বেশ্যা’র ক্ষুধা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৯০
  • 0
  • ৪১১
দিনের শেষ হয়ে সঙ্গোপনে আসে রাত!
নিস্তব্ধ নিঝুম;
থেমে যাচ্ছে কোলাহল!
রাস্তার আলোয় চকচক করে রাজপথের কালো পিচ।
একাকী নির্ঘুম;
ক্ষয়ে যায় মনোবল!

পেটে ক্ষুধার তীব্র জ্বালা
ঘরের শেকলে তুলে দিয়ে তালা-
রঙচঙ দেয়া উগ্র প্রসাধনী মেখে
মেয়েটি বেরিয়ে এলো রাস্তায়!
মনের ভেতর ডুকরে ডুকরে কাঁদে;
পড়ে গিয়েছে কোন মরণ ফাঁদে?
ছোট বাচ্চাটা তার ঘরে; ঘুমন্ত অসহায়।

আমরা এই মেয়েটিকে বলি ‘বেশ্যা’
সভ্য সমাজের কলঙ্কিত সমস্যা!
তার বাচ্চাটার নেই পিতৃপরিচয়
যদিও তার জন্মদাতা সমাজেরই সুনিশ্চয়!

মেয়েটি খদ্দেরের খোঁজে রাস্তায়,
ক্ষুধার নিমিত্তে নিতান্ত অসহায়!
খদ্দেরকে করতে মনোরঞ্জন
নিজের সম্ভ্রমকে করতে হয় প্রতিনিয়ত বিসর্জন!
তবুও আমরা তাকে পতিতা বা বেশ্যাই বলব!
সব শক্তি দিয়ে মেয়েটিকে ছিবড়ে ফেলব!
আমরা তো সভ্য সমাজের মানুষ।
ভালো মানুষীর মুখোশ পরে-
আধুনিক সমাজের বুলি আউড়িয়ে
আকাশে ওড়াবো মানবতার ফানুস!

ক্ষুধার জ্বালা ধরিয়ে দিয়ে মেয়েটিকে বানিয়েছি বেশ্যা;
শতজনে কাম মিটিয়ে নিয়েছে; ওকে করেছে অস্পর্শা।
অসহায় নারীর বিদীর্ণ যোণিতে যারা ঢালছে বীর্য-রতি,
তারাই হয় সমাজের মাথা! তারাই সমাজপতি!
এই লজ্জা কই রাখি?
মেয়েটির দিকে তাকিয়ে আমরা
ঘৃণায় মুদি আঁখি!

পেটের জ্বালা আমাদের যেমন, তারও ঠিক তেমন!
সেই জ্বালা মিটাতে গিয়ে করতে হয়েছে রমন!
অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা
তাকে নিয়ে করে ছেলেখেলা-
তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে;
মেঘে মেঘে তখন অনেক হয়ে গিয়েছে বেলা।
জন্ম দিয়েছে নাম গোত্রহীন
দুর্বল এক শিশু;
ক্ষুধার তাড়নে যদি মরেও যায়-
আমাদের আসবে যাবেনা কিছু।
মায়ের মন একই রকম, হোক সে বেশ্যা নয় কারো স্ত্রী!
যুগ পালটেছে অনেক কিন্তু বদলায়নি কুৎসিত মুখশ্রী!

অনেক প্রতীক্ষার পরে অবশেষে খদ্দের পায় মেয়েটি!
ঘরে ফিরে দেখে ক্ষুধার তাড়নে কাঁদছে তার বাচ্চাটি!
শত অনুনয় করেও
মন গলেনা খদ্দেরের!
সামান্য দুধ খাওয়ানোর সময়ও
হাতে নেই মহাশয়ের।
অশ্রুসিক্ত নয়নে নগ্ন দেহে বিলিয়ে দেয় নিজেকে!
মেয়েটি চোখ বুজে ভাবে-
‘মানুষরুপী নরপশুদের কাছে কামলীলা এক স্বর্গীয় সুধা;
মিটিয়ে নেয় জান্তব তৃষ্ণায়!
এর কাছে প্রতিনিয়ত আমাকে বলি হতে হয় অসহায়!
তাতে কি? আমিতো বেশ্যা!
বেশ্যা আবার মানুষ নাকি? তার আবার কিসের ক্ষুধা?’
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) ধন্যবাদ ভাই
মাহমুদুল হাসান ফেরদৌস তারাই হয় সমাজের মাথা! তারাই সমাজপতি!
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১১
Dr. Zayed Bin Zakir (Shawon) আপনাকেও অনেক ধন্যবাদ সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা ভাই
Md. Akhteruzzaman N/A এত সুন্দর কবিতাটি একটু হলে মিস করে ফেলেছিলাম| কিন্তু এটাতো আমার পঠিত দেখাচ্ছে! খুব ভালো লাগলো| ধন্যবাদ|
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক ধন্যবাদ আপনাকে
Mohammad Jobaed Khan ভাই আপনি তো জটিল লিখছেন.তানভির ভাই টিক বলসেন এই প্রসঙ্গ নিয়া কেও লিখেনি..খুব ভালো লাগলো.
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য
md.mustafa kamal শাওন ভাই ,,,,কবিতা পড়তে গিয়ে কেন জানি এক বিন্দু জল জমা হলো চোখের এক কোনো,কারণ আমি যেন কবিতায় খুঁজে পেলাম মানুষ সত্যি সার্থপর.........প্রিয়তে না নিয়ে পারিনি ...........আরো লিখা চাই ......আর ভোট তা দিয়ে আপনাকে চত করব কেন ........?

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“অক্টোবর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ অক্টোবর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী