেদ্ধ ডিম বিক্রি করছে সেই ছেলেটাও আমাকে চেনে। আমাদের আলী পাগলা গত বছরের শেষের দিকে মারা গেলো ওর পোষা 'জ্যাক্সন' নামের কুকুরটা আমাকে চিনে। একটা অন্ধ চাচা রোজ সন্ধ্যায় বড় রাস্তার ধার ঘেঁষে ভিক্ষা করেন উনিও আমাকে চেনেন। একটা ঝালমুড়িওয়ালা আসতো এই পাড়ায় এখন আর দেখি না একসময় সেও আমাকে চিনত।

এ পাড়ার নতুন পুরাতন সবগুলো পোস্টার আমাকে চিনে। বোকা তারখাম্বা, ল্যাম্পপোস্ট তারাও চিনেন। একটা ময়লা ফেলার খোলা ডাস্টবিন আমাকে চিনে। "এখানে প্রস্রাব করা নিষেধ" এই লেখাটা আমাকে চিনে। রাস্তার পাশে শিহাব ভাইদের যে বিল্ডিঙের দেয়ালে রিক্সার ঘষায় একটা সমান্তরাল ক্ষত তৈরি হইছে সেই দেয়ালটা আমাকে চিনে। গত ঘুড়ি উড়ানোর মৌসুমে একটা ঘুড়ি মিলি আপুদের নারিকেল গাছে আটকে গেছিল সেই ঘুরিটার কাগজ ছিঁড়ে এখন যে কাঠীগুলো হাড্ডির মত বের হয়ে আছে সেগুলোও আমাকে চিনে। মাঝে মধ্যে বাতাস এসে ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো যখন পাশের বাড়ির কার্নিশ অথবা কারেন্টের তারে আটকে যেত তখনও ওরা আমাকে চিনত।

গফুর মঞ্জিলের তিন তলার বারান্দায় মাঝে মাঝে বিকেলের দিকে একটা অফ-হোয়াইট কালারের ব্রা ঝুলে থাকে সেটা আমাকে চিনে। তরুদের মেইন গেটের কলিংবেল, লামিয়াদের ফুলের টব, ছাদে রোদে দেওয়া রিনা ভাবির আচারের বয়েম এরাও আমাকে চিনে। ছাদের উপর থেকে দেখা শেফাদের বিশাল বারান্দা আমাকে চিনে। এ পাড়ার বালুর মাঠ, তরুন সংঘ ক্লাব, জুম্মাবারের মসজিদ, শবে-বরাতের শিরনি, ভোরবেলায় মাঠাওয়ালার ডাক, দুপুরবেলায় খোলা ভাঙ্গারি দোকানটাও আমাকে চিনে। এতো এতো পরিচিত মুখের সামনে কি আর খারাপ হওয়া যায়? নষ্ট হওয়া যায়? আমি না এই পাড়ার ছেলে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবিদ আজাদ খান অসাধারণ......
আশা লেখাটার অনেক গভীরে যেতে যেতে চোখের জল কেন টলমল করল তা কেবল লেখকই বুঝবেন। খুব ভালো লেগেছে ভাইজান।
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
ধন্যবাদ আশা ভাই
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
তানি হক অনেক অনেক ভালো লাগলো ভাইয়া ! :) আপনাকে নিয়মিত পেলে সুখী হতাম :) ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
আপনাকেও ধন্যবাদ।
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
সুমন পুলিশের হাতে ধরা পড়লে নাকি এভাবে বলে কেউ কেউ। আবার কারো ভুল ভাঙ্গাতেও অভিমানে বলে কেউ... আসলে কোনটা লেখকই ঠিক জানেন। ভাল লাগল।
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৩
আমি আশাবাদী! সংশয়, দোমনা ভালো লাগবে কেন আমার?! ধন্যবাদ
ভালো লাগেনি ২৮ ডিসেম্বর, ২০১৩
সাইফুল ইসলাম দেশপ্রেমকে আপনি ভিন্ন আঙ্গিকে তুলে ধরেসেন। ভাল লাগল আর শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ২৫ ডিসেম্বর, ২০১৩
শুভেচ্ছা আপনাকেও
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৩
মোঃ মহিউদ্দীন সান্‌তু এতো এতো পরিচিত মুখের সামনে কি আর খারাপ হওয়া যায়? নষ্ট হওয়া যায়? আমি না এই পাড়ার ছেলে! দারুন বলেছেন, , ,
ভালো লাগেনি ২৩ ডিসেম্বর, ২০১৩
দারুন ভাবে ধন্যবাদ
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৩
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ষ্টাইলের একটি লেখা ।।
মাহমুদুল হাসান ফেরদৌস চমৎকার লিখেছেন। এতো এতো পরিচিত মুখের সামনে কি আর খারাপ হওয়া যায়?
সূর্য গল্প বিভাগে সিপাহী রেজাকে পাব ভাবি নি। পার্শ্বচিত্রের আবহটাই এমন একে ভালো মন্দ দুদিকেই চিন্তা করা যায়। অনেকটা আপেক্ষিকতার মতো। তো আগামীতে নিয়মিত এ বিভাগে পাচ্ছিতো!
আগামীর কথা তো ভাই বলতে পারবো না। দেখা যাক কি হয়! আর ধন্যবাদ
ভালো লাগেনি ২৭ ডিসেম্বর, ২০১৩
কবি এবং হিমু কবিতায় খুঁজে খুঁজে হয়রান।কবি দেখি গল্পে মুখ লুকিয়েছে।
কবিতায়ও ছিলাম, সেটা বাতিল বলে ঘোষণা হয়েছে...

২২ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪