শূন্যতার অসুখ

ঘৃনা (আগষ্ট ২০১৫)

ক্যায়স
  • ৪০
অবহেলায় পড়ে থাকা জীর্ণশীর্ণ যে বাড়িটায় আমি থাকি সেটায়
কোন অর্ন্তদ্বার নেই। একটা মরচেধরা-কড়া আটকানো জানালা আছে,
ওটার শার্সিতে, ভাঙ্গা কাঁচের ফোকরগলে প্রতিসকালে মেঝেতে এসে পড়ে
একচিলতে বিমর্ষ আলো। ইচ্ছে হলেই আরব্যোপন্যাসের সেই চিচিং-ফাঁক
দিয়ে দেখা যায় ফ্যাকাসে নাশপাতির মত ঝুলতে থাকা আকাশটা।

দিমিত্রি গ্যাছে বিদেশ ভ্রমণে, নিস্তব্ধ এই আমায়- চেতনাসঞ্চারে আজ আর
মন নেই কোন গগনচারিণীর। আনন্দ বলতে এখানে শুধুই করোটির ভেতর
জমে থাকা অবসাদগ্রস্থ ভালবাসার অঙ্কিত কঙ্কাল।
আর মরফিয়াসময়- নেশাগ্রস্থ চোখে তাকালে ধোঁয়াটে দেয়ালে দ্যাখা মেলে-
কালো মাকড়সার জাল বিছানো কিছু তামাদি স্মৃতি।

ইট-রঙ খসে পড়া এই বাসস্থানে আমার একমাত্র সঙ্গি,
বহুদিন সযত্নে আগলে রাখা মৃত ভালোবাসার এক কফিন।
পুরাতন পলেস্তর ওঠা কাঠের উপর জমে আছে ইঞ্ছিখানেক ধূলির স্তুপ,
প্রতিটি কোণায়-কোণায় ঠুকে দেয়া হয়েছে অন্তত হাজারখানিক পেরেক।
অব্যবহার্য পঁচা বাক্সটার দুর্গন্ধে ঘুণপোকারাও বেশ বিরক্ত- বিতৃষ্ণায়
ধারেকাছেও আনা-গোনা নেই দু’একটার।

মেকি আধুনিকতার যুগে ডাকপিয়নেরা এখন সব বেনিয়াদের দখলে।
বেনোজলে ভেসে গেছে সব বর্ণমালা, জানি আসবেনা আর কোন রুপালি খামের চিঠি।
ক্যালেন্ডারের অন্তিম পাতায় সজোরে ঠুকেছে- হাতুড়ি তার শেষ গজালটাও।
তাই কালের বিস্মৃতিতে সময়গুলো এখন শুধুই ইতিহাস ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কবি এবং হিমু মেকি আধুনিকতার যুগে ডাকপিয়নেরা এখন সব বেনিয়াদের দখলে। বেনোজলে ভেসে গেছে সব বর্ণমালা, জানি আসবেনা আর কোন রুপালি খামের চিঠি___ অসাধারণ লাগলো..কত দিন হলো বলুনতো চিঠি লিখি না..শুভ কামনা থাকলো
হাসনা হেনা মেকি আধুনিকতার যুগে ডাকপিয়নেরা এখন সব বেনিয়াদের দখলে। বেনোজলে ভেসে গেছে সব বর্ণমালা, জানি আসবেনা আর কোন রুপালি খামের চিঠি। ক্যালেন্ডারের অন্তিম পাতায় সজোরে ঠুকেছে- হাতুড়ি তার শেষ গজালটাও। তাই কালের বিস্মৃতিতে সময়গুলো এখন শুধুই ইতিহাস ।সুন্দ্র হয়েছে। শুভ কামনা।
মোহাম্মদ সানাউল্লাহ্ কবিতায় হেঁয়ালী থাকলেও মুন্সিয়ানার ছাপ স্পষ্ট । ভীষণ ভাল লাগল ।
গোবিন্দ বীন ক্যালেন্ডারের অন্তিম পাতায় সজোরে ঠুকেছে- হাতুড়ি তার শেষ গজালটাও। তাই কালের বিস্মৃতিতে সময়গুলো এখন শুধুই ইতিহাস । ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
এশরার লতিফ সুন্দর লিখেছেন, ভালো লাগলো অনেক .
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভাঙ্গা কাঁচের ফোকরগলে প্রতিসকালে মেঝেতে এসে পড়ে একচিলতে বিমর্ষ আলো। ইচ্ছে হলেই আরব্যোপন্যাসের সেই চিচিং-ফাঁক দিয়ে দেখা যায় ফ্যাকাসে নাশপাতির মত ঝুলতে থাকা আকাশটা।...............// ভীষণ ভালো কবিতা .........প্রেক্ষাপট ওউপমা ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাক............।।
আবুল বাসার বহুদিন সযত্নে আগলে রাখা মৃত ভালোবাসার এক কফিন। অনেক সাধুবাদ রইল।
সময় করে পড়বার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন...
তুহেল আহমেদ অসাধারণ আপনার ঘৃণাময় অনুভূতি --
সময় করে পড়বার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন...

২০ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪