তোমাদের জানাই প্রণাম

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

পারমিতা chatterjee
  • ৩৫
  • ৫৮
তোমাদের জানাই প্রণাম
হে বীর লহো প্রণাম, দিয়েছিলে স্বাধীনতা ,
করেছিলে শৃঙ্খল মুক্ত ভারত জননীরে,
জীবনের জয়গান গেয়েছিলে বদ্ধ কারাগারের অন্তরালে,
বন্দেমাতারম ধ্বনীত হয়েছিল পরাধীন ভারতের আকাশে বাতাসে,
জাগিয়েছিল উন্মাদনা দেশবাসীকে তোমেদের দীপ্ত কণ্ঠস্বর।
সুজলা সুফলা ভারতজননীকে পড়ালে জয়ের মালা,
তোমাদের এই রক্তক্ষয়ী সংগ্রামে।
হাজার হাজার প্রাণ হয়েছিল বলিদান,
হাসিমুখে তরুণ বালক পড়েছে ফাঁসির দড়ি,
নির্মম চাবুকের আঘাতে জর্জ্ররিত
তবু মুখেছিল বন্দেমাতারম।
বীর সন্তানের গরবে গরবিত জননীর অশ্রুজল
হয়নি বিফল।
উদয় হয়েছিল দিগন্তে নতুন সূয্য, হেসেছিল আকাশে পূর্ণিমার চাঁদ,
তোমাদের দেশপ্রেম, আত্নত্যাগে উড়েছিল স্বাধীন ভারতের পতাকা।
হে বীর লহো প্রণাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সৌরভ শুভ (কৌশিক ) তোমাদের জানাই প্রণাম,লেখাটি পড়ে গেলাম /
মোঃ আক্তারুজ্জামান খুব সুন্দর লিখেছেন| ধন্যবাদ|
আনিসুর রহমান মানিক বীর সন্তানের গরবে গরবিত জননীর অশ্রুজল হয়নি বিফল।--ভালো বলেছেন /
প্রজাপতি মন হে বীর লহো প্রণাম। সুন্দর কবিতা।
Azaha Sultan দিদি, আপনার কবিতা তুলনাহীন......তবে আপনি ভারতীয়া........তাই ভারতপ্রকাশ, কিন্তু বঙ্গজননী সম্বোধন হলে কবিতায় ভাবের কোনো অভাব থাকত না....অনেক সুন্দর হয়েছে আপনার এ কবিতাটি.......ধন্যবাদ--
পাঁচ হাজার চমৎকার দেশপ্রেমের কবিতা লিখেছেন। ভাবতেই ভাল লাগছে, গল্প কবিতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে হয়েছে সার্বজনীন। আমাদের লেখাগুলো সময় করে পড়বেন আশা করি।
আহমেদ সাবের আপনার জন্মভূমির স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আপনার শ্রদ্ধাঞ্জলি হৃদয়কে নাড়া দিল। কারণ, আপনার মত আমরাও আমাদের বীর শহীদদের প্রাণভরে শ্রদ্ধা করি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আপনাকে ধন্যবাদ একটা সুন্দর কবিতা উপহার দেবার জন্য।
তানভীর আহমেদ চমৎকার দেশপ্রেমমূলক উদ্দীপনাময় কবিতা। যেহেতু আপনি ভারতীয়, তাই নিজ দেশের প্রতি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ যথাযথ ও অর্থপূর্ণ হয়েছে বলেই মনে করি। বানানের ব্যাপারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। দৃষ্টি আকর্ষণ : শৃঙ্খল মুক্ত= শৃঙ্খলমুক্ত, ধ্বনীত=ধ্বনিত, আকাশে বাতাসে=আকাশে-বাতাসে, দীপ্ত=দিপ্ত, সুজলা সুফলা=সুজলা-সুফলা, জর্জ্ররিত=জর্জরিত, মুখেছিল=মুখে ছিল, সূয্য=সূর্য্য, আত্নত্যাগে=আত্মত্যাগে। অঢেল শুভকামনা থাকল আপনার প্রতি।
মামুন ম. আজিজ আপনারা ভারতীয়দের দেশপ্রেমের কথা অনেক শুনেছি। সুন্দর তার বহিঃপ্রকাশ। এর থেকে বাংগালীদের শেখার আছে।
রুহুল আমীন রাজু কবিতার moto কবিতা ..............

২১ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪