জাফর পাঠাণ
শাড়ী ব্যাবহারের নেগেটিভ সাইডটি তুলে ধরেছেন কবিতায়।এইতো রিয়্যালিটি কেউ আঁচর কাটে ভালোর পক্ষে আবার কেউবা টানে বিপরীত দিকে এখানেই চমৎকারিত্ব নিহিত সৃষ্টির ।কারো কাছে হোক ট্যারা চোখ সে আমার রানী আবার কারো কাছে সে অভাগীণি এইতো বিধির বিধান।বেশ চমকপ্রদ হয়েছে কবিতা । মোবারকবাদ কবি।
শাড়ী'র সাথে 'লুঙ্গি' ও 'ধুতি' ফ্রী: ... "পোশাক তা সে / শাড়ী বা লুঙ্গি কিবা ধুতি / হোক না তা সে / সিল্ক বা শিফন কিবা সুতি / ... আলগা বসন গিট্টু কসন / একটু ছুলেই খোলে / এ কোন ধরন বাংলা বরণ / নর-নারী আনন্দতে দোলে / ঘামাচি বা চ ুলকানিতে / পোশাকগুলো বরই সুখকর / আরো বোনাস মেলে যখন / অন্তরতে আসে মধুকর / ... নারী বলে লুঙ্গি ভালো / পুরুষ বলে শাড়ী / এর পিছনে একটি কারণ / পোশাকগুলো খোলে তাড়াতাড়ি / লুঙ্গি-শাড়ী-ধুতি'র প্যাঁচে / সবাই সুখে থাক / তাড়াতাড়ি খুলে গেল / বলো চিচিং ফাঁক ..." ... pro-idiot
ভেজাল আমি : ... একা একা কতটা পথ পাড়ি দিয়ে / আজ তোমাদের সামনে বিরাজমান যে আমি / তার চাঁরটি দশক লেগেছে মানুষ হতে / এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি / ধুলো বালি শেওলা সব ঘষে-মেজে / এখনো ঝকঝকে তকতকে করতে পারিনি / রন্ধ্রে রন্ধ্রে আঁঠার মতো লেগে আছে / রকমারি পশুর বিষ্ঠা / যে পশুগুলো লুকিয়ে ছিলো অন্তরের আঁধার গুহায় / বিকৃত সব জানোয়ার, রক্তলোলুপ, সর্বগ্রাসী, সর্বভুক শ্বাপদ / ১১৬,৭৬,৯৬,০০০ সেকেন্ড ধরে / যুদ্ধ করতে হয়েছে প্রতিটি পলে / মেরেছি সব, কিন্তু কোনোটা কোনো অন্তরালে ডিম পাড়েনিতো!/ বিজ্ঞানের চৌকস যুগে / ওগুলোকে নিঃশেষ করার রাসায়নিক নিশ্চই পাওয়া যাবে / আর মাত্র কিছু সময়, অতঃপর পূর্ণাঙ্গ মানুষ!/ এমন ভ্যাজালে ভরা কাঁচামাল রফতানি করলো ব্যাটা ঈশ্বর!/ এরকম দুইনম্বর মাল কেউ সাপ্লাই দ্যায়!/ নিজেরটাকে পরিষ্কার করতে চল্লিশ গেল / আশেপাশের গুলোকে করবো কখন! / আর ওরা নিজেদের ভিতরের পশুগুলোকে মারেতো!/ নাকি আবার লালন-পালন করে নিজেরাই ওই পশু হয়ে যায়!/ জীবনেও আর মানুষ হয়ে পয়দা হবোনা/ ভগবান শালা যদি দুইনাম্বারী না করে / একদম ফ্রেশ মাল মর্ত্যে চালান দেয় / সেক্ষেত্রে একটা খোসায় ঢুকে পরার চিন্তা করা যেতে পারে/ ...প্রডাকশনের পর চল্লিশ বছর যদি লাগে শোধনাগারে! / তবে এমন জিনিস সাপ্লাই বন্ধ করাই ভালো / ভগবানের কোম্পানির প্রেস্টিজ বলে কিছু রইলো! / ব্র্যান্ডের মাল খাঁটি হবে / তা না শালা ভগবানকে ভ্যাজালের ভুত খেলো! / এখন বোঝো! ঠেলা সামলাও! / বুড়ো বয়সে দুইনাম্বারী! লজ্জ্বা করেনা তোমার? / ... এই মানুষ(!) আইটেমটা নাকি / তোমার লেইটেস্ট প্রডাকশন! / আসো একবার, দেইখা যাও / কি ভ্যাজাল মালে পৃথিবী সয়লাব করছো! / শালার ভুয়া কোথাকার! / মানুষ আর হইলানা / ভালো মাল বানাও, তো তোমার লগে আছি / আর নইলে ... ... মুড়ি মাখাইয়া খাও / আমি দুইনাম্বারিতে নাই! ... pro - idiot
শাড়ী'র সাথে 'লুঙ্গি' ও 'ধুতি' ফ্রী: ... "পোশাক তা সে / শাড়ী বা লুঙ্গি কিবা ধুতি / হোক না তা সে / সিল্ক বা শিফন কিবা সুতি / ... আলগা বসন গিট্টু কসন / একটু ছুলেই খোলে / এ কোন ধরন বাংলা বরণ / নর-নারী আনন্দতে দোলে / ঘামাচি বা চ ুলকানিতে / পোশাকগুলো বরই সুখকর / আরো বোনাস মেলে যখন / অন্তরতে আসে মধুকর / ... নারী বলে লুঙ্গি ভালো / পুরুষ বলে শাড়ী / এর পিছনে একটি কারণ / পোশাকগুলো খোলে তাড়াতাড়ি / লুঙ্গি-শাড়ী-ধুতি'র প্যাঁচে / সবাই সুখে থাক / তাড়াতাড়ি খুলে গেল / বলো চিচিং ফাঁক ..." ... pro-idiot
সূর্য
হা হা হা ব্যাপক মজারু। ঢেকে রাখা মানেই অস্তিত্বহীনতা নয় কিন্তু, শুধু যে লুটে নেয় (চোখেও অনেকে লুট করে থাকে) তাদের দৃষ্টি ভঙ্গি বদলানো দরকার। বাকিটা যার বসন সেই ঠিক করুক না।
সেলিনা ইসলাম
শাড়ীকে অশালীন বলাটা যুক্তিযুক্ত হয়নি -যে পরে সে যদি শালীনতা বজায় না রাখে আর যে দেখে সেও যদি এতোটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাতে করে শাড়ী কেন দোষী হবে ! আব্রু ঢাকার ব্যপারটা তো যে পরছে তার এবং যে চোখ দিয়ে দেখছে তার-এক্ষেত্রে মনের ও চোখের পর্দা থাকা বাঞ্ছনীয় । -এটুকু ছাড়া কবিতায় শাড়ী পড়ার যাতনাসহ বেশকিছু সমস্যার কথা সুন্দরভাবেই কবি তুলে ধরেছেন ।
বোন সেলনা , আপনাকে সম্মান করেই বলছি। কবিতার বিষয়বস্তুর সাথে সম্ভবত আপনার ধারনার গরমিল হচ্ছে । আপনি এটি আবারো পড়ুন। শাড়ি মেয়েদের জন্য অনিরাপদ একটা পোষাক । অশালীন নয়। অশালীন করার জন্যই এটির আবিষ্কার করা হয়েছিল, এটা ইতিহাস সত্য । আমি অনধিকার চর্চা করলাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি । আপনাকে ধন্যবাদ ।
আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি জনাব এস, এম, ইমদাদুল ইসলাম আমার দেয়া মন্তব্যটি আবারো পড়ুন । শিরোনাম দেখেই আমি মন্তব্য করেছি । আর অনিরাপদ এবং অশালীন শব্দ দুটোর পার্থক্য আমার যে জানা নেই ঠিক তা না । আর কবিতার বিষয়বস্তু ধারণা করে লেখা হয়নি তাও যে আমি বুঝিনি এটাও ঠিক নয় । এখানে মানুষকেই দায়ী করেছি যারা শাড়ীকে অশালীনভাবে উপাস্থাপন করছে । শাড়ী আমাদের ঐতিহ্য যা এখন বিলুপ্তি হতে চলেছে সেখানে এমন একটা কবিতায় দ্বিমত থাকতেই পারে । বিশেষ ধরণের শাড়ীকে উল্লেখ করে বলা হলে এই দ্বিমতটুকু থাকতো না ।
ভেজাল আমি : ... একা একা কতটা পথ পাড়ি দিয়ে / আজ তোমাদের সামনে বিরাজমান যে আমি / তার চাঁরটি দশক লেগেছে মানুষ হতে / এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি / ধুলো বালি শেওলা সব ঘষে-মেজে / এখনো ঝকঝকে তকতকে করতে পারিনি / রন্ধ্রে রন্ধ্রে আঁঠার মতো লেগে আছে / রকমারি পশুর বিষ্ঠা / যে পশুগুলো লুকিয়ে ছিলো অন্তরের আঁধার গুহায় / বিকৃত সব জানোয়ার, রক্তলোলুপ, সর্বগ্রাসী, সর্বভুক শ্বাপদ / ১১৬,৭৬,৯৬,০০০ সেকেন্ড ধরে / যুদ্ধ করতে হয়েছে প্রতিটি পলে / মেরেছি সব, কিন্তু কোনোটা কোনো অন্তরালে ডিম পাড়েনিতো!/ বিজ্ঞানের চৌকস যুগে / ওগুলোকে নিঃশেষ করার রাসায়নিক নিশ্চই পাওয়া যাবে / আর মাত্র কিছু সময়, অতঃপর পূর্ণাঙ্গ মানুষ!/ এমন ভ্যাজালে ভরা কাঁচামাল রফতানি করলো ব্যাটা ঈশ্বর!/ এরকম দুইনম্বর মাল কেউ সাপ্লাই দ্যায়!/ নিজেরটাকে পরিষ্কার করতে চল্লিশ গেল / আশেপাশের গুলোকে করবো কখন! / আর ওরা নিজেদের ভিতরের পশুগুলোকে মারেতো!/ নাকি আবার লালন-পালন করে নিজেরাই ওই পশু হয়ে যায়!/ জীবনেও আর মানুষ হয়ে পয়দা হবোনা/ ভগবান শালা যদি দুইনাম্বারী না করে / একদম ফ্রেশ মাল মর্ত্যে চালান দেয় / সেক্ষেত্রে একটা খোসায় ঢুকে পরার চিন্তা করা যেতে পারে/ ...প্রডাকশনের পর চল্লিশ বছর যদি লাগে শোধনাগারে! / তবে এমন জিনিস সাপ্লাই বন্ধ করাই ভালো / ভগবানের কোম্পানির প্রেস্টিজ বলে কিছু রইলো! / ব্র্যান্ডের মাল খাঁটি হবে / তা না শালা ভগবানকে ভ্যাজালের ভুত খেলো! / এখন বোঝো! ঠেলা সামলাও! / বুড়ো বয়সে দুইনাম্বারী! লজ্জ্বা করেনা তোমার? / ... এই মানুষ(!) আইটেমটা নাকি / তোমার লেইটেস্ট প্রডাকশন! / আসো একবার, দেইখা যাও / কি ভ্যাজাল মালে পৃথিবী সয়লাব করছো! / শালার ভুয়া কোথাকার! / মানুষ আর হইলানা / ভালো মাল বানাও, তো তোমার লগে আছি / আর নইলে ... ... মুড়ি মাখাইয়া খাও / আমি দুইনাম্বারিতে নাই! ... pro - idiot
শাড়ী'র সাথে 'লুঙ্গি' ও 'ধুতি' ফ্রী: ... "পোশাক তা সে / শাড়ী বা লুঙ্গি কিবা ধুতি / হোক না তা সে / সিল্ক বা শিফন কিবা সুতি / ... আলগা বসন গিট্টু কসন / একটু ছুলেই খোলে / এ কোন ধরন বাংলা বরণ / নর-নারী আনন্দতে দোলে / ঘামাচি বা চ ুলকানিতে / পোশাকগুলো বরই সুখকর / আরো বোনাস মেলে যখন / অন্তরতে আসে মধুকর / ... নারী বলে লুঙ্গি ভালো / পুরুষ বলে শাড়ী / এর পিছনে একটি কারণ / পোশাকগুলো খোলে তাড়াতাড়ি / লুঙ্গি-শাড়ী-ধুতি'র প্যাঁচে / সবাই সুখে থাক / তাড়াতাড়ি খুলে গেল / বলো চিচিং ফাঁক ..." ... pro-idiot
এস, এম, ইমদাদুল ইসলাম
হ্যা, কবি শাড়ির ইতিহাসটাই এরকম । বস্ত্রহরণ করে নারীকে কত সহজে নরপিশাচেরা ভোগ করবে তার জন্যই ছিল এই ব্যবস্থা। এটাই ছিল নারী নির্যাতনের এক অনন্য সৃষ্টি । দুষ্টদের কুটকেৌশল । আজো নারীরা বোকাই রয়ে গেছে । তারা কীভাবে পুরুষের পণ্যে পরিণত হচ্ছে পুরুষদেরই চক্রান্তে তা তারা নিজেরাই জানতে চেষ্টা করে না। অনেক ধন্যবাদ কবিকে ।
ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছিনা ... এতো সাপোর্ট পাবো ভাবিনি ... আপনার জন্য ''অশালীন বসন''- 'শাড়ী'র সাথে 'লুঙ্গি' ও 'ধুতি' ফ্রী: ... "পোশাক তা সে / শাড়ী বা লুঙ্গি কিবা ধুতি / হোক না তা সে / সিল্ক বা শিফন কিবা সুতি / ... আলগা বসন গিট্টু কসন / একটু ছুলেই খোলে / এ কোন ধরন বাংলা বরণ / নর-নারী আনন্দতে দোলে / ঘামাচি বা চ ুলকানিতে / পোশাকগুলো বরই সুখকর / আরো বোনাস মেলে যখন / অন্তরতে আসে মধুকর / ... নারী বলে লুঙ্গি ভালো / পুরুষ বলে শাড়ী / এর পিছনে একটি কারণ / পোশাকগুলো খোলে তাড়াতাড়ি / লুঙ্গি-শাড়ী-ধুতি'র প্যাঁচে / সবাই সুখে থাক / তাড়াতাড়ি খুলে গেল / বলো চিচিং ফাঁক ..." শুভকামনা সহ ... pro-idiot
ভেজাল আমি : ... একা একা কতটা পথ পাড়ি দিয়ে / আজ তোমাদের সামনে বিরাজমান যে আমি / তার চাঁরটি দশক লেগেছে মানুষ হতে / এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি / ধুলো বালি শেওলা সব ঘষে-মেজে / এখনো ঝকঝকে তকতকে করতে পারিনি / রন্ধ্রে রন্ধ্রে আঁঠার মতো লেগে আছে / রকমারি পশুর বিষ্ঠা / যে পশুগুলো লুকিয়ে ছিলো অন্তরের আঁধার গুহায় / বিকৃত সব জানোয়ার, রক্তলোলুপ, সর্বগ্রাসী, সর্বভুক শ্বাপদ / ১১৬,৭৬,৯৬,০০০ সেকেন্ড ধরে / যুদ্ধ করতে হয়েছে প্রতিটি পলে / মেরেছি সব, কিন্তু কোনোটা কোনো অন্তরালে ডিম পাড়েনিতো!/ বিজ্ঞানের চৌকস যুগে / ওগুলোকে নিঃশেষ করার রাসায়নিক নিশ্চই পাওয়া যাবে / আর মাত্র কিছু সময়, অতঃপর পূর্ণাঙ্গ মানুষ!/ এমন ভ্যাজালে ভরা কাঁচামাল রফতানি করলো ব্যাটা ঈশ্বর!/ এরকম দুইনম্বর মাল কেউ সাপ্লাই দ্যায়!/ নিজেরটাকে পরিষ্কার করতে চল্লিশ গেল / আশেপাশের গুলোকে করবো কখন! / আর ওরা নিজেদের ভিতরের পশুগুলোকে মারেতো!/ নাকি আবার লালন-পালন করে নিজেরাই ওই পশু হয়ে যায়!/ জীবনেও আর মানুষ হয়ে পয়দা হবোনা/ ভগবান শালা যদি দুইনাম্বারী না করে / একদম ফ্রেশ মাল মর্ত্যে চালান দেয় / সেক্ষেত্রে একটা খোসায় ঢুকে পরার চিন্তা করা যেতে পারে/ ...প্রডাকশনের পর চল্লিশ বছর যদি লাগে শোধনাগারে! / তবে এমন জিনিস সাপ্লাই বন্ধ করাই ভালো / ভগবানের কোম্পানির প্রেস্টিজ বলে কিছু রইলো! / ব্র্যান্ডের মাল খাঁটি হবে / তা না শালা ভগবানকে ভ্যাজালের ভুত খেলো! / এখন বোঝো! ঠেলা সামলাও! / বুড়ো বয়সে দুইনাম্বারী! লজ্জ্বা করেনা তোমার? / ... এই মানুষ(!) আইটেমটা নাকি / তোমার লেইটেস্ট প্রডাকশন! / আসো একবার, দেইখা যাও / কি ভ্যাজাল মালে পৃথিবী সয়লাব করছো! / শালার ভুয়া কোথাকার! / মানুষ আর হইলানা /
ভালো মাল বানাও, তো তোমার লগে আছি /
আর নইলে ... ... মুড়ি মাখাইয়া খাও / আমি দুইনাম্বারিতে নাই! ... pro - idiot
জাকিয়া জেসমিন যূথী
আপনার লেখা বোধহয় এই প্রথম পড়তে এলাম। কিন্তু, লেখায় প্রবেশ করে ডান দিকের ছবিটায় চোখ পরতেই কেমন চেনা চেনা লাগছিলো। নাম দেখে চিনি নাই। যখন চিনতে পারলাম, কবিতা পড়তে পড়তে মনে হচ্ছিলো, আপনার সেই দিনের কন্ঠস্বরটাই শুনতে পাচ্ছিলাম। আসলেই, শাড়ি নারীর বে-আব্রু পোশাক যা পুরুষের চোখে, মনে কামনার আবির্ভাব ঘটায়। সহমত।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ... সহজ সত্যকে অনেকেই মেনে নিতে কিংবা বলতে চায়না ... ভালোথাকবেন ... আপনার জন্য ''অশালীন বসন''- 'শাড়ী'র সাথে 'লুঙ্গি' ও 'ধুতি' ফ্রী: ... "পোশাক তা সে / শাড়ী বা লুঙ্গি কিবা ধুতি / হোক না তা সে / সিল্ক বা শিফন কিবা সুতি / ... আলগা বসন গিট্টু কসন / একটু ছুলেই খোলে / এ কোন ধরন বাংলা বরণ / নর-নারী আনন্দতে দোলে / ঘামাচি বা চ ুলকানিতে / পোশাকগুলো বরই সুখকর / আরো বোনাস মেলে যখন / অন্তরতে আসে মধুকর / ... নারী বলে লুঙ্গি ভালো / পুরুষ বলে শাড়ী / এর পিছনে একটি কারণ / পোশাকগুলো খোলে তাড়াতাড়ি / লুঙ্গি-শাড়ী-ধুতি'র প্যাঁচে / সবাই সুখে থাক / তাড়াতাড়ি খুলে গেল / বলো চিচিং ফাঁক ..." ... pro-idiot
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।