ঐশ্বরিক উত্তর

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

মামুন ম. আজিজ
  • ৬৬
ডাক পড়ে তোমার- হে ঐশ্বরিক উত্তর ।
মস্তকে সময় আর জ্ঞান দুয়েরই সীমিত পরিধি ,
সে পরিধির মাপযোখও জনে জনে অসমান নীতি;
কারও দীর্ঘ, কারও হ্রস্ব, কারও একটু বিস্তৃত গোলাকার ক্ষুদ্র গোলক;
ঐশ্বরিক উত্তর, তোমার খোঁজ তাই আগে বা পরে, তুমিই কি তবে চালক?

জ্ঞান-সেতো এক দৈর্ঘ্যরে সাথে সমানুপাতিক -
জ্ঞান স্বয়ং সসীম আর সসীম মস্তকের ধারণ ক্ষমতা
তাই কোথাও না কোথাও থমকে দাঁড়াবেই জ্ঞানের পথটা...
হে ঐশ্বরিক উত্তর - সেখানেই কি তোমার আগমন?

তবে কি জ্ঞানের ধারণ অসীম হলে মস্তিষ্ক ঐশ্বরিক উত্তর খুঁজতো না?
খুঁজতো না...খুঁজতো না...?
-- পথ থেমে যাচ্ছে , জ্ঞান রূদ্ধ হচ্ছে...কবির এখন প্রয়োজন তোমায়, হে ঐশ্বরিক উত্তর...


ঐশ্বরিক শক্তির এক খেলা যদি কল্পনা করি...
“হে মানব! তোমাকে দেয়া হলো বাছাইয়ের সুযোগ,
জ্ঞান না ঐশ্বরিক উত্তর - কোনটা নেবে?”
মানবের মনে খেলা শুরু হবে।
জ্ঞান নিতে নিতে চিরন্তন এগোতে থাকা মানবের
কেউ কেউ হয়তো মূহূর্তেই ঐশ্বরিক উত্তর বেছে নেবে,
কেউ আবার এগোবে জ্ঞানে জ্ঞানে অনেকদূর..
এগিয়ে এগিয়ে জ্ঞানের সসীমে এক ক্ষণে রূদ্ধ হবে পথ,
পরাজিত হবে ... অবশেষে শরণে নেবে ঐশ্বরিক উত্তর।

ঐশ্বরিক উত্তর হে, আলটিমেটলি জয়ী তবে তুমিই।
সীমতি জ্ঞানের মস্তকে অসীম জ্ঞান থমকে যেতে বাধ্য হয়, এইতো প্রকৃতি...
..আর ঐশ্বরিক উত্তর এসে এসে জড়ো হয় নিরোবধি।

জ্ঞান শেষ হলেই আসে ঐশ্বরিক উত্তর।
জ্ঞানের সর্বদিক ঘিরে থাকে যেন ঐশ্বরিক উত্তর।
তবে কি জ্ঞান নিজেই অসীম নয়, অসীম কেবল ঐশ্বরিক উত্তর?
নাকি জ্ঞান আর ঐশ্বরিক উত্তর কোন সুদূরে কৃষ্ণগহ্বরে মিলেমিশে একাকার?
----সে ঐশ্বরিক উত্তর কি জানা যায় হে ঐশ্বরিক শক্তি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna মামুন ভাই প্রথম লাইনটি পড়ার পরে, প্রকাশ হওয়া প্রথম লাইনটি মেলানো যাচ্ছে। খুব ব্যস্তায় কাটছে মনে হয়। গল্প পাচ্ছিনা। শুধু কবিতা দিয়ে সারছেন। ঐশ্বরিক বিষয়টা পাবার পরে খুব কৌতুহল হচ্ছিল এমন একটা বিষয় নিয়ে কেমন লেখা আসতে পারে। আপনি একটা ভিন্ন অ্যাঙ্গল দেখালেন।
মামুন ম. আজিজ প্রথম লাইন.... যখন জ্ঞান রূদ্ধ হয়, যুক্তির পথ থমকে যায়
মোঃ নুরেআলম সিদ্দিকী বেশ ভালো হয়েছে----শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রিত।
মামুন ম. আজিজ প্রথম লাইন গুলো কি হারিয়ে গেছে?
কাজী জাহাঙ্গীর বেশ ভালো লাগলো, তবে আলটিমেটলী শব্দটা প্রাসঙ্গিক মনে হয়নি। অনেক শুভকামনা , ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪