চিরকুটঃ ৪২

নতুন (এপ্রিল ২০১২)

সিপাহী রেজা
  • ২৬
  • ৭৪
ছাঁদে দড়ির উপর ঝুলছে গাঢ় হলুদরঙ্গা শাড়ী; হঠাৎ থেমে থেমে আসা বাতাসে মৃদু দুলছে আধা-শুকনা হালকা পাড়ের আঁচল, সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে কেমন জানি খাঁ খাঁ করে শূন্যতায়! কার্নিশে কয়েকটা চড়ুইয়ের দাপাদাপি, তাদের কিচিরমিচির গুলো কোথায় যেন মিলিয়ে যাচ্ছে..... আর পাশের ফাঁকা গলির উপর বিল্ডিংএর ছাঁয়া আস্তে আস্তে বাড়ছে, সে ছায়া বাড়তে বাড়তে একসময় প্রতিদিনের মত জড়িয়ে ধরবে পাশের বিল্ডিংকে, তারপর পরিচিত স্পর্শে বিকেল নামবে তার প্রতিটি করিডরে।

এমন একটি দৃশ্য, তৃষ্ণা নিয়ে জেগে থাকে বহু যুবকের ‘দুপুরবেলার পাঁজরে! জেগে থাকে একটি মায়াময় শুন্য বিকেল, পরিপূর্ণ ছাঁয়ার লোভে! নতুন করে প্রতিদিনের মত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওমর ফারুক পারবেন কোন এক সময়। চেষ্টা চালিয়ে যান।
ভালো লাগেনি ২২ ডিসেম্বর, ২০১২
কি পারার কথা বলছেন? বুঝলাম না!!!
ভালো লাগেনি ২২ ডিসেম্বর, ২০১২
মো: আশরাফুল ইসলাম ধন্যবাদ. পড়ে ভালো লাগলো
ঝরা কবিতার আবৃতি কেমন হবে?
সূর্য ভাল লাগা রইল।
বশির আহমেদ চমৎকার এক দৃশ্য কাব্য একেছেন দাদা । কবিতাটি পড়ে বেশ আবেশে সিক্ত হলাম ।
মিলন বনিক শেষের কথাগুলো উপরের পুরো প্যারাটাকে এক অনাবিল সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে..ভালো লাগলো...
ধন্যবাদ আপনাকে...
খন্দকার নাহিদ হোসেন "সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে কেমন জানি খাঁ খাঁ করে শূন্যতায়!" লাইনটা আর একটু গোছান হোক। আমি যদি বলি-"আমি ও চোখের দিকে থাকি!" তবে পাঠক কিন্তু "তাকিয়ে" শব্দটা খুঁজে নেবে না। আমরা পাঠকেরা হয়তো বোধ খুঁজে নেবো, উপলব্ধি খুঁজে নেবো, না বলা কথাও...... সেই সাথে হয়তো ইশারাও কিন্তু কবিকে অবশ্যই লাইন ঠিক করেই লিখতে হবে। আর শেষ লাইনটা জানি বিষয়ের জন্যই আনা তবু সেটা না থাকলেই বেশ হতো। আর এমন কবিতা সরাসরি পছন্দে ও কবির জন্য সেরাটাই রইলো।
আপনি ভুল করছেন এটা কোন কবিতা নয়, যে লাইন মেপে ঠিক করার প্রস্ন আসে ! এটা একটা মুহূর্তের অসম প্রতিফলন! যার প্রতিফলন পৃষ্ঠ হচ্ছে আমার মস্তিষ্ক। সুতরাং প্রতিফলনটা আমার মস্তিষ্কের পৃষ্ঠতল বিবেচনা করেই ঘটবে... আর... নাহ্‌ কিছু না; আপনাকে ধন্যবাদ কবি।
রোদের ছায়া এটা কবিতা ? আমিতো ভেবেছিলাম কোনো উপন্যাসের ভুমিকা ? সে যাই হোক কথাগুলো বাস্তবতার ছোয়ায় পূর্ণ ...
এটা মোটেও কবিতা নয় ! এটা একটা সিনেমার শর্ট... যা কখনোই ক্যামেরায় বন্ধী হয় না। তবুও মস্তিষ্কে প্রতিনিয়ত রিহার্সাল হতেই থাকে ! ধন্যবাদ আপনাকে।

২২ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪