মায়ের প্রীতি

মা (মে ২০১১)

মোঃ শরীফুল ইসলাম শামীম
  • ২৭
  • 0
  • ৪৫
আজ আর দাওয়ায় বসে, কেউ কথা বলে না
ঢেঁকিতে আর ধান ভানার শব্দ হয় না,
এ বাড়ীতে আজ উনুনে অনল জ্বলে না
এ বাড়ীর দিকে কেউ ফিরেও চায় না।
উঠানে উঠানে পরে আছে
গাছের শুকনো পাতা
পুরো বাড়ী কে নিধন করেছে
গুল্ম লতা
উঠানের কানায় কানায় পরে আছে
খাপরা
বাড়ীটিকে দেখতে মনে হয় লোপড়া।
সেই বাড়ীর পার্শে আছে
এক খানা কবর
সেই কবরে নিশান বাবু কান
রেখে শুনতে চায়
মায়ের খবর।
বারবার চিৎকার দিয়ে বলে
“ মাগো এ ঘর থেকে উঠে
আমার ঘরে আস,
মাগো আমার ভীষণ খতরা
তুমি ছাড়া আমার পার্শে আসবে কারা
মাগো তুমি কেন দিচ্ছ না সাড়া?

বাইশ বছর ধরে
চোখের বারি ঝড়ে
পুষ্প ফুটে ঝড়ে পরে
নিশান বাবু তরে,
তবু যেন কবর থেকে
কোন দিন নাহি সরে
যদিও রোদ বৃষ্টি ঝরে।
এক সময় এ বাড়ী ছিল নিশি গন্ধন
মায়ের কোলে মাথা রেখে
গল্প শুনত
যখন হত সন্ধ্যা,
খোশালে ভরা ছিল বাড়িখানা
এখন এ বাড়ির দাম নেই এক আনা।

হারিয়ে গিয়ে গিয়েছে সেই
মিষ্ট মাথা বানী
মায়ে যখন ডেকে বলত-
ওরে খোকা তোর দুষ্টুমি আমি জানি
আমার চোখ ছেড়ে, নিয়ে আয়
কল থেকে পানি”
আজ নেই সেই মধুর ডাক
এ কোথায় থেকে যেন
ঝাকে ঝাকে কাক
এ বাড়ী এখন নীরব নীরস হয় আছে
বাড়ীর পাশ থেকে গুঞ্জনর আওয়াজ আসে

নিশান বাবু কেঁদে চলেছে নিরন্তর
গুঞ্জতনায় ফেটে যায় তার অন্তর
মায়ের কাছে যে খত দিবে
নেই তার কাছে দিঠি
মাও দেয়নি কোন দিন চিঠি
আজ সে পায় না মায়ের প্রীতি
কাঁদতে কাঁদতে তার জীবন হয়েছে ইতি
আজ সব কিছুই হয়েছে স্মৃতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আশা ভালো তবে..................... ঐ ?
সূর্য খাপরা, লোপড়া, খতরা, গন্ধন, খোশালে, গুঞ্জনর, গুঞ্জতনায়, খত এইগুলো কি এড়ানো যেতনা? বড় হলেই ভাল হয়না তারচে গুছিয়ে ছোটকরে লিখলে ভাল হতো। অন্তমিলের দুর্বল চেষ্টাও কিছুটা দায়ী। মোটামুটি হয়েছে.........
এফ, আই , জুয়েল ভাব-ভাষা কবিতা- সবই ভালো । অহেতুক বেশী বড় হয়ে গেছে-- এই যা ।
ওবাইদুল হক খুব সুন্দর একটা কবিতা । অনেক শুভকামনা রইল আপনার জন্য ।
sujon ভাল লাগল আবার .....মন্দ নয়
মেহেদী আল মাহমুদ সত্যি কথা বলেছেন। আমিও একমত।

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪