স্বপ্ন তার জীবনানন্দ

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

সোহেল মাহরুফ
  • ১৫
আবিদ জহির একটি মধ্যবিত্ত ঘরের ছেলে। এবং এখন তারও চেয়ে আরও অধিক একটি নিম্ন মধ্যবিত্ত সংসারের অধিকর্তা। পিতৃপ্রদত্ত নাম মোহাম্মদ জহির উদ্দিন। ডাকনাম আবিদ। তার চেয়েও বড় পরিচয় সে একজন কবি। স্বপ্নভূক কবি। আর কবিতার বাজারে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আকিকা ছাড়াই তার নাম হয়ে যায় আবিদ জহির। এ ধরণের নাম নাকি এখন সাহিত্যের সাথে খুব যায়। অবশ্য আবিদ জহির খুব একটা পার্থক্য খুঁজে পায় না।
সাধারণত মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কী। বাবা মা তাদের সব ব্যর্থতা ভুলতে চান সন্তানদের সফলতা দেখে। আবিদ জহিরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তার বাবা মাও স্বপ্ন দেখতেন তিন ছেলে বড় হবে। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন আমলা হবে। বড় দুই ভাই বাবা মায়ের স্বপ্ন সত্যি করে ঠিকই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন। কিন্তু সে আমলা হওয়ার মামলায় জড়ায়নি। বরং সে পুরো উল্টো পথেই হাঁটা শুরু করেছে।
কৈশোরেই মাথায় কবিতার ভূত চাপে। বড় কবি হওয়ার স্বপ্নেই সে বিভোর হয়ে যায়। আর কলম থেকে দুই পঙক্তি বের হতেই তাকে আর পায় কে। তখন সে আর রবীন্দ্রনাথ একই গোত্রের লোক। কই রবীন্দ্রনাথ তো স্কুলে যাননি। কিন্তু তার কবিতার লাইন না জানলেতো বিসিএস হয় না। আর আমলাও হওয়া যায় না। তার মানে আমলার থেকে কবি বড়। আর রবীন্দ্রনাথ, নজরুল যেহেতু স্কুলে যাননি অতএব সেও যদি ওদিকটায় না যায় তাতে দেশের খুব একটা ক্ষতি হবে না। বরং বাংলা সাহিত্যের লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি আছে। বিশেষ করে রবীন্দ্রনাথ যদি ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টার হতেন তবে এখনও হয়তো বাংলা সাহিত্যে নোবেল প্রাইজটা অধরাই থেকে যেতো। তাই সে পড়াশুনা থেকে একধরণের ইস্তফা দেয়ার চেষ্টা করলো। কিন্তু বাবার শাসন আর মায়ের অনুরোধে সে শেষমেশ ডিগ্রি পরীক্ষার দরজা পর্যন্ত যেতে পেরেছে। ডিগ্রি ফাইনাল পরীক্ষার সময়েই ঘটলো চূড়ান্ত ঘটনা।
কলেজের দেয়ালে আঁকা ম্যুরালে হঠাৎ তার চোখ আটকে যায়। দেখে কবি সুকান্তের গালে হাত দেয়া বিখ্যাত সেই ছবি। দেখেই তার ভাবনা আসে। ভাবে পড়াশুনার পেছনে অযথা এতটা সময় নষ্ট না করলে সে নিশ্চয়ই এতদিনে সুকান্তের কাছাকাছি মাপের একজন কবি হতে পারতো। ভাবনা আসতেই সে আর দ্বিধা করে না। পরীক্ষার হলে না ঢুকে ইউটার্ন নিয়ে সোজা কবিতার ক্লাসে গিয়ে ঢুকে পড়ে। সোজা গিয়ে কবিতার লাইনের বড় ভাই মামুন হাসানের ঢেঁড়ায় হাজির। হাজির তো হাজির, সোজা পায়ের উপরে- বস্, আমি চইলা আইছি। এক্কেবারে চইলা আইছি। এতদিনে বুঝছি আমারে দিয়া কবিতা ছাড়া আর কিছু অইবো না। বস্ আপনিই আমার শেষ আশ্রয়।
মামুন হাসানের কবি মন অল্পতেই আবেগাপ্লুত হয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে আবিদকে বুকে জড়িয়ে ধরেন- আরে পাগল তোদের জন্যই তো আমি আছি। আমি জানতাম তোকে এ পথে আসতেই হবে। এখন সাধনা করা। একান্ত সাধনা। তোকে দিয়ে হবে। কবিতা হবে। বাংলা কবিতা তোর হাতে নতুন বাঁক নিবে। তুই কোমর বেঁধে নেমে পড়।
সেই নেমে পড়া শুরু-কবি মামুন হাসানের অনিয়মিতভাবে প্রকাশিত মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদক হিসেবে। পাশাপাশি চলছে কবিতা লেখা। সে এক তুমুল সময়। কবিতা নিয়ে তুখোড় তুখোড় সব ভাবনা। তবু কিছুতেই কিছু হয় না। মামুন হাসানের অনিয়মিতভাবে প্রকাশিত মাসিক পত্রিকা ছাড়া তার কবিতার অন্য কোথাও জায়গা হয় না। এরপর মামুন হাসানের পরামর্শেই সে তার পিতৃপ্রদত্ত নামটি কেটেকুটে ছোট করে। মোহাম্মদ জহির উদ্দিন আবিদ হয়ে যায় আবিদ জহির। এটাতে বেশ কাজ হয়। একই কবিতা নতুন নামে দ্রুত ছাপা হয় জাতীয় সব পত্রিকায়। সেই আনন্দে সে আরও বুদ হয়ে যায়। সময় চলে যায় তার আপন নিয়মে। আবিদ জহির এখন সেই পত্রিকার সম্পাদক। মামুন হাসানও নেই। তার বাবা মাও নেই। ভাইবোন সবাই ইউকে, ইউএসএ তে সেটেলড। বিয়ে করেছে। বাচ্চা আছে দুটো। কবি হিসেবে দিনে দিনে তার নাম খ্যাতি যতই বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিকভাবে তার অবস্থা ততই সঙ্গিন হচ্ছে। কবিতা লেখাকে এখন মাঝে মাঝে তার কাছে গরীবের ঘোড়ারোগ বলে মনে হয়। বাইরে যতই ভালো থাকুক ঘরে ফিরলেই বউ এর ঘ্যানঘ্যানানি তার অস্তত্বিকে আরও বাড়িয়ে দেয়। এটা নাই সেটা নাই, এই আনতে হবে সেই আনতে হবে, ইত্যাদি, ইত্যাদি। আর লিখতে বসতে দেখলেতো কথাই নেই। একদম তেলেবেগুনে জ্বলে উঠে- কী হবে ওসব ছাইপাঁশ লিখে! ওতে কি চাল জোটে না কাপড় জোটে! ওর থেকে পত্রিকায় ফিচার লিখো। তাতে করে কিছু পয়সা পাবে। তা দিয়ে ছেলে মেয়ের জন্য প্রাইভেট টিচার রাখতে পারবো।
বউ এর যন্ত্রণায় এখন সে ঘরে বসে লেখা বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ লেখালেখি সে বাইরে বসেই করে। অথচ তার আর বিউটির মানে তার বউ এর শুরুটা হয়েছিল কবিতা থেকেই। তার কবিতা বিউটির ভালো লাগতো। আর সেই কবিতা পড়েই সে আবিদের সাথে যোগাযোগ করে। তারপর ধীরে ধীরে পরিচয় গাঢ় হয়- প্রণয়ে গড়ায়। তারপর বিয়ে। বিউটির আগ্রহেই। সে ই তার বাড়ি ছেড়ে- বাবা মাকে ছেড়ে চলে এসেছে। এমনকি আবিদকেও ঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। তারপর দুঃখে কষ্টে অনেক সময় পার হয়েছে। বিউটি সবকিছু হাসিমুখে মেনে নিয়েছে। কিন্তু রাহুল আর রাকা মানে তার ছেলেমেয়েরা যত বড় হচ্ছে ততই বিউটির আচরণ পরিবর্তিত হচ্ছে। আবিদ তার অনুভূতির জায়গাটা বুঝতে পারে। তাই সে কোনো পাল্টা জবাব দেয় না। মুখ বুজে সব সহ্য করে। আর তার সাধ্যমতো চেষ্টা করে। কিন্তু পারে না। আসলে কবিতা লেখা ছাড়া সে আর কিছুই জানে না। মাঝখানে সে একটা নামী দৈনিকে বেশ ভালো বেতনে ফিচার এডিটর হিসেবে চাকুরী নেয়। কিন্তু সেখানকার কর্পোরেট কালচারের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে না। তাই মাস দুয়েকের মাথায় সেই চাকুরী ছেড়ে সে আবার আগের জায়গায় ফিরে আসে। সেই অনিয়মিতভাবে প্রকাশিত মাসিক পত্রিকার সম্পাদনার কাজে। তাই বিউটির লাঞ্ছনা গঞ্জনা সয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। শুধু তার ভালো লাগে যখন দেখে তার নাম কিংবা লেখা পত্রিকায় দেখে তার ছেলেমেয়ের চোখে আনন্দ ঝিলিক মারে। তারা নিমেষেই সব ভুলে যায়। ছেঁড়া জামার কষ্ট, জুতার কষ্ট। বাবাকে নিয়ে গর্বে তাদের বুক ফুলে উঠে। সেটা দেখে আবিদ জহিরের সব দুঃখ মাটি হয়ে যায়। অদ্ভুত ভালো লাগা তাকে ছুঁয়ে যায়। তবু বিউটির লাঞ্ছনা গঞ্জনা সমান তালে চলে। সেটা বাদ দিলে আর সবকিছু তার কাছে স্বাভাবিকই লাগে। তবে ইদানীং তার মনে একটা শঙ্কা যোগ হয়েছে। যেটা তার জন্য ভীষণ ভীতিকর। সে শুনেছে যখন জীবনানন্দ দাশ মারা যান তখন নাকি তার স্ত্রী লাবণ্য দেবী সবাইকে বলেছেন- তোমাদের দাদাতো তোমাদের জন্য- ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির, মহাপৃথিবী রেখে গেছেন। কিন্তু আমাকে কী দিয়ে গেছেন? এই কথাটা কতটুকু সঠিক আবিদ তা জানে না। তবু সে ভাবে এ কথা শুনে নিশ্চয়ই জীবনানন্দ বাবু অনেক লজ্জা পেয়েছেন। লজ্জায় নিশ্চয়ই তার লাশও নীল হয়ে গেছে। জীবনানন্দ বাবুর জায়গায় আবিদ নিজেকে কল্পনা করে। তার গা শিউড়ে উঠে। ভাবে তার মারা যাওয়ার পরেও যদি বিউটি এখনকার কথাগুলো সবাইকে বলে বেড়ায় তবে লজ্জায় তার মাথা হেঁট হয়ে যাবে। অপমানের কোনো সীমা পরিসীমা থাকবে না। তাই যখনই সে সময় পায় এবং বিউটির মেজাজ শান্ত থাকে তখনই সে হাতজোড় করে অনুরোধ করে- যা কিছু বলার বিউটি যেন তা তার জীবিত অবস্থায় তাকেই বলে। তার মৃত্যুর পরে যেন অন্য কাউকে এসব কথা বলে না বেড়ায়।
বিউটি এমন অনুরোধের মানে বোঝে না। তাই সে জিজ্ঞেস করে-মানে?
তখন আবিদ জহির ঢোক গিলে- না মানে ব্যাপারটা আমার জন্য একটু অপমানজনক হয়ে যায়।
এ কথা শুনে তো বিউটি তেলে বেগুনে জ্বলে উঠে- আহারে অপমান! জিন্দা মাইনসের অপমানবোধ নাই মরার আবার অপমানবোধ!
আবিদ জহিরের গলা আরও নিচু হয়- না মানে মানুষতো জোর করে আমাকে কবিতা লিখতে বলে নাই। আমি তো নিজের থেকেই লিখছি। তাই তাদের কাছে এসব বলে বেড়ানো লজ্জাকর হবে না!
-আহারে লজ্জা! এখন ছেঁড়া জামা পড়ে অফিসে যেতে লজ্জা করে না! বলেই বিউটি কাজে মন দেয়। তবু আবিদ জহির ক্ষান্ত হয় না। সে বারবার একই অনুরোধ করে। তবুও সে আশ্বস্ত হতে পারে না।
সেদিন সন্ধ্যার পরে অনেকক্ষণ পর্যন্তই আবিদ অফিসের কাজ করে। সামনে পত্রিকার নতুন সংখ্যা বের হবে। তাই সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে।
রাত দশটা সাড়ে দশটা করে বিউটির মোবাইলে এক পরিচিত সাংবাদিকের নম্বর থেকে ফোন আসে-ভাবী আবিদ ভাই আর নেই। ট্রেনে কাটা পড়েছে। স্পট ডেড।
বিউটি কিছু বলে না। কথা শেষ হলে মোবাইলের সুইচ অফ করে দেয়। তারপর ঘরের দরজা বন্ধ করে এক কাপড়েই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। তাদের অবশ্য সাথে নেয়ার মতো আর তেমন কিছু ছিলও না। তারপর সিলেটের বাসে উঠে পড়ে- বাপের বাড়ির উদ্দেশ্যে।
এদিকে অনেকটা নিভৃতেই আবিদ জহিরের দাফন সম্পন্ন হয়। তার শেষ আশ্রয় হয় সিটি কর্পোরেশনের সাধারণ কবরস্থানে। আর কোনো আলোচনা, স্মরনসভা কিছুই হয় না। শুধু তারই মতো এক স্বপ্নভূক তরুণ কবি একটি জাতীয় দৈনিকে তাকে নিয়ে একটি কবিতা লিখে-


একজন আবিদ জহিরের জন্য

প্রিয় আবিদ জহির এই ছিল আপনার স্বপ্নে
একবার যদি বলতেন মুখ ফুটে-
আমরা সব মন্ত্রণালয়ের সুষম সমন্বয়ের মাধ্যমে
সারাদেশে বসিয়ে দিতাম ট্রামলাইন
এমনকি এশিয় মহাসড়কে-
আন্তঃমহাদেশীয় সংযোগও সম্ভব ছিল খুব।
বিশ্বব্যাংক, আইএমএফ এর তহবিলে
আমদানি হতো প্রাগৈতিহাসিক
মৃদু গতির ট্রাম।
তার মোলায়েম ধাক্কায় জীবনানন্দ টিকে ছিলেন ছয়দিন
আপনি দিব্যি ছয়মাস টিকে যেতেন নির্বিঘ্নে।
প্রিয় আবিদ জহির এই ছিল আপনার স্বপ্নে
একবার যদি বলতেন মুখ ফুটে-
সদা জাগ্রত ছিল ষোল কোটি জনতা
দুর্নীতি কিংবা দুর্নীতির ষড়যন্ত্রের কোনো অভিযোগ তোলার
দুঃসাহসও করতো না বিশ্বব্যাংক কিংবা আইএমএফ-
কিছুই বাঁধা হতো না প্রকল্প বাস্তবায়নে
আপনার স্বপ্ন কিংবা চাহিদা মাফিক মৃত্যুর।

কবিতাটি যতটা না আলোচিত হয়েছে আবিদ জহিরকে স্মরণ করার জন্য তার চেয়েও বেশি বিখ্যাত হয়েছে রাজনৈতিক কারণে। আর সেই সুবাদে সেই স্বপ্নভূক তরুণ কবি রাতারাতি পরিচিতি পেয়ে যায় জাতীয় পর্যায়ে। আর তার আড়ালে চিরতরে হারিয়ে যায় কবিতাগ্রস্ত আবিদ জহির।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিয়া সুলতানা গল্পের ছলে কবিতাগ্রস্তের বিপর্যয়। ভাল লাগা রইল। শুভকামনাও।
ধন্যবাদ। ভালো লাগলো আমার লেখায় প্রথমবারের মতো আপনার মন্তব্য পেয়ে।
মিলন বনিক সোহেল ভাই...শেষের কবিতাটাই যেন সবচেয়ে বড় সম্পদ...আর বিউটির ভালোবাসাটা বুঝলাম না...ডেডবডি না দেখেই চলে যেতে পারলো...সত্যিই মিরাকল...খুব ভালো লাগলো....
ধন্যবাদ দাদা। ভালো লাগলো মন্তব্য পেয়ে। আসলে আমরা যারা জীবনের সাথে তাল মিলিয়ে কবিতাকে এক্সট্রা কারিকুলাম ভাবি তাদের কাছে হয়ত ব্যাপারটা মিরাকল। তবু কবিদের জীবনে সব রকমের প্রবঞ্চনাই সম্ভব।
এশরার লতিফ খুব সহজ ভাষায় লেখা ভীষণ উইটি একটা গল্প। কবির মৃত্যু ঘটনার পরম্পরার তুলনায় অনেক বেশী আকস্মিক, তাই কিছুটা প্রতীকী কিছুটা জাদুবাস্তব।খুব ভালো লাগলো।
ধন্যবাদ লতিফ ভাই। অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
আখতারুজ্জামান সোহাগ দারুণ লিখেছেন। এ রকম কত কত কবি যে চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে! সামাজিকভাবে, পারিবারিকভাবে লাঞ্চনা, গঞ্জনা সহ্য করে চলেছে, এক সময় বিদায় নিচ্ছে পৃথিবীর উপর থেকে স্বপ্নভূক কবি আবিদ জহিরের মতো! খুব ভালো লেগেছে গল্প।
ধন্যবাদ সোহাগ ভাই। ভালো লাগলো মন্তব্য পেয়ে।
শামীম খান স্বপ্নভুক কবিতাগ্রস্থ এই সব কবিদের অসহায় বেদনা ফুটে উঠেছে আপনার লেখায় । ভাল লাগা আর ভোট রেখে গেলাম ।
অনেক অনেক ধন্যবাদ।
প্রজ্ঞা মৌসুমী ভাগ্যিস, নজরুল-সুকান্ত-রবীন্দ্রনাথের বিপরীতে উদাহরণ টানার মত জীবন বাবু আছেন যিনি মাষ্টার্স শেষ করেছিলেন। আসলেই কি পিতৃপদত্ত নাম কেটেকুটে নতুন করে নিলেই দ্রুত ছাপা হয় লেখা? লেখা পড়তে পড়তে খানিকটা ব্যক্তিগত আবেগ তৈরি হলো। আবিদ জহিরের মধ্য দিয়ে যে অসহায়ত্ব প্রকাশ পেলো- খারাপ লাগলো। আবার কোন তরুণ কবির পরিচিতি পাওয়া আনন্দও দিল। আসলেই কি চিরতরে হারায় কিছু? কবিতার জোরেই কি বেঁচে থাকে না কবিতাগ্রস্তরা?
কবিতা হয়তো ঘোরে মুখ থেকে মুখে মন থেকে মনে। কিন্তু কবি কি আসলেই অমর হয়? ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো।
আফরান মোল্লা ভালো লেগেছে।শুভকামনা রইল।

২৫ মে - ২০১১ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী