অভিশপ্ত ভাস্কর্য

পার্থিব (আগষ্ট ২০১৮)

রাহাত
  • ৩৪
অনর্থ পথ্য চারণ শেষে রিক্ততার বর্জ্য ভরা
বিনিদ্র প্রিয়তা নামলে মনে পড়ে-
আমার ভেতর আমি বলে
কিছু একটা কোন দিন ছিলো না।
ভুলো মনে ধূলোয় মোড়া দেয়ালটা
স্পর্শ করে খোঁজা হত-
ইতঃস্তত তাকিয়ে থাকার ভগ্নপ্রায় দিনগুলো।

ছাতের কোণায় এখন
বহু অধ্যবসায়ে গড়া ঝুলের বাসর,
নিরেট ভাগ্যের দামে কর্তৃত্বের কেনা
দামী দামী প্রশ্নগুলোর জবাব দিয়ে যায়।
চাঁদের পাশে জ্যোৎস্নার আঁকিবুকি
ছটা ফেলে অপারগ আক্রোশকে
ভেংচি কেটে বুঝিয়ে দেয়,
ফেরারী ছিলো আমার অপরাধ।

আমার মূর্তিমান পাথরটার চোখ জুড়ে
জ্বলজ্বল করে বিষাদ মাখা শিশিরগুলো,
আর্তনাদে নয়, হাতছানিতে নয়;
প্রাণান্তকর প্রচেষ্টার পর শুধু
ফিসফিসিয়ে বলে-
আমি মুক্তি চাই...........।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম দারুণ লিখেছেন।
মোঃ মোখলেছুর রহমান সুন্দর এঁকেছেন! ভোট ও শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু। ভালো লাগা রইলো।
উত্তম চক্রবর্তী ফেরারী ছিলো আমার অপরাধ! অনন্য কাব্যগাঁথুনি কবি। বেশ ভালো লাগলো পাঠে! ভোট রইলো।
অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব বিষণ্ণতা এঁকেছেন। অনেক ভালো লেগেছে লেখা। আরও ভালো ভালো লেখার প্রত্যাশায় রইলাম। অনেক শুভ কামনা রইল
অনেক অনেক ধন্যবাদ, প্রিয় কবি।
বিষণ্নতার মোড়কে চেষ্টা করেছি সুপ্ত মনুষ্যত্বের বার্তা দিতে।
মাইনুল ইসলাম আলিফ আমার মূর্তিমান পাথরটার চোখ জুড়ে জ্বলজ্বল করে বিষাদ মাখা শিশিরগুলো, আর্তনাদে নয়, হাতছানিতে নয়; প্রাণান্তকর প্রচেষ্টার পর শুধু ফিসফিসিয়ে বলে- আমি মুক্তি চাই...........। অসাধারণ।অসাধারণ।শুভ কামনা আর ভোট রইল।
অনেক ধন্যবাদ কবি....ভালো থাকবেন।
জলধারা মোহনা মুক্তি চায় আমাদের সবার পাথুরে ভাস্কর্যগুলোই। দারুণ লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা।
হ্যা, কেবলি মুক্তির আশায় ছটফট করতে করতে আমাদের আমিগুলো একসময় এই পাথরের খোলশটার আড়ালে চিরতরে হারিয়ে যায়। তখন চারপাশের সবকিছুই সহ্য হয়ে যায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রতিনিয়ত জীবনের কঠিন বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হতে এক সময় আমরা যেন নিজেদের হারিয়ে ফেলি। নশ্বর কিছু চাওয়া-পাওয়ার হিসেব কষে অনুভূতিগুলোকে খোদাই করার ব্যর্থ চেষ্টা করি নির্লিপ্ত খোলশের মুখে। হারিয়ে ফেলি প্রতিদিনের জ্যোৎস্নায় ধোয়া; শিশির মাখা সেই চিরচেনা "আমি" টাকে। পার্থিব অসুখের দোহাই দিয়ে অকপটেই এড়িয়ে যাই পাথর ভেঙে তার বেরিয়ে আসার হাহাকারটাকে।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪