সত্য চিরন্তন

বাবা (জুন ২০১২)

মির্জা ওবায়দুর রহমান
  • ১৪
  • ১২৯
সৃষ্টিকূলের সকল জীবের স্রষ্টা,
মহান বিধাতা,
যার মাধ্যমে আগত এই ধরণীতে,
সে আমাদের পিতা।

স্রষ্টা আমাদের পালনকর্তা,
তিনিই রিযিকদাতা,
যে আছে দৃশ্যমান
সে আমাদের পিতা।

মা যেমন আপন সবার
তেমনি আপন পিতা,
উভয়কে ছাড়া হয়না কখনও
জীবনের পরিপূর্ণতা।

রক্তের বাধন সবচেয়ে আপন
এমনি এক বন্ধন, না যায় খন্ডন,
সবার চেয়ে আপন, থাকবে সারাজীবন,
পিতা পুত্রের বন্ধন, সত্য চিরন্তন।

শিশুকালে হারিয়েছি পাইনি বাবার আদর,
অনুভবে বুঝতে পারি বাবার কদর।

বাবা যে কি বুঝতে পারি,
পাইনি তাকে আমি,
পৃথিবীতে বাবা হল সবার চেয়ে দামী।

তোমার অভাব পূরণ করবে
এমন কিছু নাই,
মনে মনে তোমার আবেশ
সাথে নিয়ে বেড়াই।

এখানে ওখানে যেখানে যাই
তোমায় মনে পড়ে,
তুমি আছো সবসময়ই
আমার হৃদয় জুড়ে।

আমার জন্য দোয়া কর
হতে পারি বড়,
তোমার দোয়ায় পারি দিব
জীবন সমুদ্র।

তুমি কাছে নাই
তবুও তোমায় অনুভবে পাই।
তোমার আবেশ আর দোয়া
এটাই আমার চিরন্তন পাওয়া।

আমি যেন হতে পারি
শ্রেষ্ঠ সন্তান,
উজ্জল যেন করতে পারি
তোমার মান সম্মান।

পিতামাতার সন্তষ্টির উপরই
আল্লাহ্ সন্তষ্ট,
সে পথের দিশাই যেন
জীবনে আমার হয় অর্পিত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মির্জা ওবায়দুর রহমান আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।
আহমেদ সাবের "পৃথিবীতে বাবা হল সবার চেয়ে দামী।" - সুন্দর লাগল কথাটা। ভাল লাগল কবিতা।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি স্রষ্টা আমাদের পালনকর্তা, তিনিই রিযিকদাতা, যে আছে দৃশ্যমান সে আমাদের পিতা। // khubi monostattik bisleson ...khub valo laglo obaydur suvo kamona apner jonno...
রফিকুল ইসলাম সাগর আপনার জন্য শুভ কামনা ..........
আদিল রক্তের বাধন সবচেয়ে আপন এমনি এক বন্ধন, না যায় খন্ডন, সবার চেয়ে আপন, থাকবে সারাজীবন, পিতা পুত্রের বন্ধন, সত্য চিরন্তন।"--------সুন্দর কবিতা। ভাল লেগেছে।
মিলন বনিক বাবার প্রতি অসীম প্রেম খুব ভালো লাগলো...শুভ কামনা....
জালাল উদ্দিন মুহম্মদ আমি যেন হতে পারি / শ্রেষ্ঠ সন্তান,/ উজ্জল যেন করতে পারি / তোমার মান সম্মান। ---- /// অনেক সুন্দর কবিতা। আর প্রতিজ্ঞাটুকুও অনন্য। ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।
শাহ আকরাম রিয়াদ ভাল লাগল। শুভকামনা রইল।

১৫ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভূমিকম্প”
কবিতার বিষয় "ভূমিকম্প”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৫