মাকে পাব বলে

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

ইসমাইল বিন আবেদীন
  • ২৭
  • 0
  • ৮৯
যে ভয়ে মা ফেললে আমায়
নর্দমারই মাঝে,
সেই সম্ভ্রম কি আছে তোমার
কুটিল এ সমাজে!

আজ আমি তাই চলছি ভেসে
অথৈ সাগর জলে,
অন্য কাউকে মা ডাকিনি
তোমায় পাব বলে।

নাম ঠিকানা নেই যে আমার
থাকি ওলি গলি,
মায়ের ক্ষুধা পেটের ক্ষুধা
মাথায় নিয়ে চলি।

মায়ের হাতের খাবার আমি
খাইনি কোনো কালে,
ক্ষিধে পেলে তোমায় ডাকি
দেয় না কেউ ভাত থালে।

মনে মনে মাগো তোমায়
একটি কথা শুধায়,
এ ভুবনে মা আছে যার
আছে কি সে ক্ষুধায় ?

পেটের ক্ষুধা মিটায় দিয়ে
পঁচা বাসি খাবার,
মাঝে মাঝে সেটাও নিয়ে
কাকে করে সাবাড়।

তোমার ক্ষুধা কেউ না মেটায়
কেউ শোনে না কথা,
দূর দূর করে দেয় তাড়িয়ে
বলে যথা তথা।

কোথায় আছো মাগো তুমি
গেছো কোথায় চলে,
ক্ষুধা নিয়েও বেঁচে আছি
তোমায় পাব বলে \\
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম কোথায় আছো মাগো তুমি/ গেছো কোথায় চলে, ক্ষুধা নিয়েও বেঁচে আছি/ তোমায় পাব বলে \\ ---পেটের ক্ষুধার সাথে সাথে মাতৃস্নেহ ,ভালবাসা পাবার আকাঙ্ক্ষাও যে এক রকম ক্ষুধা তা আপনার কবিতায় বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন । ক্ষুধা এতটাই ভয়ঙ্কর এবং শক্তিশালী যে সেখানে নিজেকে বাঁচিয়ে রাখাটাই মুখ্য অন্য সব কিছু তখন তুচ্ছ নিজের জীবন যুদ্ধে ! ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা !
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১১
মোঃ আক্তারুজ্জামান চমত্কার কবিতা| অনেক অনেক শুভেচ্ছা রইলো|
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১১
মাহমুদুল হাসান ফেরদৌস অনেক ভাল লিখেছেন।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১১
সূর্য শেষ স্তবকের আগের স্তবকে [[তোমার ক্ষুধা কেউ না মেটায়]] এর বদলে "আদর স্নেহ কেউ করে না" হলে ভাল হয়। [[একমত না হলেও সমস্যা নেই]] পুরো কবিতায় ছন্দটা উপভোগ্য ছিল। বেশ ভাল লিখেছ।
প্রজাপতি মন কোথায় আছো মাগো তুমি গেছো কোথায় চলে, ক্ষুধা নিয়েও বেঁচে আছি তোমায় পাব বলে \\ অনেক সুন্দর।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১১
M.A.HALIM মা নিয়ে কবিতা পড়লে আমার চোখের জল আসে নেমে। হারিয়েছি অমুল্য ধন বহুকাল আগে। ভোটের বেলায় কিপটে আমি তবু সবগুলি ভোট দিতে হলো মায়ের কারণে।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১১
শাহ্‌নাজ আক্তার মাকে নিয়ে যেহেতু কবিতা ,,, সুতরাং তাতো ভালো হবেই, একদম ঝরঝরে কবিতা .....
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১১
Akther Hossain (আকাশ) সুন্দর কবিতা ভালো লাগলো !
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১১
কচিপাতা অনেক সুন্দর
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১১

২৬ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫